• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

যোগিনী রুপে দুর্দান্ত তান্ডব নৃত্য! মিঠাই রানির শ্রীতমা দিদির প্রশংসায় পঞ্চমুখ দর্শক

Published on:

Mithai Audience Praise Diya Mukherjee

বাংলা টেলিভিশন জগতের মিষ্টি নায়িকা দিয়া মুখার্জী (Diya Mukherjee)। যদিও বিগত ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা সিরিয়ালের (Bengali Serial) দর্শক তাঁকে শ্রী (Shree) নামেই বেশি চেনেন। জি বাংলার (Zee Bangla) জনপ্রিয় মেগা সিরিয়াল ‘মিঠাই’তে (Mithai) নায়ক সিদ্ধার্থের বোন  শ্রী তথা শ্রীতমা চরিত্রে অভিনয় করেই দর্শকদের একেবারে ঘরের মেয়ে হয়ে উঠেছেন তিনি ।

সোশ্যাল মিডিয়ায় (Social Media) অ্যাকাউন্ট থাকলেও বাকিদের মতো অতটাও সক্রিয় থাকতে দেখা যায় না অভিনেত্রীকে। আসলে অভিনয় ছাড়া ব্যক্তিগত জীবনের ক্ষেত্রে বরাবরই একটা প্রাইভেসি মেনটেইন করেন দিয়া। তবে ইদানিং মাঝে মধ্যেই ইনস্টাগ্রামে নিজের ছবি আপলোড করতে দেখা যায় অভিনেত্রীকে।

বাংলা সিরিয়াল,Bengali Serial,জি বাংলা,Zee Bangla,মিঠাই,Mithai,শ্রীতমা,Sreetama,দিয়া মুখার্জী,Diya Mukherjee,ভাইরাল,Viral,নাচের ভিডিও,Dance Video

তাই মাঝেমধ্যে যেমন ক্যাজুয়াল লুকে ধরা দেন তেমনই কখনও সখনও আবার বিভিন্ন ফশ্যুটের ছবিও শেয়ার করে থাকেন অভিনেত্রী। এছাড়াও সিরিয়ালের বিভিন্ন লুক কিংবা নাচের ভিডিও শেয়ার করতে দেখা যায় অভিনেত্রীকে।

বাংলা সিরিয়াল,Bengali Serial,জি বাংলা,Zee Bangla,মিঠাই,Mithai,শ্রীতমা,Sreetama,দিয়া মুখার্জী,Diya Mukherjee,ভাইরাল,Viral,নাচের ভিডিও,Dance Video

প্রসঙ্গত মিঠাই সিরিয়ালের নিয়মিত দর্শকরা জানেন বর্তমানে দেখা যাচ্ছে তোর্সা মা হতে চাইলেও কিছু শারীরিক সমস্যার কারণে সে মা হতে পারছে না। তাই চার পাঁচ জন ডাক্তার দেখানোর পর এবার সে শরণাপন্ন হয়েছে ত্রিশূল বাবার। আর সেই সাধু বাবার পাতা ফাঁদে পা দিয়েই এবার বিপাকে তোর্সা।

প্রসঙ্গত

View this post on Instagram

 

A post shared by Diya Mukherjee (@diya_dm_mukherjee)

সম্ভবত তোর্সাকে বাঁচাতে এবার নতুন ছদ্মবেশ নিতে চলেছে মিঠাইরানি সহ গোটা হল্লাপার্টি। আর তাই  এবার ছদ্মবেশ নিতেই কালো পোশাকের যোগিনী সাজবে শ্রীও। এদিন যোগিনীর সাজেই নিজের ইনস্টাগ্রাম প্রোফাইল থেকে একটি তান্ডব নৃত্যের ভিডিও শেয়ার করেছিলেন শ্রী অভিনেত্রী দিয়া।

বাংলা সিরিয়াল,Bengali Serial,জি বাংলা,Zee Bangla,মিঠাই,Mithai,শ্রীতমা,Sreetama,দিয়া মুখার্জী,Diya Mukherjee,ভাইরাল,Viral,নাচের ভিডিও,Dance Video

ভিডিওর ক্যাপশনে অভিনেত্রী লিখেছেন ‘ওম নামঃ শিবায়ঃ’। সেইসাথে অভিনেত্রী জানিয়েছেন তাঁকে এই ভিডিওটি করে দিয়েছেন সোম অভিনেতা ধ্রুব। তবে অভিনয়ের পাশাপাশি শ্রী অভিনেত্রী দিয়ার এদিনের এই তান্ডব নৃত্য দেখে কমেন্ট সেকশনে প্রশংসায় ভরিয়ে দিয়েছেন অনুরাগীরা।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥