বাঙালি দর্শকদের অন্যতম প্রিয় সিরিয়াল হল মিঠাই (Mithai)। একটানা ৪৪ সপ্তাহ বাংলার সেরা সিরিয়ালের রেকর্ড রয়েছে মিঠাইয়ের। তবে বর্তমানে কিছুটা জৌলুষ হারিয়েছে মিঠাই। অনেকটাই পাল্টেছে সিরিয়ালের কাহিনী এসেছে একাধিক টুইস্ট। বিগত মাস থেকেই নিজের প্রথমস্থানটাও হারিয়েছে মিঠাই। তবে সম্প্রতি সিরিয়ালের বড় চমক দিল উচ্ছেবাবু। যেটাই মোদক পরিবার থেকে দর্শক দুজনারাই খুশি।
আসলে কিছুদিন আগে মিঠাইয়ের মা মারা যাওয়ার সময় অফিসের প্রোমোশনের মিটিং ছেড়ে চলে এসেছিল সিদ্ধার্থ। তারপর তোর্সা বস হয়ে যায় আর সিদ্ধার্থকে মিঠাইয়ের থেকে আলাদা করার জন্য কাজের চাপ দিতে থাকে। এরপর একসময় মিঠাইয়ের জন্মদিনের সিডকে আটকানোর চেষ্টা করলে চাকরিটাই ছেড়ে দেয় সে। এরপর চ্যালেঞ্জ নিয়ে এক সপ্তাহের মধ্যে নতুন চাকরিও জোগাড় করে ফেলে।
নতুন চাকরি পাওয়ার পাশাপাশি তোর্সার থেকেও উঁচু পজিশনের অফার আসে সিদ্ধার্থের জন্য। এদিকে মিঠাই চাইছিল যে কোনো কোম্পানিতে যোগ দিয়ে দূরে গিয়ে নয় বরং মোদক পরিবারের মিষ্টির ব্যবসায় যোগ দিক উচ্ছেবাবু। এই নিয়ে কথাও হয়েছিল দুজনের মধ্যে। এরপর বেশ কিছুটা ভাবনা চিন্তার পর চমকে দেবার মত সিদ্ধান্ত নিয়েছে উচ্ছেবাবু।
সকালে ব্যাগ কাঁধে অফিস যাবার সময় সবার সামনে মিঠাইকে উচ্ছেবাবু প্রশ্ন করেছে, কি মিঠাই কোথায় যাব? এই শুনেই হাসি ফুটেছে দাদাইয়ের মুখে। এছাড়াও ধীরে ধীরে পরিবারের বাকিরাও সিদ্ধার্থের কথা বুঝতে পেরে দারুন খুশি হয়ে গিয়েছে। শেষমেশ মিঠাইয়ের কথাই মেনে নিল উচ্ছেবাবু। অন্য কোথাও নয় মিষ্টির ব্যবসাতেই যুক্ত হয় উচ্ছেবাবু।
View this post on Instagram
অবশ্য এই কথা জানতে পেরে ‘বৌদি মণি’ অর্থাৎ তোর্সার রীতিমত শক লেগে গিয়েছে। সিদ্ধার্থ মোদক যে এমন একটা সিদ্ধান্ত নিতে পারে এটা বিশ্বাসই হয়নি তাঁর। তবে তোর্সার কথায় ভারী বয়েই গেছে বাকিদের। বাড়ির সকলে মিলে মোদক গ্রূপের অফিসে স্বাগত জানিয়েছে উচ্ছেবাবুকে।