• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

‘মিঠাই’য়ের সেটে আহত ‘উচ্ছেবাবু’, বন্ধ শ্যুটিং! আদৃতের চিন্তায় উদ্বিগ্ন ভক্তরা

Published on:

Mithai serial Siddhartha AKA Adrit Roy got injured, actor himself shared health update

এই মুহূর্তে বাংলা টেলিভিশনে (Television) সম্প্রচারিত অত্যন্ত জনপ্রিয় একটি ধারাবাহিক হল জি বাংলার (Zee Bangla) ‘মিঠাই’ (Mithai)। এই সিরিয়ালে অভিনয় করেই বাংলার প্রত্যেক দর্শকের ঘরের সদস্য হয়ে উঠেছেন সৌমিতৃষা কুণ্ডু এবং আদৃত রায় (Adrit Roy)। গত দু’বছর ধরে তাঁদের রোজ পর্দায় দেখতে দেখতে প্রচণ্ড ভালোবেসে ফেলেছেন দর্শকরা। সোশ্যাল মিডিয়াতেও তাঁদের জনপ্রিয়তা দেখার মতো।

কিন্তু পর্দার সিদ্ধার্থ তথা আদৃতের অনুরাগীরা গত কয়েকদিন ধরে বেশ চিন্তায় আছেন। কারণ শ্যুটিং সেটেই নাকি খেলতে গিয়ে চোট (Injured) পেয়েছেন অভিনেতা। সেই কারণে এখন কয়েকটা দিন নাকি উচ্ছেবাবুকে ‘মিঠাই’য়ে দেখা যাবে না। তাই স্বাভাবিকভাবেই ‘মিঠাই’য়ের দর্শকদের যেমন মন খারাপ হয়ে গিয়েছে। তেমনই অভিনেতার অনুরাগীরাও তাঁকে নিয়ে বেশ চিন্তায় পড়েছেন।

Mithai serial Siddhartha, Adrit Roy, Adrit Roy injured

আদৃত এমন একজন অভিনেতা যিনি হাজারো মেয়ের ‘ক্রাশ’। ‘মিঠাই’য়ে অভিনয়ের পর থেকে তিনি রীতিমতো ‘বং ক্রাশ’ হয়ে গিয়েছেন। মোদক পরিবারের ছেলে থেকে শুরু করে মিঠাইয়ের স্বামী হয়ে শাক্য-মিষ্টির বাবা- সব চরিত্রেই তাঁর সাবলীল অভিনয় দারুণ পছন্দ দর্শকদের। তাই স্বাভাবিকভাবেই আদৃতের আহত হওয়ার খবরে সকলের মন বেশ খারাপ হয়ে গিয়েছে।

সিদ্ধার্থ এবং মিঠাই ছাড়া সিরিয়াল যে বেশিদিন চলবে না তা মিঠাইয়ের মৃত্যুর ট্র্যাকের সঙ্গেই প্রমাণিত হয়ে গিয়েছে। সেই জন্য দর্শকদের চাহিদা শুনে ফের ধারাবাহিকে ফেরানো হয়েছে মিঠাই চরিত্রটিকে। তাই এখন আদৃতের আহত হওয়ার খবর শুনে ‘মিঠাই’প্রেমীদের মনে সিরিয়াল শেষ হওয়ার ভয়ও উঁকি দিতে শুরু করে দিয়েছে।

Mithai serial Siddhartha, Adrit Roy, Adrit Roy injured

তবে জানিয়ে রাখি, ‘মিঠাই’ প্রেমী দর্শক এবং আদৃতের অনুরাগীদের চিন্তা করার কিছু নেই। কারণ জানা গিয়েছে, পর্দার উচ্ছেবাবু এখন অনেকটাই সুস্থ হয়ে গিয়েছেন। তিনদিন বাড়িতে বিশ্রাম নেওয়ার পর শীঘ্রই শ্যুটিং ফ্লোরে ফিরতে চলেছেন অভিনেতা। একটি নামী সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন থেকে জানা গিয়েছে, ভেনে চোট লাগার কারণে শনিবার শ্যুটিংয়ের মাঝেই চলে যেতে হয়েছিল আদৃতকে। তবে এখন অনেকটাই ভালো আছেন তিনি।

Adrit Roy, Adrit Roy injured, Adrit Roy Facebook post

বুধবার রাতে ফেসবুকে এই নিয়ে পোস্টও করেছেন ‘মিঠাই’ অভিনেতা। আদৃত লিখেছেন, ‘তোমাদের জন্য আবার ফিরে এসেছি। এত উৎকণ্ঠা দেখানোর জন্য এবং শুভেচ্ছাবার্তা পাঠানোর জন্য প্রত্যেককে ধন্যবাদ। প্রত্যেকটি ফ্যান ক্লাব এবং প্রতিটি মানুষ যারা আমার দ্রুত আরোগ্য কামনা করেছেন তাঁদের ধন্যবাদ জানাই। আমি তোমাদের সবাইকে খুব ভালোবাসি’।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥