এই মুহূর্তে বাংলা টেলিভিশনের অন্যতম জনপ্রিয় একটি গেম শো হল ‘দিদি নাম্বার ওয়ান’ (Didi No 1)। সারা সপ্তাহ জুড়ে চলতে থাকা সিরিয়ালের দাপটের মাঝেই দর্শকদের স্বাদ বদলের জন্য ভিন্ন স্বাদেরএই রিয়ালিটি শোয়ের জুড়ি মেলা ভার। সারা সপ্তাহ ধরেই এই রিয়েলিটি শোতে বাংলার নানা প্রান্ত থেকে নিজেদের জীবন সংগ্রামের বাস্তব কাহিনী শোনাতে আসেন বাংলার অসংখ্য দিদিরা।
যা প্রতিনিয়ত অনুপ্রেরণা জোগায় বাংলার অগণিত দিদিদের। তবে শুধু সাধারণ মানুষই নয় মাঝেমধ্যেই দিদি নাম্বার ওয়ান-এর মঞ্চে আসেন সেলিব্রেটিরাও। তবে শুরু থেকেই এই শো-কে এক অন্য মাত্রা দিয়েছে টলিউড অভিনেত্রী রচনা বন্দ্যোপাধ্যায়ের (Rachna Banerjee) অনবদ্য সঞ্চালনা। দর্শকমহলে এই শোয়ের জনপ্রিয়তা নিয়ে নতুন করে কিছুই বলার নেই।
শোতে মাঝেমধ্যেই আসেন টেলি জগতের জনপ্রিয় অভিনেতা অভিনেত্রীরাও। তবে এই কথা ঠিক দিদি নাম্বার ওয়ান এর মঞ্চে প্রতিটা এপিসোড দর্শকদের অত্যন্ত পছন্দের হলেও যেদিন সেলিব্রেটিরা আসে সেই দিন এই শো দেখার মজা দ্বিগুণ হয়ে যায় দর্শকদের।সবমিলিয়ে প্রতি সিজনেই বেড়ে চলেছে দিদি নাম্বার ওয়ানের জনপ্রিয়তা।
শুধু তাই নয় ফুচকা খেতে গেলে টাকা দেওয়ার ভয়তে গাড়ি থেকেই নাকি নামেন না ফাহিম। দিদি নাম্বার ওয়ান এর মঞ্চে এইভাবে হাটে হাড়ি ভাঙায় এক সময় বান্ধবীর মুখ চেপে ধরতেও দেখা যায় অভিনেতাকে। এইভাবে ভরা মঞ্চে অভিনেতার এই কান্ড দেখে অবাক হয়ে গিয়েছেন সঞ্চালিকা রচনা বন্দ্যোপাধ্যায়ও। তবে এদিন ফাহিমের সাথে আসা সুন্দরী বান্ধবীকে দেখে সোশ্যাল মিডিয়ার অনেকেই ভাবতে শুরু করেছেন এই প্রিয় বান্ধবীই, সম্ভবত পর্দার রুডি বয়ের বাস্তব জীবনের প্রেমিকা।