• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

মিঠাই অতীত! পুলিশের চাকরি ছেড়ে এবার নতুন অবতারে ধরা দেবেন ফাহিম মির্জা

Published on:

Mithai serial Rudra actor Fahim Mirza will play a different role in a new serial anm

জি বাংলার জনপ্রিয় সিরিয়াল ‘মিঠাই’ (Mithai)। সময়ের সাথে পাল্লা দিয়ে সিরিয়ালের টিআরপি আগের থেকে অনেকটা কমে গেলেও জনপ্রিয়তায় আঁচ পড়েনি এখনও। নতুনবছরের সাথেই অর্থাৎ সামনের মাসেই দু বছরে পা দেবে এই সিরিয়াল। কিছুদিন আগেই ধুমধাম করে সিরিয়ালের ৭০০ পর্ব উদযাপন করেছিল গোটা মিঠাই টিম।

উল্লেখ্য শুরু থেকেই দর্শকদের নয়নের মনি হয়ে রয়েছেন সিরিয়ালের নায়ক নায়িকা সিদ্ধার্থ মিঠাই। তবে একান্নবর্তী পরিবারের এই গল্পে আরও একাধিক চরিত্র রয়েছে তাদেরকেও ভীষণ ভালোবাসেন দর্শক। তাদের মধ্যে অন্যতম হলো সিদ্ধার্থের বন্ধু তথা আইপিএস অফিসার রুদ্র (Rudra)। শুরু থেকেই দর্শকদের দারুন প্রশংসা পেয়েছেন জনপ্রিয় টেলি অভিনেতা ফাহিম মির্জা (Fahim Mirza)।

মিঠাই,Mithai,রুদ্র,Rudra,ফাহিম মির্জা,Fahim Mirza,আলাদা চরিত্র,Different Role,নতুন সিরিয়াল,New Serial,নতুন লুক,New Look,সাহিত্যের সেরা সময়,Sahityer Sera Somoy

তবে এই প্রথম নয় ইতিপূর্বে বেশ কিছু জনপ্রিয় চরিত্রে অভিনয় করেছে ফাহিম। বিশেষ করে ‘করুণাময়ী রানী রাসমণি’-তে রাজা রামমোহন রায় সেজেছিলেন তিনি। এই চরিত্র করে দর্শকদের ব্যাপক প্রশংসা পেয়েছিলেন অভিনেতা। পরবর্তীতে ‘কড়ি খেলা’ সিরিয়ালে খলনায়কের চরিত্রে দেখা গিয়েছিল তাকে। এছাড়া কিছুদিন আগেই  জি বাংলার পর্দায় শেষ হয়ে যাওয়া পিলু সিরিয়ালে রঞ্জার বন্ধুর চরিত্রে অভিনয় করেছিলেন ফাহিম।

মিঠাই,Mithai,রুদ্র,Rudra,ফাহিম মির্জা,Fahim Mirza,আলাদা চরিত্র,Different Role,নতুন সিরিয়াল,New Serial,নতুন লুক,New Look,সাহিত্যের সেরা সময়,Sahityer Sera Somoy

তবে এবার একেবারে নতুন রূপে আসছেন অভিনেতা। নতুন বছরের শুরুতেই ২রা জানুয়ারি থেকে আকাশ আট  চ্যানেলে আসতে চলেছে ‘সাহিত্যের সেরা সময়’ (Sahityer Sera Somoy)। সেখানেই অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি চরিত্রে অভিনয় করতে দেখা যাবে ফাহিমকে। প্রসঙ্গত এর আগেও টিভির পর্দায় সাহিত্যের সেরা সময় সম্প্রচারিত হতো। সেই সময় টানা ১০ বছর চলেছিল সেই সিরিয়াল।

মিঠাই,Mithai,রুদ্র,Rudra,ফাহিম মির্জা,Fahim Mirza,আলাদা চরিত্র,Different Role,নতুন সিরিয়াল,New Serial,নতুন লুক,New Look,সাহিত্যের সেরা সময়,Sahityer Sera Somoy

এবার আকাশ আট  চ্যানেলে শুরু হতে চলেছে সাহিত্যের সেরা সময়। এই ধারাবাহিকের প্রথম অধ্যায়ে দেখা যাবে ‘শ্বেত পাথরের থালা’ এছাড়াও থাকবে বিমল মিত্রের ‘কড়ি  দিয়ে কিনলাম’ কিংবা সুচিত্রা ভট্টাচার্যের ‘কাঁচের দেওয়াল’। নতুন বছরের শুরুতেই দর্শকদের জন্য বাংলা সাহিত্যের কিছু সেরা উপন্যাস উপহার দিতে চলেছে আকাশ আট চ্যানেল কর্তৃপক্ষ।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥