• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

মিঠাইয়ের মতোই মিষ্টি, খালি গলায় গোপালের জন্য শাক্যর গান শুনে মুগ্ধ নেটিজেনরা, রইল ভিডিও

Published on:

Mithai Serial Shakyo Dhritisman Chakraborty singing Noyone Noyone Rakhi Tomay song

বাংলা সিরিয়ালের ইতিহাসে ‘মিঠাই’ (Mithai) একটা মাইলফলক। নিজেদের মধ্যে মাঝে মধ্যেই এমনটা বলাবলি করে থাকেন এই সিরিয়ালের একনিষ্ঠ ভক্তরা। দীর্ঘ দু বছরেরও বেশি সময় ধরে ফুল অন এনার্জি নিয়ে এই সিরিয়ালের সমস্ত কলা কুশলীরা যেভাবে বাংলার মানুষদের মনোরঞ্জন করে চলেছেন তা নিঃসন্দেহে প্রশংসনীয়। মিঠাই সিদ্ধার্থ থেকে ছেলে শাক্য সবাই খুবই প্রিয় দর্শকদের।

টেলিভিশনের পর্দায় প্রায় প্রত্যেক মাসেই এখন আসছে  নতুন সিরিয়াল। তাছাড়া এখন নতুনের ভীড়ে পুরনোরা  এমনিতেই কোণঠাসা। কিন্তু এদিক দিয়েও ব্যতিক্রম মিঠাইরানি। তাই সবচেয়ে পুরনো সিরিয়াল হয়েও মিঠাই যেভাবে দিনের পর দিন নিজেদের জনপ্রিয়তা ধরে রেখেছে তা যে কারও কাছেই ঈর্ষণীয়।

মিঠাই,Mithai,শাক্য,Shakyo,ধৃতিষ্মান,Dhritishman Chakraborty,নয়নে নয়নে Noyone Noyone,মিঠাইয়ের গান,Mithai Song,গানের ভিডিও,Music Video,ভাইরাল,Viral,সোশ্যাল মিডিয়া,Social Media

একেবারে শুরুর দিন থেকেই এই সিরিয়ালের নায়ক নায়িকা মিঠাই সিদ্ধার্থ মানেই দর্শকদের একেবারে নয়নের মনি। তবে সময়ের সাথে যেমন সিরিয়ালের গল্পে পরিবর্তন এসেছে তেমনই আগমন ঘটেছে একাধিক নতুন চরিত্রের। বিশেষ করে এই ধারাবাহিকের সবচেয়ে খুদে সদস্য সিদ্ধার্থ মিঠাই এর ছেলে শাক্য। যাকে ইতিমধ্যেই ভীষণ আপন করে ফেলেছেন দর্শকরা।

মিঠাই,Mithai,শাক্য,Shakyo,ধৃতিষ্মান,Dhritishman Chakraborty,নয়নে নয়নে Noyone Noyone,মিঠাইয়ের গান,Mithai Song,গানের ভিডিও,Music Video,ভাইরাল,Viral,সোশ্যাল মিডিয়া,Social Media

সিরিয়ালে শাক্য চরিত্রে অভিনয় করছেন শিশু শিল্পী ধৃতিষ্মান চক্রবর্তী  (Dhritishman Chakraborty)। এতদিনে কমবেশি সকলেই জেনে গিয়েছেন এই ক্ষুদে শিল্পীর আসল পরিচয়। দুর্দান্ত অভিনয়ের পাশাপাশি পর্দার শাক্য মোদকের দুর্দান্ত গানের গলার সাথেও ইতিমধ্যেই পরিচিত হয়েছেন কম বেশি সকলেই।  গানের জন্য রীতিমতো সোশ্যাল মিডিয়া সেনজেশনের তকমা পেয়েছেন মোদকবাড়ির খুদে সদস্য শাক্য।

মাঝেমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয় তার গাওয়া একাধিক গানের ভিডিও। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় আরও  একবার ভাইরাল হয়েছে পর্দার শাক্য মোদকের অর্থাৎ অভিনেতা তথা শিশু সংগীত শিল্পী ধৃতিষ্মান চক্রবর্তী গাওয়া মিঠাই সিরিয়ালের জনপ্রিয় গান ‘নয়নে নয়নে রাখি তোমারে’। ভিডিওটির ক্যাপশনে শাক্য  জানিয়েছে সে এই গানটা তার সমস্ত অনুরাগী এবং মিঠাই সিরিয়াল এবং তার সমস্ত কলা কুশলীদের উদ্দেশ্যে গেয়েছে।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥