জি বাংলার (Zee Bangla) সেরা সিরিয়ালের তালিকায় প্রথমেই আসে একটাই নাম, তা নিঃসন্দেহে ‘মিঠাই’ (Mithai)। সিরিয়ালের বয়স ২ বছর পেরিয়ে গেলেও আজও এই সিরিয়াল নিয়ে দর্শকদের উন্মাদনার শেষ নেই। সময়ের সাথে দিনে দিনে টিআরপি তালিকায় সিরিয়ালের নাম্বার কমেছে ঠিকই কিন্তু আজও ৫৬ বারের বেঙ্গল টপার এই সিরিয়ালের জনপ্রিয়তার ধারে কাছে ঘেঁষতে পারেনি কেউ।
এই ধারাবাহিকের শুরু থেকেই সিদ্ধার্থ চরিত্রে দেখা যাচ্ছে জনপ্রিয় টেলি অভিনেতা আদৃত রায় (Adrit Roy) কে। অন্যদিকে নায়িকা মিঠাইরানির চরিত্রে অভিনয় করছেন জনপ্রিয় টেলি অভিনেত্রী সৌমিতৃষা কুন্ডু (Soumitrisha Kundu)। এই ২ বছরে টিভির পর্দায় কত নায়ক এলো আর গেলো। কিন্তু তারপরেও আজও বাংলার অসংখ্য তরুণীর কাছে কিন্তু বং ক্রাশ মানেই সবার প্রথমে আসে উচ্ছেবাবুর নাম।
প্রসঙ্গত ইতিপূর্বে বাংলা সিনেমায় অভিনয় করলেও এই মিঠাই সিরিয়ালের হাত ধরেই বাংলার দর্শকদের ঘরে ঘরে পৌঁছে গিয়েছেন আদৃত। এই সিরিয়ালের হাত ধরেই তিনি পেয়েছেন আকাশচুম্বী জনপ্রিয়তা। টিভির পর্দায় এমনিতেই হিট আদৃত সৌমিতৃষার জুটি। সিরিয়ালে তাদের নাম সিড মিঠাই তাই দর্শকরা ভালোবেসে তাদের নাম দিয়েছে সিধাই।
সোশ্যাল মিডিয়ায় তাদের এই জুটিকে নিয়ে অনুরাগীদের পাগলামির শেষ নেই। এই সিরিয়ালে যারা নিয়মিত দর্শক তারা সকলেই জানেন প্লট অনুযায়ী ধারাবাহিকে দেখানো হচ্ছে বহুদিন পর উচ্ছেবাবু তাঁর মিঠাই রানীর খোঁজ পেয়েছে ঠিকই। কিন্তু এখন তাঁর আর পুরনো স্মৃতি মনে নেই। এখন মিঠাই আর সিডের জীবনে এসেছে দুই খুদে সদস্য শাক্য আর মিষ্টি।
তাঁদের আগমনে সারাক্ষণ গমগম করে মনোহরা। এছাড়া মোদক বাড়িতে আছে আরও এক পুচকি সদস্য রাজীব নন্দার মেয়ে সৃষ্টি। এদিন সোশ্যাল মিডিয়ায় মোদক বাড়ির এই দুই মিষ্টি পরীর সাথে সোশ্যাল মিডিয়ায় ছবি শেয়ার করেছিলেন ছোট পর্দার সিদ্ধার্থ অভিনেতা আদৃত রায়।
এতদিনে দর্শকরা সকলেই জেনে গিয়েছেন বরাবরই সকাল মিডিয়া থেকে দূরেই থাকেন এই অভিনেতা। খুবই কম ছবি শেয়ার করতে দেখা যায় তাঁকে। এদিন তেমনই দুই পুচকি সহ অভিনেত্রীকে কোলে নিয়ে দুটি মিষ্টি ছবি শেয়ার করে ফেসবুকের দেওয়ালে আদৃত লিখেছিলেন ‘দুই পরি’। ছবিতে আদৃতের কোলে ছোট্ট মিষ্টি আর সৃষ্টিকে দেখে ভালোবাসায় ভরিয়ে দিয়েছেন সকলে।