বাংলা টেলিভিশনের অত্যন্ত জনপ্রিয় সিরিয়াল ‘মিঠাই’ (Mithai)। দেখতে দেখতে সিরিয়ালের বয়স প্রায় দু বছর হতে চলল। তবে বয়স বাড়লেও আজ অব্দি মিঠাইয়ের জনপ্রিয়তা কমেনি একফোঁটাও। বরাবরই এই সিরিয়াল নিয়ে দর্শকমহলে রয়েছে এক আলাদাই ক্রেজ। যদিও সময়ের সাথে সাথেই বদল এসেছে এই সিরিয়ালে। বেশ কয়েক বছরের লীপ নেওয়ার পাশাপাশি এখন এই সিরিয়াল থেকেই গায়েব করে দেওয়া হয়েছে সিরিয়ালের নায়িকা খোদ মিঠাইকে।
সিরিয়ালের প্লট অনুযায়ী বেশ কয়েক বছর আগেই মৃত্যু হয়েছে তার। এখন মিঠাই আর সিদ্ধার্থের ছেলে শাক্যর দায়িত্ব এসে পড়েছে তার মিস টিউটর মিঠির (Mithi) ওপর। যদিও তাকে দেখে এখনও অনেকেই ভুল করে মিঠাই ভেবে ফেলে। তবে দর্শকদের বহুদিনের দাবি যত তাড়াতাড়ি সম্ভব সিরিয়ালে ফিরিয়ে আনা হোক মিঠাইকে। কিন্তু ধীরে ধীরে যেভাবে মিঠাই মারা যাওয়ার পর থেকে মোদক পরিবারের সদস্যদের মনে জায়গা করে নিয়েছে মিঠি তাতে দর্শকদের আশঙ্কা এইভাবে মিঠাই ফিরে আসার আগেই না সিরিয়াল শেষ হয়ে যায়।
একসময় যেভাবে মিঠাই সেভাবে দাদুর লাট সাহেব গোমড়ামুখো,রাগী নাতি সিদ্ধার্থকে ধীরে ধীরে উচ্ছে বাবু করে তুলেছিল মিঠিও তেমনি চুপচাপ বসে থাকা শাক্যকে হাসিখুশি এবং পড়াশোনায় মনোযোগী করে তুলেছে। এরইমধ্যে স্কুলে নাচ,গান এবং কেক বানিয়ে প্রথম হয়েছে শাক্য। আর এই গোটা ঘটনায় শাক্যর স্কুলও ক্রেডিট দিয়েছেন তার টিউটার মিঠিকে।
সে যেভাবে আদর যত্ন করে শাক্য সোনাকে আগলে রেখেছে তাতে বেজায় খুশি মোদক পরিবারের সমস্ত সদস্যরাও। তবে শুধু শাক্য নয়, ইতিমধ্যেই মিঠি ঢুকে পড়েছে মোদক পরিবারের পারিবারিক বিষয়েও। তাই সিরিয়ালের বর্তমান ট্র্যাক অনুযায়ী দেখা যাচ্ছে মোদকবাড়ির বড় ছেলে সোম এবং তোর্সার ভাঙা সম্পর্কটাকেও জোড়া লাগাতে সাধ্যমত চেষ্টা করে যাচ্ছে মিঠি।
যার সমস্তটাই একসময় একাহাতে সামলাতো মিঠাই। আর এইভাবে ধীরে ধীরে গোটা পরিবারে মিঠাইয়ের জায়গা নিয়ে ফেলেছে মিঠি। এমনকি মাঝেমধ্যে মিঠির ছেলেমানুষি দেখে সিদ্ধার্থও তার সাথে তুলনা করে ফেলছে মিঠাইয়ের। যা দেখে একপ্রকার আশাহত হয়েছেন মিঠাই ভক্তরা। দর্শকদের একাংশের অনুমান এইভাবে হয়তো আর কখনোই মিঠাইকে ফিরিয়ে আনা হবে না।
সিরিয়ালে সম্ভবত এই মিঠিকে দেখিয়েই খুব তাড়াতাড়ি শেষ করে দেওয়া হবে সিরিয়াল। যদিও এত সহজে আশা হারাতে নারাজ সিরিয়ালের অনুরাগীদের একটা বড় অংশ। কারণ তারা বিশ্বাস রেখেছেন মিঠাই অভিনেত্রী সৌমিতৃষা কুন্ডুর কথার ওপর। আসলে সিরিয়ালে মিঠাইয়ের মৃত্যুর পর সৌমিতৃষা এক সাক্ষাৎকারে জানিয়েছিলেন সিরিয়ালের নাম যখন মিঠাই তখন মিঠাই তো মরবে না। সিরিয়ালে ফিরে আসবে মিঠাই। তাই এখনও প্রিয় অভিনেত্রীর বলা সেই কথার ওপর বিশ্বাস রেখেই মিঠাইয়ের ফিরে আসার অপেক্ষায় রয়েছেন।