এই মুহূর্তে বাংলা টেলিভিশনে (Television) সম্প্রচারিত অত্যন্ত জনপ্রিয় একটি ধারাবাহিক (Serial) হল ‘মিঠাই’ (Mithai)। গত দু’বছরেরও বেশি সময় ধরে দর্শকদের মনোরঞ্জনের রসদ জুগিয়ে আসছে এই সিরিয়াল। জি বাংলার এই সিরিয়ালের দর্শকদের অত্যন্ত প্রিয় একটি চরিত্র হল শাক্য (Shakya)। সিদ্ধার্থ এবং মিঠাইয়ের ছেলে শাক্যর চরিত্রে অভিনয় করে রাতারাতি ব্যাপক জনপ্রিয়তা পেয়েছেন খুদে অভিনেতা ধৃতিষ্মান চক্রবর্তী (Dhritishman Chakraborty)।
মিঠাইয়ের মৃত্যুর পর শাক্যকে ঘিরেই আবর্তিত হতো সিদ্ধার্থের (Siddhartha) জীবন। এখন অবশ্য মিঠাই ফিরে এসেছে। স্ত্রী, পুত্র এবং কন্যা মিষ্টিকে নিয়ে সুখে সংসার করছে উচ্ছেবাবু। তবে এটা তো অনস্ক্রিন কাহিনী। তবে অনেকেই জানেন না, ক্যামেরার সামনের মতো ক্যামেরার পিছনেও সিদ্ধার্থ এবং শাক্যর মধ্যে রয়েছে প্রচুর মিল। দু’জনের বন্ডিংও দারুণ।
শাক্য অভিনেতা ধৃতিষ্মান নিজে বহু সাক্ষাৎকারে জানিয়েছে, তাঁর অনস্ক্রিন বাবা সিদ্ধার্থ অর্থাৎ অভিনেতা আদৃত রায়ের (Adrit Roy) সঙ্গে তাঁর বেশ কিছু মিল রয়েছে। উচ্ছেবাবু যে গান অন্ত প্রাণ তা অনেকেই জানেন। আদৃতের নিজস্ব একটি ব্যান্ড রয়েছে। প্রায়শয়ই নানান জায়গায় শো করতে ছুটে যান তাঁরা।
অপরদিকে ‘সিধাই’য়ের ছেলে শাক্য তথা ধৃতিষ্মানও সঙ্গীতকে প্রচণ্ড ভালোবাসেন। মাঝেমধ্যেই সোশ্যাল মিডিয়ায় নিজের গান গাওয়ার ভিডিও শেয়ার করে সে। অভিনেতা হিসেবে বাংলার দর্শকদের কাছে ধৃতিষ্মান পরিচিতি হলেও, অনেকেই জানেন না সে একটি গানের শোয়েও অংশগ্রহণ করেছিল। এমনকি নিজের গানের প্রতিভার জন্যে পুরস্কৃতও হয়েছে সে।
সম্প্রতি যেমন ধৃতিষ্মানের একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় তুমুল ভাইরাল হয়েছে। সেখানে দেখা যাচ্ছে, বলিউড সুপারস্টার শাহরুখ খান অভিনীত ‘পরদেশ’ ছবির ‘হ্যায় ইয়ে দিল’ গানটি গাইছে সে। বিখ্যাত গায়ক সোনু নিগমের গাওয়া গান পর্দার শাক্য যে দক্ষতার সঙ্গে গেয়েছে তা দেখেই মুগ্ধ হয়ে গিয়েছেন দর্শকরা।
শাক্যর এই ভিডিও দেখে নেটিজেনদের অনেকেই বলছেন, একেবারে অনস্ক্রিন বাবা সিদ্ধার্থের মতো হয়েছে সে। দুই তারকার গানের প্রতি ভালোবাসা এবং তাঁদের মধ্যেকার এই মিল নজর এড়ায়নি কারোর। যদিও শুধুমাত্র অনস্ক্রিন বাবার সঙ্গেই নয়, রিল লাইফ মা মিঠাই তথা অভিনেত্রী সৌমিতৃষা কুণ্ডুর সঙ্গেও দারুণ রসায়ন ধৃতিষ্মানের। পুঁচকে অভিনেতার সোশ্যাল মিডিয়া প্রোফাইলে উঁকি দিলেই বেশ বোঝা যায় সেকথা।