• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

এখনও কি বেঁচে আছে মিঠাই? সামনে এল মিঠাইয়ের খুনি! নতুন টুইস্ট সামনে আসতেই উত্তেজিত দর্শকেরা

Published on:

বাংলা সিরিয়াল,Bengali Serial,মিঠাই,Mithai,সিদ্ধার্থ,Sidhartha,মিঠি,Mithi,আসন্ন ট্র্যাক,Upcoming Track,নতুন চমক,New Twist

বাংলা সিরিয়াল (Bengali Serial) প্রেমি দর্শকদের কাছে ‘মিঠাই’ (Mithai) শুধুমাত্র একটা সিরিয়াল নয়। এই ধারাবাহিকের  সাথে জড়িয়ে রয়েছে অসংখ্য দর্শকদের হাসি-কান্নার মুহূর্ত। তাই গত প্রায় দুবছরে দর্শকদের কাছে  আবেগের আর এক নাম হয়ে দাঁড়িয়েছে মিঠাই।সেদিক দিয়ে দেখতে গেলে তুলনামূলক ভাবে এই মুহূর্তে জি বাংলার সবচেয়ে পুরনো  সিরিয়াল হয়েও দর্শকমহলে যেভাবে নিজেদের জনপ্রিয়তা ধরে রেখেছে এই সিরিয়াল তা সত্যিই প্রশংসনীয়।

দেখতে দেখতে প্রায় দুবছর হতে চলল এই সিরিয়ালের বয়স। ২০২১ সালে জানুয়ারিতেই শুরু হয়েছিল এই ধারাবাহিকের পথচলা। সেই থেকে মনোহরার  সমস্ত সদস্যদের সাথে ওতঃপ্রোত  ভাবে জড়িয়ে গিয়েছেন দর্শকরাও। বলতে গেলে মোদক পরিবারে প্রত্যেক সদস্যই যেন দর্শকদের একেবারে ঘরের মানুষ। সিরিয়ালের নায়ক নায়িকা মিঠাই সিদ্ধার্থ(Sidhartha)-র  কথা আলাদা করে আর কি বলবো!

Mithai Serian New Promo made Record gets millions of views in few hours

শুরু থেকেই তারা দুজনেই দর্শকদের একেবারে নয়নের মণি। ধারাবাহিকে প্রধান চরিত্র সিদ্ধার্থ মিঠাই-এর  চরিত্রে দেখা যাচ্ছে অভিনেতা আদৃত রায় এবং অভিনেত্রী সৌমিতৃষা কুন্ডুকে। বাংলা জুড়ে তাদের ফ্যান ফলোয়িং রয়েছে চোখে পড়ার মতো। তবে শুধু সিড-মিঠাই নয় তাদের গোটা পরিবারকেই খুব ভালোবাসেন দর্শক। প্রসঙ্গত এই সিরিয়ালের নিয়মিত দর্শক যারা তারা সকলেই জানেন কিছুদিন আগে ধারাবাহিকের মৃত্যু হয়েছে মিঠাইরানির। তারপর থেকে গোটা মনোহরা যেন একেবারে নিস্তেজ হয়ে পড়েছিল।

বাংলা সিরিয়াল,Bengali Serial,মিঠাই,Mithai,সিদ্ধার্থ,Sidhartha,মিঠি,Mithi,আসন্ন ট্র্যাক,Upcoming Track,নতুন চমক,New Twist

দর্শকরাও মিঠাই দেখে আগের  সেই পুরোনো স্বাদ পাচ্ছিলেন না।  এরইমধ্যে সিরিয়ালে এন্ট্রি হয়েছে হুবহু মিঠাইয়ের মতো দেখতে মিঠি (Mithi) নামে আরেক চরিত্রের। কিন্তু দর্শকরা চাইছেন যে করেই হোক এই মিঠিই যেন মিঠাই হয়। এরইমধ্যে সোশ্যাল মিডিয়ায় ঘোরাফেরা করছে একটি নতুন আপডেট। যা থেকে জানা যাচ্ছে আগামীদিনে সিরিয়ালে আসতে চলেছে আরও বড় টুইস্ট।

বাংলা সিরিয়াল,Bengali Serial,মিঠাই,Mithai,সিদ্ধার্থ,Sidhartha,মিঠি,Mithi,আসন্ন ট্র্যাক,Upcoming Track,নতুন চমক,New Twist

জানা যাচ্ছে মিঠাইয়ের অস্বাভাবিক মৃত্যুর কিনারা হতে চলেছে খুব শিগগিরই। খুব তাড়াতাড়ি সিরিয়ালে আসবে রোশন বাজাজ-এর ট্র্যাক। তার আগে যদিও সামনে আসবে সেই সদানন্দ বাবু,যে রোশান বাজাজ এর কথায় মিঠাইকে পুড়িয়ে দিয়েছিলো। সেই সাথে জানা যাবে রোশন বাজাজই আসল আদিত্য আগারওয়াল। সেইসাথে ধীরে ধীরে খুলতে চলেছে আরও একাধিক রহস্যের জট। সম্প্রতি একথা জানিয়েই একজন মিঠাই ভক্ত লিখেছেন ‘২ বছরের একটা পুরোনো সিরিয়াল এ এত টুইস্ট (Twist) থাকতে পারে।আমি সত্যিই অবাক’।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥