• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

প্রেমে হাবুডুবু খাচ্ছে মিঠাই সিরিয়ালের ‘রুডিবয়’! প্রেম দিবসে নিপার বদলে ধারাকে করল প্রপোজ

Published on:

মিঠাই,Mithai,সিড,Sid,রুদ্র,Rudra,নিপা,Nipa,ধারা Dhara

মিঠাই মানেই একের পর এক চমক। একেবারে যৌথ পরিবারিক সম্পর্কের প্রেক্ষাপটে বাঙালি পরিবারের ঐতিহ্যই এই ধারাবাহিকটিকে আর পাঁচটা সিরিয়াল থেকে একেবারে আলাদা করে তুলেছে। সেই সাথে এই ধারাবাহিকে বিশেষ গুরুত্ব পেয়েছে দুটি প্রধান বিষয়, যার মধ্যে একটি হল মিষ্টি তো আর একটি প্রেম। আর এখন চলছে ভালোবাসার মাস।

আর আজ ভ্যালেন্টাইনস ডে। শহর জুড়ে রয়েছে প্রেমের মরশুম। তাই এই প্রেম দিবসে রোম্যান্স করা থেকে পিছিয়ে নেই মিঠাই সিরিয়ালের মোদক পরিবারের মিষ্টি জুটিরাও। তাই টানা ৪৪ সপ্তাহ টিআরপি তালিকায় এক নম্বরে থাকার পর চলতি সপ্তাহে শীর্ষস্থান হাতছাড়া হলেও,পড়েনি রিয়ালের প্রতি দর্শকদের ভালোবাসায় কিন্তু ভাঁটা পড়েনি এক ফোঁটাও।

মিঠাই,Mithai,সিড,Sid,রুদ্র,Rudra,নিপা,Nipa,ধারা Dhara
দর্শকরা একদিনে ভালোই বুঝেছেন দাদুর রাগী নাতির জীবনে তুফানমেল অর্থাৎ মিঠাইরানি আসার পর থেকে অনেক পরিবর্তন এসেছে তার জীবনে। এরইমধ্যে একসাথে থাকতে থাকতে মিঠাইয়ের প্রতি দুর্বলতাও তৈরি হয়েছে সিদ্ধার্থের। একথা নিজের মুখে না আনলেও মনে মনে ভালোই বুঝতে পারছে সিড। এরই মধ্যে স্পোকেন ইংলিশ শিখতে গিয়ে মিঠাইরানির জীবনে এসেছে তার নতুন পার্টনার ‘গোগুল’ দাদা।

মিঠাই,Mithai,সিড,Sid,রুদ্র,Rudra,নিপা,Nipa,ধারা Dhara
মিঠাইয়ের প্রতি অতিরিক্ত পজেসিভ উচ্ছেবাবু। তাই বৌয়ের মুখে তার পার্টনারের নাম শুনলেই রেগে যাচ্ছে সে। ইতিমধ্যেই সিরিয়ালের একাধিক ফ্যানপেজের তরফে প্রকাশ্যে এসেছে একটি নতুন ভিডিও। সেখানে দেখা যাচ্ছে চা বাগানে ঘেরা পাহাড়ের মনোরম পরিবেশে মিঠাইরানি কে জড়িয়ে ধরে ‘আই লাভ ইউ’ বলছে উচ্ছেবাবু। এরই মধ্যে সিরিয়ালে রুডিবয় অর্থাৎ রুদ্রকে কেন্দ্র করে এসেছে নতুন চমক।

মিঠাই,Mithai,সিড,Sid,রুদ্র,Rudra,নিপা,Nipa,ধারা Dhara
ইতিমধ্যেই সিরিয়ালে দেখা গিয়েছে ভ্যালেন্টাইনস ডে উপলক্ষে নন্দার সাহায্য নিয়ে একটা এঙ্গেজমেন্ট রিং কিনেছে রুদ্র। তা দেখে হল্লা পার্টির সকলেই ভাবতে শুরু করেছে ওই রিং আসলে নিপার জন্য। দেখা যাচ্ছে প্রেমে হাবুডুবু খাচ্ছে পুলিশ অফিসার রুদ্র। ব্লেজার পরে আংটি নিয়ে ধারাকে প্রপোজ করার জন্য তৈরি সে। আর ক্যাফেতে এসে রুদ্রকে দেখে ধারা ভাবছে, এবার রুদ্র দাও নিপার প্রেমে পড়েছে। এসবের মধ্যেই ইতস্তত করতে করতে রুদ্র বলে ওঠে তার নাম, ‘বসুন্ধরা’!

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥