• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

উচ্ছেবাবুর মুখে ‘আই লাভ ইউ’, ভালোবাসার প্রকাশ করে আরও কাছাকাছি মিঠাই-সিদ্ধার্থ, রইল ভিডিও

ফ্রেব্রুয়ারি মানেই ভালবাসার মাস। এইসময় গোটা দুনিয়ার সাথেই প্রেম দিবসের উদযাপনে মেতে ওঠে আপামর বাঙালি। এই বিশেষ দিনের রেশ ধরে রেখেই সদ্য স্বপ্নপূরণ হয়েছে মিঠাই রানির। পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে একেবারে ফিল্মি কায়দায় মিঠাইকে “আই লাভ ইউ” বলেছে তার উচ্ছেবাবু। ইতিমধ্যেই টিভির পর্দায় সম্প্রচারিত হয়েছে এই বিশেষ পর্ব।

এতদিন ধরে যে তিনটি ‘ম্যাজিকাল ওয়ার্ড’ শোনার জন্য মিঠাইয়ের পাশাপাশি দর্শকরাও চাতক পাখির মতো অপেক্ষায় ছিলেন অবশেষে তা সার্থক হয়েছে। আর কোনো স্বপ্ন নয় সত্যি সত্যিই মিঠাই কে এদিন সত্যি সত্যিই নিজের মনের কথা চিৎকার করে জানিয়েছে সিদ্ধার্থ। অবশেষে গোমড়ামুখো সিদ্ধার্থও বিশ্বাস করেছে ভালোবাসায়।

   

Mithai,মিঠাই,Sid,সিড,Romance,রোম্যান্স,Chemistry,রসায়ন,Social Media,সোশ্যাল মিডিয়া,Video,ভিডিও
উল্লেখ্য এই সিরিয়ালের যারা নিয়মিত দর্শক ইতিমধ্যেই তারা সকলেই দেখেছেন কাজ পাগল সিডিবয় এখন পুরোপুরি ‘ফ্যামিলি ম্যান’ হয়ে গিয়েছে। আর এই সবকিছু সম্ভব হয়েছে একমাত্র মিঠাইরানির জন্য। বিয়েতে বিশ্বাস করার পাশাপাশি এখন মিঠাই কে ভালোও বেসে ফেলেছে দাদুর নাতি। তাই বৌকে সবসময় চোখে চোখে রাখে সে।

Mithai,মিঠাই,Sid,সিড,Romance,রোম্যান্স,Chemistry,রসায়ন,Social Media,সোশ্যাল মিডিয়া,Video,ভিডিও

আর তাই মিঠাই সিদ্ধার্থ কে আরও কাছাকাছি নিয়ে আসতে পাহাড়ে হানিমুনে করতে গিয়েছে দাদাই ঠাম্মি। তাদের এই প্ল্যান অবশেষে সফল করেছে গোপাল। পাহাড়ে ঘুরতে গিয়ে আচমকা হারিয়ে গিয়েছিল মিঠাই। উচ্ছেবাবু বারণ করা সত্ত্বেও পাহাড়ি রাস্তায় একাই বেরিয়ে পড়েছিল সে।

Mithai,মিঠাই,Sid,সিড,Romance,রোম্যান্স,Chemistry,রসায়ন,Social Media,সোশ্যাল মিডিয়া,Video,ভিডিও
সেসময় মিঠাই কে খুঁজে না পেয়ে একেবারে পাগলের মতো অবস্থা হয়েছিল সিদ্ধার্থের। বৌ কে খুঁজে না পেয়ে হাউ হাউ করে কাঁদতেও দেখা যায় তাকে। মিঠাই রানিকে খুঁজে পেতে গোপাল তাকে হেলেপ করে। এরইমধ্যে সিরিয়ালে দেখা গেছে পাহাড় থেকে সবাই মনোহরায় ফিরে এসেছেন। আর বাড়ি এসেই সিড দেখে মিঠাইয়ের জ্বর এসেছে। তাতেই চিন্তায় একেবারে হয়ে উঠেছে উচ্ছেবাবু। টিভির পর্দায় প্রিয় জুটির এই পাল্টে যাওয়া সমীকরণ দেখে চোখ জূড়িয়েছে দর্শকদের।