জি বাংলার অন্যতম সেরা সিরিয়াল ‘মিঠাই’ (Mithai)। দেখতে দেখতে বয়স প্রায় দু বছর হতে চললেও আজও এই সিরিয়ালের জনপ্রিয়তার ধারে কাছে নেই কেউ। দীর্ঘদিনের এই যাত্রাপথে টানা ৫৪ বার বেঙ্গলনা টপার হওয়া তো আছেই, সেই সাথে মিঠাইয়ের ঝুলিতে উঠেছে আরো একগুচ্ছ পুরস্কার। একেবারে শুরু থেকে এই পর্যন্ত মিঠাইকে নিয়ে দর্শকদের পাগলামির শেষ নেই।
এই মুহূর্তে জি বাংলার সমস্ত সিরিয়াল গুলোর মধ্যে সবচেয়ে পুরনো সিরিয়াল মিঠাই। তাই এতদিনের পুরনো সিরিয়াল হওয়া সত্বেও যেভাবে আজও দর্শকমহলে নিজেদের জনপ্রিয়তা ধরে রেখেছে তা নিঃসন্দেহে প্রশংসনীয়। সময়ের সাথে সাথে হয়তো সিরিয়ালের টিআরপি কমেছে ঠিকই, কিন্তু জনপ্রিয়তায় আঁচ পড়েনি এক ফোঁটাও। ইতিমধ্যে বদল হয়েছে সিরিয়াল সম্প্রচারের সময়। রাত আটটার টাইম স্লট হারিয়ে মিঠাই এখন সম্প্রচারিত হচ্ছে সন্ধ্যা ছ’টা থেকে।
তবে শুধু স্লট চেঞ্জ নয়, মিঠাইয়ের মৃত্যুর সাথেই লীপ নিয়েছে সিরিয়াল। তারপর কেটে গিয়েছে বেশ কয়েক মাস। সেই থেকে দর্শকদের মনে ঘোরাফেরা করছে একটাই প্রশ্ন। মিঠাই কবে ফিরবে? আর সিরিয়ালে হুবহু মিঠাইয়ের মতো দেখতে মিঠি অর্থাৎ শাক্যর মিস টিউটরই কি আসলে মিঠাই? এমনই হাজার প্রশ্ন। এরই মধ্যে সদ্যপ্রকাশ্যে এসেছে সিরিয়ালের একটি নতুন ধামাকাদার প্রোমো।
সেখানে দেখা যাচ্ছে দর্শকদের অপেক্ষার অবসান ঘটিয়েঅবশেষে উচ্ছেবাবুর সামনে এসে সশরীরে দাঁড়িয়েছে মিঠাই। এরইমধ্যে মধ্যে সোশ্যাল মিডিয়ায় ঘোরাফেরা করছে একটি পোস্ট। সেখানে দেখা যাচ্ছে ছোট্ট একটা কচি হাতের ওপরে রাখা একটা টো রিং। দর্শকদের দাবি এই টোরিংটা শাক্য পেয়েছে এবং সেটা ছিল মিঠির পাতেই।
কিন্তু এতদিনে সেটা নজরে আসেনি কারও। তাই সকলেই মনে করছেন এই টোরিং দেখিয়েই এতদিনে একটা ক্লু দিয়েছেন লেখিকা ম্যাডাম। তাই আর বেশিদিন বাকি নেই মিঠিই আসল মিঠাই কিনা তা জানা যাবে যার কিছুদিনের মধ্যেই। শুধু তাই নয় সকলেই মনে করছেন নতুন বছরের শুরুর দিনে আজকের পর্বে এমনই আরও অনেক ক্লু থাকবে মিঠাইতে।