বাংলার ঘরে ঘরে সবার কাছের মানুষ হয়ে গিয়েছে মিঠাই (Mithai)। নতুন স্বাদের সিরিয়াল হিসাবে শুরু হয়ে সেই প্রথম দিন থেকেই দর্শকদের মন ছুঁয়ে নিয়েছে মিঠাই সিরিয়াল। দেখতে দেখতে অনেকটা পেরোলেও জনপ্রিয়তা কমেনি বরং সকলেই ভালোবেসে ফেলেছে মিঠাইকে। প্রতি সপ্তাহের টিআরপি তালিকা (TRP List) প্রকাশিত হলেই সেই ভালোবাসার প্রমাণ মেলে। এসপ্তাহেও তাঁর ব্যতিক্রম হল না।
বরাবরের মত এবারেও একেবারে সবার থেকে বেশি পয়েন্ট পেয়ে সেরার সেরা মিঠাই। এক কথায় মিঠাই যেন অপ্রতিরোধ্য। বাকি সিরিয়ালের জনপ্রিয়তা কম বেশি হলেও মিঠাই কিন্তু নিজের জায়গা একেবারে পাকা করে ফেলেছে। যদিও একেরপর এক কান্ড কারখানা মন জিতে নেবার মতোই। একদিকে সিদ্ধার্থের অফিসের মিষ্টির অর্ডার পেয়ে গিয়েছে মিঠাই। অন্যদিকে নিপা আবার রুদ্রদার প্রেমে হাবুডুবু। সব মিলিয়ে টান টান উত্তেজনা কাজ করছে দর্শকদের মনে।
এসপ্তাহের টিআরপি তালিকায় প্রকাশ পেতেই একেবারে জ্বলজ্বল করছে মিঠাই নামটা। এবারে মিঠাই সিরিয়ালের প্রাপ্ত পয়েন্ট ১১.৭। মিঠাইয়ের ঠিক পরেই রয়েছে অপরাজিতা অপু সিরিয়াল। আপনি আজ্ঞে থেকে তুমিতে আসার পর্বে ৮.৮ পয়েন্ট পেয়ে দ্বিতীয় স্থানে সিরিয়ালটি। এদিকে খড়কুটো সিরিয়ালে যেন চমকের পর চমক, দ্বিতীয় বিয়ে হয়েছে গুনগুন-সৌজন্যের। এরপর শশুর-শাশুড়িরও বিয়ে হয়ে গেছে। এবার চলছে কিডন্যাপিং এর পালা। এবারের খড়কুটোর প্রাপ্ত পয়েন্ট হল ৮.০। চলুন এবার বাকিদের অবস্থা দেখা নেওয়া যাক।
জীবন সাথী, কৃষ্ণকলি- ৭.৩
যমুনা ঢাকি- ৭.২
শ্রীময়ী- ৬.৯
রাসমণি- ৬.৭
ধুলোকণা, মহাপীঠ তাপারীঠ- ৬.৪
কড়িখেলা- ৬.২
দেশের মাটি- ৫.৮
প্রসঙ্গত, গত সপ্তাহে শুরু হলেই টিআরপি তালিকায় দেখা মেলেনি ধূলোকণা সিরিয়ালের। এবারের টিআরপির তালিকায় অবশ্য ৫.৪ পয়েন্টে অষ্টম স্থানে দেখা মিলেছে ধূলোকণা সিরিয়ালের। এখন দর্শকদের মন কতটা জয় করতে পারে নতুন ধারাবাহিকটি সেটাই দেখার।