• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

মিঠাইরানী না পারলেও করে দেখাল পিঙ্কিজি! ছোটপর্দা থেকে সিনেমায় ডেবিউ করছেন অনন্যা গুহ

Published on:

Mithai Serial Pinkiji actress Ananya Guha Tollywood Cinema Debut

বাংলা টেলিভিশনে সম্প্রচারিত অত্যন্ত জনপ্রিয় একটি ধারাবাহিক হল ‘মিঠাই’ (Mithai)। টিআরপি তালিকায় শীর্ষস্থান খোয়ালেও, ধারাবাহিকটির জনপ্রিয়তা কিন্তু দিন দিন বাড়ছে। জি বাংলার এই ধারাবাহিকের প্রত্যেক শিল্পী দর্শকদের খুব প্রিয়। শুধু নায়ক-নায়িকা সিদ্ধার্থ এবং মিঠাইরানীই নয়, মনোহরার সকল সদস্যই এখন দর্শকদের ঘরের মানুষ হয়ে গিয়েছেন।

এবার এই ‘মিঠাই’ অনুরাগীদের জন্যই একটি দারুণ সুখবর এসেছে। শীঘ্রই এই ধারাবাহিকের এক জনপ্রিয় অভিনেত্রী বড়পর্দায় পা রাখতে চলেছেন। তাও আবার বাংলার নামী পরিচালক হরনাথ চক্রবর্তীর হাত ধরে।

Mithai serial whole cast, Mithai serial full family

এখন নিশ্চয়ই মনে প্রশ্ন জাগছে ‘মিঠাই’য়ের কোন অভিনেত্রী বড়পর্দায় ডেবিউ করতে চলেছেন? তাহলে জানিয়ে রাখি, মোদক পরিবারের ছোট বৌ অর্থাৎ মিঠাইরানীর ছোট জা পিঙ্কিজিকে (Pinky Ji) খুব তাড়াতাড়ি সিনেমায় দেখা যাবে।

বাংলা টেলিভিশন দুনিয়ার অত্যন্ত পরিচিত মুখ ‘মিঠাই’য়ের পিঙ্কিজি অর্থাৎ অভিনেত্রী অনন্যা গুহ (Ananya Guha)। একাধিক জনপ্রিয় ধারাবাহিকে অভিনয় করেছেন তিনি। কেরিয়ারের শুরুতেই জি বাংলার ‘কৃষকলি’ ধারাবাহিকে ‘মুন্নি’র চরিত্রে অভিনয় করে দর্শকমন জয় করেছিলেন। এরপর সেই সিরিয়াল শেষ হওয়ার পর ‘লক্ষ্মী কাকিমা সুপারস্টার’এ লক্ষ্মী কাকিমার মেয়ে রিয়ার চরিত্রে দেখা গিয়েছে তাঁকে।

Mithai serial Pinky Ji, Ananya Guha

‘লক্ষ্মী কাকিমা সুপারস্টার’এ রিয়ার চরিত্রে অভিনয় করে অল্প সময়ের মধ্যেই ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছিলেন অনন্যা। কিন্তু ‘মিঠাই’য়ে অভিনয়ের পর থেকে তিনি বাংলার দর্শকদের কাছে পরিচিত মুখ হয়ে গিয়েছেন। টেলিভিশন ইন্ডাস্ট্রিতে পা রেখেছেন খুব বেশিদিন না হলেও নিজের দুর্দান্ত অভিনয়ের মাধ্যমে দর্শকদের মন জয় করে নিয়েছেন তিনি।

Daal Bati Churma Chocchori movie

ছোটপর্দা কাঁপানোর পর এবার পালা বড়পর্দার। হরনাথ চক্রবর্তীর হাত ধরে শীঘ্রই সিনেমার জগতে পা রাখবেন তিনি। বনি সেনগুপ্ত এবং কৌশানী মুখোপাধ্যায় অভিনীত ‘ডাল, বাটি, চুরমা (চচ্চড়ি)’ সিনেমায় একটি বিশেষ ভূমিকায় অনন্যাকে দেখা যাবে। অনুরাগীরা আশা করবেন, এই ছবির মাধ্যমে টলিউডে ডেবিউর পর ভবিষ্যতে একাধিক সিনেমায় দেখা যাবে ‘মিঠাই’য়ের পিঙ্কিজি’কে।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥