• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

শাক্যবাবুর বার্থডে, জন্মদিনে মা মিঠাইয়ের ইস্পেশাল গিফটের ভিডিও ভাইরাল নেটপাড়ায়

জি বাংলার (Zee Bangla)পর্দায় সম্প্রচারিত বহুল লোকপ্রিয় বাংলা সিরিয়ালের (Bengali Serial) কথা উঠলে সবার প্রথমে আসে একটাই নাম। তা হল ‘মিঠাই’ (Mithai)। ‘সুখে দুঃখে মিষ্টি মুখে’ ইতিমধ্যেই এই সিরিয়ালের বয়স হয়ে গিয়েছে ২ বছরেরও বেশী। আর তারপরেও একঝাঁক নতুন সিরিয়ালের ভীড়ে বাংলা জুড়ে সগৌরবে চলছে মিঠাই।

Shakyo is a son worthy of his mother Mithai

   

যা নিঃসন্দেহে প্রশংসনীয়। দীর্ঘদিনের এই পথ চলায় মিঠাইরানীর মোদক পরিবার থেকে যেমন হারিয়ে গিয়েছেন একাধিক জনপ্রিয় চরিত্র তেমনই সময়ের সাথে এসে হাজির হয়েছে বেশ কিছু নতুন চরিত্র। যার মধ্যে অন্যতম হল মিঠাইয়ের ছেলে শাক্য এবং তার টিউটর ওরফে পার্টনার মিঠি। অল্পদিনে দর্শকরাও তাদের একেবারে আপন করে নিয়েছেন।

জি বাংলা,Zee Bangla,বাংলা সিরিয়াল,Bengali Serial,মিঠাই,Mithai,মিঠি,Mithi,শাক্য,Shakyo,ধৃতিস্মান চক্রবর্তী,Dhritishman Chakraborty,জন্মদিন,Birthday

সিরিয়ালের নিয়মিত দর্শকরা জানেন মিঠাই আর মিঠিকে হুবহু একই দেখতে হলেও তাঁরা দুজন আলাদা মানুষ। মিঠাই অভিনেত্রী সৌমিতৃষা কুন্ডুই (Soumitrisha Kundu) তাঁর দুর্দান্ত অভিনয় দক্ষতায় টিভির পর্দায় ফুটিয়ে তুলেছেন দুটি চরিত্র। প্রসঙ্গত ধারাবাহিকে এই শাক্য চরিত্রে অভিনয় করছেন শিশুশিল্পী ধৃতিষ্মান চক্রবর্তী (Dhritishman Chakraborty)।

জি বাংলা,Zee Bangla,বাংলা সিরিয়াল,Bengali Serial,মিঠাই,Mithai,মিঠি,Mithi,শাক্য,Shakyo,ধৃতিস্মান চক্রবর্তী,Dhritishman Chakraborty,জন্মদিন,Birthday

আজ পর্দার এই শাক্য বাবুর জন্মদিন। আর এই বিশেষ দিনে রীল লাইফের ছেলের জন্মদিনে তাঁকে একরাশ শুভেচ্ছা আর ভালোবাসা জানিয়েছেন দর্শকদের সকলের প্রিয় মিঠাইরানি এবং মিঠি। এদিন মিঠাইয়ের সাজে ক্যামেরার সামনে ধরা দিয়ে ধৃতিষ্মানের উদ্দেশ্যে সৌমিতৃষা বলেছেন ‘হ্যাপি বার্থডে পার্টনার। তুই অনেক ভালো থাক’।

এছাড়া ফেসবুকে নিজের প্রোফাইল থেকে মিঠির সাজে পার্টনার শাক্যকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন অভিনেত্রী। সোশ্যাল মিডিয়ায় শেয়ার করা সৌমিতৃষার চারটি ছবির মধ্যে একটিতে দেখা যাচ্ছে মিঠির সাজে শাক্যর কোলে বসে রয়েছেন অভিনেত্রী। হাতে রয়েছে একটা ছোট কাগজ যাতে ইংরেজিতে লেখা মিঠি। আর এটা শাক্য নাকি নিজের হাতে তাঁকে লিখে দিয়েছে।

জি বাংলা,Zee Bangla,বাংলা সিরিয়াল,Bengali Serial,মিঠাই,Mithai,মিঠি,Mithi,শাক্য,Shakyo,ধৃতিস্মান চক্রবর্তী,Dhritishman Chakraborty,জন্মদিন,Birthday

এছাড়া আর একটি ছবিতে দেখা যাচ্ছে মিঠির জন্য শাক্যর হাতে আঁকা একটি উপহার। এছাড়াও রয়েছে হাসিমুখে থাকা শাক্যর দুটি ছবি। যার মধ্যে একটিতে দেখা যাচ্ছে ছোট্ট শাক্যর চুল বেঁধে দেওয়া হয়েছে।

site