• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

মোদক পরিবারে খুশির হাওয়া! সরস্বতী পুজোয় সকলকে নিয়ে জলসায় মাতল মিঠাই সিদ্ধার্থ

বাংলার সিরিয়ালপ্রেমী দর্শকদের মুখে মুখে এখন ঘোরে একটাই নাম। তা হল জি বাংলার মিঠাই। দর্শকমহলে এই সিরিয়ালের জনপ্রিয়তা নিয়ে নতুন করে আর কিছুই বলার অপেক্ষা রাখে না। তাই প্রত্যেক দিন নিয়ম করে ‘মিঠাই’ (Mithai) দেখতে বসে যাওয়া এখন সিরিয়াল প্রেমীদের কাছে একপ্রকার অভ্যাসে পরিণত হয়েছে। তাই দর্শকদের ভালোবাসা আর গোপালের আশীর্বাদ নিয়ে একচেটিয়াভাবে সেরার শিরোপা নিজেদের দখলে রেখেছে মিঠাইয়ের মোদক পরিবার।

তাই এখনও পর্যন্ত শত চেষ্টা করেও মিঠাইকে টিআরপি তালিকা থেকে সরায় কার সাধ্যি! দর্শকরা যেমন সিরিয়ালের কলা কুশলীদের অফুরন্ত ভালোবাসা দিয়ে যাচ্ছেন,তেমনি সিরিয়াল কর্তৃপক্ষের তরফে দর্শকদের জন্য আনা হচ্ছে একের পর এক নতুন চমক। ইতিমধ্যেই সিরিয়ালে দেখা গিয়েছে মিঠাইয়ের চেষ্টায় নির্দোষ প্রমাণিত হয়েছে বাড়ির বড়বাবু অর্থাৎ সিদ্ধির্থের বাবা সমরেশ।

   

মিঠাই,Mithai,সিদ্ধার্থ,Sidhartha,সরস্বতী পুজো,Swarasati Puja,জলসা,Jalsha,নাচ,Dance,গান,Music,মোদক পরিবার,Modak Family

মনোহরায় বসেই সকলের সামনে সোমের মায়ের সাথে নিজের পুরনো সম্পর্কের কথা স্বীকার করে নেয় সমরেশের ডাক্তার বন্ধু। এরপরে তিনি নিজের মুখে বলেন নিজের পরিবারের কথা ভেবেই নিজেকে বাঁচাতেই এই গোপন সত্যিটা ধামা দেওয়ার চেষ্টা করেছিলেন তিনি। এরইমধ্যে দেখা যায় সরস্বতী পুজোর দিন দেবী সরস্বতীর বন্দনায় মেতে উঠেছে গোটা মোদক পরিবার।

মিঠাই,Mithai,সিদ্ধার্থ,Sidhartha,সরস্বতী পুজো,Swarasati Puja,জলসা,Jalsha,নাচ,Dance,গান,Music,মোদক পরিবার,Modak Family

ইতিমধ্যেই সিরিয়ালে দেখা গিয়েছে এবারের সরস্বতী পুজোয় বৌকে ইংরাজি শেখানোর দায়িত্ব নিয়েছে স্বয়ং সিদ্ধার্থ। বরের কথা ফেলতে পারেনি মিঠাইরানিও। তাই ইংরাজি শিখতে কোমর বেঁধে নেমে পড়ে সেও। ইতিমধ্যেই সিরিয়ালে দেখা গিয়েছে বসন্ত পঞ্চমীতে মোদক পরিবারের সকলেই সেজেছেন হলুদ পোশাকে। ইতিমধ্যেই দেখা গিয়েছে নিজে হাতে ধরে মিঠাইকে ইংরাজি শেখাচ্ছে সিদ্ধার্থ। ভিডিওতে দেখা যায় স্লেট-পেনসিল হাতে নিয়ে মিঠাই প্রথমবার ইংরাজিতে ‘I Love My Family’ লেখে।

মিঠাই,Mithai,সিদ্ধার্থ,Sidhartha,সরস্বতী পুজো,Swarasati Puja,জলসা,Jalsha,নাচ,Dance,গান,Music,মোদক পরিবার,Modak Family

এরইমধ্যে চ্যানেল কর্তৃপক্ষের তরফে সোশ্যাল মিডিয়ায় শেয়ার করা হয়েছে সরস্বতী পুজো উপলক্ষে মোদক বাড়ির জলসার ভিডিও। সেখানে দেখা যাচ্ছে নন্দা অর্থাৎ মিঠাইয়ের বড় ননদ রবীন্দ্র সঙ্গীত গাইছে আর সেই গানে নাচ করছে মিঠাই, শ্রী আর ধারা। আর তাদের নাচ দেখে মুগ্ধ চোখে তাকিয়ে রয়েছে সিড, রাতুল আর রুদ্র। এই ভিডিও দেখে ভালোবাসায় ভরিয়ে দিয়েছেন নেটিজেনরা।

মিঠাই,Mithai,সিদ্ধার্থ,Sidhartha,সরস্বতী পুজো,Swarasati Puja,জলসা,Jalsha,নাচ,Dance,গান,Music,মোদক পরিবার,Modak Family