বাঙালি দর্শকদের নতুন প্রিয় সিরিয়াল বলতে একটাই নাম উঠে আসবে, সেটা হল মিঠাই (Mithai)। অপেক্ষাকৃত নতুন হলেও অল্প কিছুদিনের মধ্যেই বাঙালিদের হৃদয় জয় করে নিতে পেরেছে মিঠাই। মিঠাই যে সত্যি বাঙালিদের মনে ধরেছে সেটার প্রমাণ অবশ্য প্রতিসপ্তাহের টিআরপি (TRP) তালিকা দেখলেই বোঝা যায়। বিগত কিছু সপ্তাহ টিআরপি তালিকায় ছক্কা হাঁকিয়ে একেবারে প্রথমে মিঠাই।
কিন্তু সম্প্রতি মিঠাই সিরিয়ালেও চরম উত্তেজনা আর সাসপেন্সের মুহূর্ত সৃষ্টি হয়েছে। আর দর্শকদের মধ্যে এই সাসপেন্সের কারণ মিঠাই সিদ্ধার্থের বিচ্ছেদ পরবর্তী রোমান্স এর কারণে নয়। বরং মোদক পরিবারের আরেক সদস্য নিপাকে নিয়ে। নীপার বিয়ের ঠিক হয়েছে অনেক আগেই, গায়ে হলুদ পর্বে মিঠাই গিয়ে হলুদ লাগিয়েছে সিদ্ধার্থের গালে। যা দেখে দর্শকদের মন একেবারে ভরে গিয়েছিল।
কিন্তু যে নীপার বিয়ের জন্য মোদক পরিবারে এমন খুশির চমক, সেই নীপা বিয়ের দিনেই পালিয়ে গেছে। বিউটি পার্লারে সাজতে গিয়ে মিঠাইকে কোনোমতে সেখান থেকে অন্যত্র পাঠিয়েই নিজের প্রেমিকের সাথে পালিয়েছে নীপা। অথচ বিয়ের মুহূর্ত চলে যাচ্ছে। শেষমেশ পরিবারের সন্মান বাঁচাতে শ্রীতমা রাজি হল রাতুলকে বিয়ে করতে।
এমনিতেই নীপার সাথে রাতুলের বিয়ে ঠিক সময় থেকেই দর্শকদের মধ্যে উত্তেজনার পারদ চড়েছিল। অনেকের মতেই নিপার সাথে ঠিক মানাবে না রাতুলকে। তার চেয়ে বরং রাতুল শ্রীতমার জুটি বেশ মানাবে। এবার দর্শকদের সেই মনের ইচ্ছাই পূর্ণ হল। নীপার বদলে রাতুলের সাথে সাত পাকে বাঁধা পড়ল শ্রীতমা।
প্রসঙ্গত, নীপাকে খুঁজে না পাওয়ায় প্রথমে মিঠাইয়ের ওপর বেশ রেগে গিয়েছিল সকলেই। তবে সিদ্ধার্থ এর আগে নীপাকে ফোনে কথা বলতে শুনে ফেলেছিল তাই মিঠাইয়ের সাপোর্টে পাওয়া গিয়েছে সিদ্ধার্থকে। তবে, শ্রীতমা-রাতুল জুটি দেখে কিন্তু দর্শকদের মন গার্ডেন গার্ডেন হয়ে গেছে!