• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

মিঠাই শেষে ডাবল ধামাকা! সৌমিতৃষার পর বড়পর্দায় ডেবিউ করল ‘শাক্য’ ধৃতিষ্মান

Updated on:

Mithai serial Shakyo actor Dhritishman Chakraborty Tollywood Debut

দর্শকদের জন্য একের পর এক সুখবর নিয়ে হাজির হচ্ছেন ‘মিঠাই’ সিরিয়ালের কলাকুশলীরা। টিভির পর্দায় মিঠাই শেষ হওয়ার আগেই জানা গিয়েছিল এই সিরিয়ালের নায়িকা মিঠাই অভিনেত্রী সৌমিতৃষা কুন্ডু (Soumitrisha Kundu) পা রাখতে চলেছেন বড় পর্দায়। টলিউড সুপার স্টার দেবের (Dev Adhikari) আসন্ন সিনেমা ‘প্রধান’-এর নায়িকা হচ্ছেন তিনি। প্রথম সিনেমাতেই দেবের নায়িকা হতে পেরে দারুন উচ্ছ্বাসিত খোদ সৌমিতৃষা নিজেও।

আর এবার শোনা যাচ্ছে মিঠাইরানীর পর এবার তাঁর পর্দার ছেলে শাক্য অর্থাৎ খুদে অভিনেতা ধৃতিস্মান চক্রবর্তীও ডেবিউ করতে চলেছেন বড়পর্দায়। এদিন এই সুখবর সোশ্যাল মিডিয়ায় নিজেই জানিয়েছেন মোদক পরিবারের খুদে সদস্য। এদিন সোশ্যাল মিডিয়ায় দুটি ছবি শেয়ার করেছিলেন ধৃতিষ্মান। যার মধ্যে একটিতে দেখা যাচ্ছে ধৃতিষ্মানকে কোলে নিয়ে জাপ্টে ধরে বসে রয়েছেন তিনি কৌশিক গঙ্গোপাধ্যায়। আরেকটি  ছবিতে দেখা যাচ্ছে আসন্ন সিনেমার স্টার কাস্ট।

টলিউড,Tollywood,বাংলা সিরিয়াল,Bengali Serial,মিঠাই,Mithai,শাক্য,Shakyo,সৌমিতৃষা কুন্ডু,Soumitrisha Kundu,ধৃতিষ্মান চক্রবর্তী,Debut,ডেবিউ,Bengali Cinema,বাংলা সিনেমা

ছবি দুটি শেয়ার করে নিয়ে ক্যাপশনে মিথির পার্টনার লিখেছেন ‘বড়পর্দায় আসছি আপনাদের আশীর্বাদে। নতুন জার্নি শুরু করতে চলেছি অসাধারণ প্রতিভাবান অভিনেতা-পরিচালক কৌশিক গঙ্গোপাধ্যায়ের সাথে। দুর্দান্ত স্টার কাস্ট নিয়ে আসছে নতুন সিনেমা ‘অসুখ বিসুখ’। প্রতিবারের মতো এবারও আমাকে বেস্ট অফ লাক জানাতে ভুলো না। আর এভাবেই সবসময় আমার পাশে থেকো।’

টলিউড,Tollywood,বাংলা সিরিয়াল,Bengali Serial,মিঠাই,Mithai,শাক্য,Shakyo,সৌমিতৃষা কুন্ডু,Soumitrisha Kundu,ধৃতিষ্মান চক্রবর্তী,Debut,ডেবিউ,Bengali Cinema,বাংলা সিনেমা

জানা যাচ্ছে এই সিনেমাটির সঙ্গীত পরিচালনা করেছেন ইন্দ্রদীপ দাশগুপ্তর। ধৃতিষ্মান অভিনীত এই তারকাখচিত সিনেমায় গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করবেন অঙ্কুশ হাজরা, পরমব্রত চট্টোপাধ্যায়,ইশা সাহা,সায়নী গুপ্তকে। জানা যাচ্ছে বাংলায় সায়নীরও এটা ডেবিউ সিনেমা।

টলিউড,Tollywood,বাংলা সিরিয়াল,Bengali Serial,মিঠাই,Mithai,শাক্য,Shakyo,সৌমিতৃষা কুন্ডু,Soumitrisha Kundu,ধৃতিষ্মান চক্রবর্তী,Debut,ডেবিউ,Bengali Cinema,বাংলা সিনেমা

ইতিপূর্বে তিনি ‘আর্টিকেল ১৫’,‘বার বার দেখো’, ‘জলি এলএলবি ২’, ‘মার্গারিটা উইথ এ স্ট্র’, ‘জুইগ্যাটো’, ‘পার্চড’,‘ফোর মোর শট প্লিজ’-এর মতো সিনেমায় অভিনয় করেছেন সায়নী। জানা যাচ্ছে এই ‘অসুখ বিসুখ’ সিনেমায় চিকিৎসাবিজ্ঞান নিয়ে বিশেষ বার্তা দেওয়া হবে।

তবে সবটাই দেখানো হবে মজার ছলে। হাসি মজার মধ্যে দিয়েই এই ছবিতে বিশেষ বার্তা দেবেন পরিচালক। ক্যামেরার পিছনে থাকবে কৌশিক বন্দোপাধ্যের ছেলে উজান গঙ্গোপাধ্যায়। জানা যাচ্ছে বাবার সাথে এই ছবির সংলাপও লিখবেন ছেলে উজান।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥