• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

ভালোবাসার মর্ম বুঝল সিড, পাহাড়ের কোলে মিঠাইকে জড়িয়ে, নিজের মুখে ‘আই লাভ ইউ’ বলল উচ্ছেবাবু

দর্শকদের ভালোবাসায় টানা ৪৪ সপ্তাহ টিআরপি তালিকায় এক নম্বরে থাকার পর চলতি সপ্তাহে শীর্ষস্থান হাতছাড়া হয়েছে মিঠাইরানির। একেবারে এক ধাক্কায় পাঁচে নেমে এসেছে এই জনপ্রিয় মেগা সিরিয়াল। প্রিয় সিরিয়ালের এমন টিআরপি রেটিংয়ে স্বভাবতই মন খারাপ ছিল মিঠাই ভক্তদের। তাই প্রিয় দর্শকদের মন ভালো করতে এবার নতুন চমক দিতে চলেছে সিরিয়াল কর্তৃপক্ষ।

উল্লেখ্য এই সিরিয়ালের যারা নিয়মিত দর্শক তারা সকলেই জানেন মিঠাই আসার পর থেকে এতদিনে অনেক পরিবর্তন এসেছে গোমড়ামুখো দাদুর রাগী নাতির জীবনে। মিঠাই ম্যাজিকে এখন নতুন করে হাসতে শিখেছে স্বয়ং উচ্ছেবাবুও। একথা ইতিমধ্যেই একাধিকবার নিজের মুখে স্বীকার করে নিয়েছে সিদ্ধার্থ নিজেও। এরইমধ্যে একসাথে থাকতে থাকতে মিঠাইয়ের প্রতি দুর্বলতাও তৈরি হয়েছে সিদ্ধার্থের।

   

Mithai,মিঠাই,New Promo,নতুন প্রোমো,Sidhartha,সিদ্ধার্থ,Social Media,সোশ্যাল মিডিয়া,Viral,ভাইরাল
কিন্তু এতদিন যেহেতু বিয়ে, ভালোবাসা, এবং সম্পর্কের মতো বিষয়গুলোতে সিদ্ধার্থ বিশ্বাস করত না তাই নিজের অজান্তেই মিঠাইকে ভালোবেসে ফেললেও এখনও পর্যন্ত সেকথা নিজের মুখে আনতে পারেনি সিড। কিন্তু আর না, সামনেই ভ্যালেন্টাইনস ডে, আর এই দিনেই মিঠাইরানিকে নিজের মনের কথা জানাবে তার বর।

Mithai,মিঠাই,New Promo,নতুন প্রোমো,Sidhartha,সিদ্ধার্থ,Social Media,সোশ্যাল মিডিয়া,Viral,ভাইরাল
ভক্তদের দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়ে অবশেষে প্রেম দিবসের দিনেই মিঠাইরানিকে প্রেম নিবেদন করতে চলেছে সিদ্ধার্থ। চ্যানেল কর্তৃপক্ষের তরফে প্রকাশ্যে আসা এক ঘন্টার এই বিশেষ পর্ব দেখে দারুন ‘হেপ্পি’ মিঠাইরানির ফ্যানরাও। মিঠাইকে সিদ্ধার্থের আই লাভ ইউ বলার নতুন প্রোমো ভিডিও দেখে নিজের চোখকেই যেন বিশ্বাস করতে পারছেন না মিঠাই ভক্তরা। তাই প্রথমে অনেকেই মনে করছিলেন মিঠাইরানি হয়তো আগের মতোই ‘ডিরিম ‘ দেখছে।

Mithai,মিঠাই,New Promo,নতুন প্রোমো,Sidhartha,সিদ্ধার্থ,Social Media,সোশ্যাল মিডিয়া,Viral,ভাইরাল

কিন্তু না সূত্রের খবর,আর স্বপ্ন নয় এবার সত্যিই প্রেম নিবেদন করতে চলেছেন উচ্ছেবাবু। জানা গেছে ইতিমধ্যেই এই পর্বের শ্যুটিংয়ে উত্তরবঙ্গে রওনা দিয়েছেন সিদ্ধার্থ-মিঠাইরা। এদিনের এই নতুন প্রোমতে দেখা যাচ্ছে, চাবাগানে ঘেরা পাহাড়ের দাঁড়িয়ে মিঠাইয়ের গালে হাত রেখে সিদ্ধার্থ বলছে, ‘আই লাভ ইউ মিঠাই’। একথা শুনে কিছুতেই বিশ্বাস হচ্ছে না মিঠাইয়ের। সে বলে ওঠে, ‘আরেকবার বল প্লিজ’। এরপরেই জোরে সিদ্ধার্থ বলে উঠে, ‘আই লাভ ইউ মিঠাই’। এরপর বউকে জাপটে ধরে সে।