• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

মিঠাই ছেড়ে সিদ্ধার্থ এবার পাঠান! মিঠাইরানির উচ্ছেবাবুর নতুন লুক দেখে ভিরমি খেল দর্শক

Published on:

Mithai Serial Ucchebabu Pathaan look

জি বাংলার (Zee Bangla) জনপ্রিয় সিরিয়াল ‘মিঠাই’ (Mithai)। এই সিরিয়ালের হাত ধরেই দর্শকদের নয়নের মণি হয়ে উঠেছে নায়ক নায়িকা সিদ্ধার্থ-মিঠাই। ধারাবাহিকে সকলের প্রিয় মিঠাইরানির চরিত্রে সৌমিতৃষা কুন্ডু (Soumitrisha Kundu) এবং সিদ্ধার্থের চরিত্রে আদৃত রায়ের (Adrit Roy) অভিনয়গুণে মুগ্ধ গোটা বাংলা।

দীর্ঘদিনের এই পথচলায় এই সিরিয়ালের সুবাদেই একাধিক পুরস্কার আর সম্মান এসেছে পর্দার উচ্ছেবাবুর  ঝুলিতে। সেই সাথে দর্শকদের অফুরন্ত ভালোবাসা আর আশীর্বাদ তো আছেই। সিরিয়ালপ্রেমী দর্শকদের কাছে এখন রীতিমতো সুপারস্টার হয়ে উঠেছেন সিডি বয়। বাংলা সিরিয়ালের হিরো  হয়েও তাঁর এই জনপ্রিয়তা অনেক সেলিব্রেটিদের কাছেই ঈর্ষণীয়।

মিঠাই,Mithai,সিদ্ধার্থ,Sidhartha,পাঠান লুক,Pathan Look,ভাইরাল ছবি,Viral Photo,Ucche Babu,Adrity Roy,Mithai Serial Sidharth,উচ্ছেবাবু,আদৃত রায়

বিগত প্রায় দু’বছরেরও বেশি সময় ধরে গোটা বাংলার অসংখ্য তরুণীদের কাছে বং ক্রাশ মিঠাইরানির উচ্ছেবাবু। সিরিয়ালের প্লট অনুযায়ী পেশা বদলে সিদ্ধার্থ এখন পুলিশ অফিসার। মিঠাইরানির মৃত্যুর পরেই তাঁর মৃত্যুর পিছনে থাকা আসল অপরাধীদের ধরার জন্য এই চাকরিতে যোগ দিয়েছিল সে।

মিঠাই,Mithai,সিদ্ধার্থ,Sidhartha,পাঠান লুক,Pathan Look,ভাইরাল ছবি,Viral Photo,Ucche Babu,Adrity Roy,Mithai Serial Sidharth,উচ্ছেবাবু,আদৃত রায়

এই সিরিয়ালের যারা নিয়মিত দর্শক তারা সকলেই জানেন এতদিনে সিদ্ধার্থ বুঝতে পেরেছে আদিত্য আগারওয়াল জীবিত আছেন। আর এই আদিত্য আগারওয়ালই মিঠাইরানির খুনি। এছাড়া সে বুঝতে পেরেছে আদিত্য আগারওয়াল এখন চেহারা বদলে হীরে পাচারের কাজ করছে। তাই এরইমধ্যে ধারাবাহিকে এসেছে একেবারে নতুন এক মোড়।

মিঠাই,Mithai,সিদ্ধার্থ,Sidhartha,পাঠান লুক,Pathan Look,ভাইরাল ছবি,Viral Photo,Ucche Babu,Adrity Roy,Mithai Serial Sidharth,উচ্ছেবাবু,আদৃত রায়

এরইমধ্যে দেখা যাচ্ছে সিদ্ধার্থ এবার ধরা দিয়েছেন বলিউড বাদশাহ কিং খানের পাঠান লুকে। কিন্তু মিঠাই ছেড়ে হঠাৎ কেন এমন লুকে সিদ্ধার্থ? আসলে  আজকের পর্বেই দেখা গিয়েছে আদিত্য আগারওয়ালকে ধরতে মিঠিসহ নিজের গোটা টিমকে নিয়ে ছদ্মবেশে একটি রেস্টুরেন্টে এসেছে সিদ্ধার্থ। অভিনব সাজে সিদ্ধার্থ মিঠাইয়ের এই ছবি দারুন ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥