বাংলা টেলি দুনিয়ার (Television) অত্যন্ত জনপ্রিয় মুখ হলেন অনন্যা গুহ (Ananya Guha)। কাজ করেছেন বহু জনপ্রিয় ধারাবাহিকে। কখনও মুন্নি (Munni), কখনও আবার পিঙ্কিজি হিসেবে তাঁকে দেখেছেন দর্শকরা। সম্প্রতি সেই অভিনেত্রীরই ব্যক্তিগত জীবন নিয়ে একটি বড় ‘সুখবর’ সামনে এসেছে। প্রেম দিবসে (Valentine’s Day) নিজের প্রেমিকের সঙ্গে সকলের পরিচয় করিয়ে দিয়েছেন তিনি!
অনন্যার কেরিয়ার শুরু হয়েছিল শিশুশিল্পী হিসেবে। ‘কৃষ্ণকলি’ (Krishnakoli) ধারাবাহিকে মুন্নি চরিত্রটিতে অভিনয় করে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছিলেন তিনি। এরপর দর্শকরা তাঁকে দেখেছেন জি বাংলার (Zee Bangla) ‘মিঠাই’ (Mithai) ধারাবাহিকে। সেখানে নায়িকা মিঠাইয়ের জায়ের চরিত্রে তাঁকে দেখা গিয়েছিল। যদিও ধারাবাহিকের গল্প লীপ নেওয়ার পর থেকে অনন্যাকে আর দেখা যাচ্ছে না।
পর্দা থেকে দূরে থাকলেও অনন্যা কিন্তু অনুরাগীদের থেকে দূরে সরে যাননি। সোশ্যাল মিডিয়ার মাধ্যমে নিজের জীবনের নানান আপডেট দিয়ে থাকেন তিনি। সম্প্রতি সোশ্যাল মিডিয়াতেই তাঁর শেয়ার করা একটি ছবি দেখে শোরগোল পড়ে গিয়েছে।
আসলে অনেকদিন ধরেই শোনা যাচ্ছিল, জনপ্রিয় এক ইউটিউবারের সঙ্গে প্রেম করছেন ‘মিঠাই’ ধারাবাহিকের পিঙ্কিজি। সোশ্যাল মিডিয়ায় দু’জনে একসঙ্গে ছবি শেয়ার করলেও সম্পর্ক নিয়ে কখনও মুখ খোলেননি। কিন্তু সম্প্রতি প্রেম দিবসের দিন তাঁর সঙ্গে একটি ছবি শেয়ার করেন অভিনেত্রী। তা দেখার পর থেকেই অনুরাগীদের বক্তব্য, সম্পর্কে এবার শিলমোহর দিয়েই দিলেন তিনি।
অনন্যার চর্চিত প্রেমিক হিসেবে এতদিন যে ইউটিউবারের নাম শোনা যাচ্ছিল তিনি হলেন সুকান্ত কুণ্ডু (Sukant Kundu)। দু’জনের সোশ্যাল মিডিয়া প্রোফাইলে উঁকি দিলেই একে অপরের সঙ্গে একাধিক ছবি চোখে পড়বে। নেটিজেনরা অনেক আগে থেকেই অনুমান করছিলেন, অনন্যা এবং সুকান্ত হয়তো প্রেম করছেন। কিন্তু সোশ্যাল মিডিয়া পোস্টে একে অপরকে স্রেফ ভালো বন্ধুই বলতেন তাঁরা।
View this post on Instagram
যদিও প্রেম দিবসের দিন অনন্যার করা পোস্টে কোথাও ভালোবাসার উল্লেখ নেই। শুধু দেখা যাচ্ছে, অভিনেত্রীর কপালে চুমু এঁকে দিচ্ছেন সুকান্ত এবং তাঁকে জড়িয়ে ধরে রয়েছেন। ছবি দু’টি শেয়ার করে অভিনেত্রী ক্যাপশনে সাদা রঙের একটি হৃদয়ের ইমোজি যোগ করেছেন।
অনন্যার এই পোস্ট দেখেই দেখেই নেটিজেনদের বক্তব্য, এভাবেই প্রেমের খবরে শিলমোহর দিলেন দু’জনে। নেটপাড়ায় ইতিমধ্যেই বেশ ভাইরাল হয়ে গিয়েছে তাঁদের ছবি। তবে অনন্যা এবং সুকান্ত- কেউই এখনও অবধি খোলসা করে বলেননি সত্যিই তাঁরা প্রেম করছেন কিনা।