• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

শুটিংয়ে টেকনিশিয়ানদের গুরুত্ব অপূরণীয়! ওয়ার্ক ফ্রম হোম করে বললেন মিঠাই অভিনেতা সৌরভ

Published on:

মিঠাই সৌরভ চট্টোপাধ্যায় Mithai serial Sourav chatterjee

লকডাউনের জেরে বন্ধ টলিপাড়ায় শুটিং। সিনেমা থেকে শুরু করে সিরিয়াল (Serial) সবই বন্ধ রয়েছে। এদিকে সিরিয়ালের ব্যাঙ্কিং করে রাখা পর্ব শেষ। লকডাউনে দর্শকদের বিনোদনের সঙ্গী সিরিয়ালের পর্ব না দেখতে পেলে মন খারাপ হবার জোগাড়। আবার গতবছর লকডাউনে দীর্ঘ দিন শুটিং ও সিরিয়াল বন্ধ থাকায় ব্যাপক ক্ষতি হয়েছে ইন্ডাস্ট্রির।

তাই গতবছরের থেকে শিক্ষা নিয়ে বেশ কিছু পর্ব আগে থেকে ব্যাঙ্কিং করা থাকলেও তা ইতিমোধ্যেই শেষ। সিরিয়াল চালু রাখতে বর্তমানে ওয়ার্ক ফ্রম হোম করছেন সিরিয়ালের কলাকুশলীরা। বাড়ি থেকেই শুট করে পাঠানো হচ্ছে ভিডিও যা জুড়ে তৈরী করা হচ্ছে সিরিয়ালের এপিসোড।

মিঠাই সৌরভ চট্টোপাধ্যায় Mithai serial Sourav chatterjee

এবার বাড়ি থেকে শুটিংয়ের টেকনিশিয়ানদের গুরুত্ব নিয়ে মুখ খুললেন বাংলার সেরা মিঠাই সিরিয়ালের অভিনেতা সৌরভ চট্টোপাধ্যায় (Sourav Chattejee)। বর্তমানে মিঠাই সিরিয়ালের জন্য বাড়ি থেকেই শুটিং করছেন তিনি। শুটিং করতে গিয়ে নিজের কিছু অভিজ্ঞতা শেয়ার করেছেন অভিনেতা। তার মতে, ‘ আমি বাড়িতেই আছি, কিন্তু বাড়িতে কোনো শুটিংয়ের সেটআপ নেই। এই প্রথমে বেশ অসুবিধা হয়েছিল। ডিএসএলআর জোগাড় করা বইয়ের আলমারি ওপর থেকে নিচে আনা ইত্যাদি। তবে পাশের বাড়ির একজন তাকে সাহায্য করেছে। বলতে গেলেই সেই শুটিং করেছে’।

এরপর অভিনেতা আরো বলেন, ‘বাড়িতে শুটিং করে টেকনিশিয়ানদের গুরুত্বটা বেশ বুঝতে পারছি। আসলে সিরিয়ালের জন্য প্রফেশনাল সেটআপে কাজ করেই অভ্যস্ত কিন্তু বাড়িতে সেটা হচ্ছে না। বাড়ির যেখানে সেখানে শুটিং করা যাবে না, তাছাড়া সাউন্ডের সমস্যাও রয়েছে। একদিন তো পাশের বাড়িতে কাঠের কাজ হচ্ছিলো সেটা বারণ করতে হল। এমন নানান সমস্যা রয়েছে যেটা শুটিং সেটে হয় না। কারণ সেখানে ষ্টুডিও লাইট থেকে শুরু করে আর্ট ডিরেক্টার ও আরো অনেক টেকনিশিয়ানরা থাকেন যারা এই কাজটা আরো অনেক ভালো করে তোলেন। তাই শুটিংয়ের জন্য টেকনিশিয়ানদের ভূমিকা সত্যিই গুরুত্বপূর্ণ।

কিন্তু এখানেও বেঁধে সমস্যা! বাড়ি থেকে শুটিংয়ে সম্মতি নেই ফেডারেশনের। পাশাপাশি তাদের অভিযোগ লুকিয়ে হোটেলে গুদামে করা হচ্ছে সিরিয়ালের শুটিং যেটা মোটেও উচিত নয়। মূলত মিঠাই সিরিয়ালের বিরুদ্ধে প্রথম এই অভিযোগ উঠেছিল। অনেকের মতেই বাংলার সেরা সিরিয়ালের মুকুট রয়েছে মিঠাইয়ের মাথায়। তাই টিআরপি বজায় রাখতেই হয়তো এই কাজ করা হচ্ছে। এই নিয়ে আর্টিস্ট ও প্রযোজক পক্ষ আর ফেডারেশনের মধ্যে বিতর্কের সৃষ্টি হয়েছে।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥