• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

নিপাকে ছেড়ে চুপিসারে বিয়ের পিঁড়িতে মিঠাইয়ের রুদ্র দা, রইল বিয়ের অ্যালবাম থেকে পাত্রীর পরিচয়

Published on:

Mithai Serial Rurdra actor Fahim Mirza wedding album with Sweta Das for Swet Pathorer Thala

গত দু’বছর ধরে দর্শকমনে রাজত্ব করছে জি বাংলার ‘মিঠাই’ (Mithai) ধারাবাহিকটি। এই সিরিয়ালের নায়ক-নায়িকাই শুধু নয়, প্রত্যেকটি চরিত্রের জনপ্রিয়তা দর্শকমহলে তুঙ্গে। মনোহরার প্রত্যেকটি মানুষকে দর্শকরা প্রচণ্ড ভালোবাসেন। ‘মিঠাই’য়ের এমনই একটি চরিত্র হল রুদ্রর। বাড়ির ছোট মেয়ে নিপার স্বামী সে। সম্প্রতি রুদ্র (Rudra) অভিনেতা ফাহিম মির্জার (Fahim Mirza) ধারাবাহিক ছাড়ার খবরে প্রচণ্ড কষ্ট পেয়েছিলেন দর্শকরা। অবশেষে জানা গেল এই সিদ্ধান্তের নেপথ্যের কারণ।

আসলে সম্প্রতি সাত পাক ঘুরেছেন পর্দার রুদ্র। পাত্রীও বাংলা টেলি দুনিয়ার অত্যন্ত পরিচিত মুখ। আচমকাই তাঁদের বিয়ের খবরে বেশ অবাক হয়ে গিয়েছেন অনুরাগীরা। বিয়ের পর আবার সংবাদমাধ্যমের মুখোমুখিও হয়েছিলেন নবদম্পতি।

Rudra da in Mithai

জনপ্রিয় টেলি অভিনেত্রী শ্বেতা দাসের সঙ্গে সাত পাক ঘুরেছেন রুদ্র অভিনেতা ফাহিম। একটি সংবাদমাধ্যমের তরফ থেকে তাঁদের বিয়ের এক্সক্লুসিভ ভিডিও প্রকাশ্যে আনা হয়েছে। সেখানেই বিয়ের পর জমিয়ে আড্ডাও দেন দু’জনে। সোশ্যাল মিডিয়ায় ব্যাপক ভাইরাল হয়েছে সেই ভিডিও।

শীতের মরসুমে আচমকা ফাহিম-শ্বেতার বিয়ের খবরে নিশ্চয়ই খুব অবাক হচ্ছেন? তাহলে জানিয়ে রাখি, সত্যি সত্যিই শ্বেতার সঙ্গে মালা বদল থেকে সিঁদুর দান সবটাই সেরেছেন পর্দার রুদ্র। তবে বাস্তব জীবনে নয়, বরং এবারও সম্পূর্ণ ঘটনাটি ঘটেছে শ্যুটিং সেটে। আসলে সম্প্রতি আকাশ আট চ্যানেলে শুরু হয়েছে ‘সাহিত্যের সেরা সময়’। সেখানেই প্রথম মাসের গল্প দেখানো হচ্ছে ‘শ্বেত পাথরের থালা’। আর সেখানেই সাত পাক ঘুরেছেব ফাহিম এবং শ্বেতা।

Fahim Mirza Shwet Pathorer Thala

বাণী বসুর লেখা এই গল্পের নায়কের চরিত্রে অভিনয় করছেন ফাহিম এবং নায়িকার চরিত্রে শ্বেতা। কয়েকদিন আগেই হয়েছে বিয়ের পর্বের শ্যুটিং। বিয়ের শ্যুটিং সারার পর সংবাদমাধ্যমের সঙ্গে আড্ডাও দেন এই নবদম্পতি। জানিয়ে রাখি, শ্বেতা বাস্তব জীবনে বিবাহিতা। এক বছর আগেই সাত পাক ঘুরে ফেলেছেন তিনি।

প্রসঙ্গত, ‘শ্বেত পাথরের থালা’য় অভিনয়ের জন্য ‘মিঠাই’ থেকে সাময়িক কিছুদিনের বিরতি নিয়েছেন ফাহিম। আগামী এক মাস তাঁকে ধারাবাহিকে দেখা যাবে না। তবে ‘শ্বেত পাথরের থালা’র শ্যুটিং শেষ হয়ে গেলেই ফের নিজের নিপার কাছে ফিরে আসবেন রুদ্র।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥