• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

গন্ধরাজ গাড়ি! সবুজ রঙের দামি গাড়ি কিনে ট্রোলের মুখে মিঠাইরানির ছোটজা ‘পিঙ্কিজি’

বাংলা টেলিভিশন জগতের নবাগতা অভিনেত্রীদের মধ্যে অল্প দিনেই দারুন জনপ্রিয়তা পেয়েছেন টেলি অভিনেত্রী অনন্যা গুহ (Ananaya Guha)। কেরিয়ারের শুরুতেই জি বাংলার কৃষ্ণকলি সিরিয়ালে মুন্নি চরিত্রে অভিনয় করে দর্শকদের মন জয় করে নিয়েছিলেন তিনি। পরবর্তীতে কৃষ্ণকলি শেষ হওয়ার পরে পর জি বাংলার আরও জনপ্রিয় ধারাবাহিক ‘লক্ষ্মী কাকিমা সুপারস্টার’-এ লক্ষ্মী কাকিমার মেয়ে রিয়া চরিত্রে অভিনয় করছেন তিনি।

এই চরিত্রে অভিনয় করেও দর্শকম মহলে দারুণ প্রশংসা পেয়েছেন অনন্যা। তবে শুধু লক্ষ্মী কাকিমা নয় লক্ষী কাকিমার পাশাপাশি জি বাংলার অন্যতম সেরা সিরিয়াল মিঠাই মোদক পরিবারের ছোট ছেলে স্যান্ডির বৌ  পিংকিজি চরিত্রে অভিনয় করে দর্শকম হলে দারুণ জনপ্রিয়তা পেয়েছেন অনন্যা। সোশ্যাল মিডিয়াতেও নিয়মিত সক্রিয় থাকেন অভিনেত্রী।

   

অনন্যা গুহ,Ananaya Guha,মিঠাই,Mithai,পিঙ্কিজি,Pinkiji,নতুন গাড়ি,New Car,ট্রোল,Troll,গন্ধরাজ,Gondhoraj

মাঝেমধ্যেই নিজের জীবনের নানান টুকরো ছবি এবং ভিডিও সেখানে আপলোড করেন তিনি। সম্প্রতি তার জীবনে এসেছে এক নতুন সদস্য। সোশ্যাল মিডিয়ায় অনুরাগীদের সাথে সেই সুখবর ভাগ করে নিয়েছিলেন অনন্যা নিজেই। আসলে সেই নতুন সদস্য আর কেউ নয় অভিনেত্রীর নতুন গাড়ি। সদ্য একটি নতুন গাড়ি কিনেছেন অনন্যা।

অনন্যা গুহ,Ananaya Guha,মিঠাই,Mithai,পিঙ্কিজি,Pinkiji,নতুন গাড়ি,New Car,ট্রোল,Troll,গন্ধরাজ,Gondhoraj

সোশ্যাল মিডিয়ায় সেই গাড়ির সাথে বেশ কিছু ছবি এবং ভিডিও আপলোড করেছিলেন তিনি। অনন্যার শেয়ার করা এমনই একটি ছবিতে দেখা গিয়েছে সবুজ রঙের একটি নতুন ফোর্ড ফিগো গাড়ি কিনেছেন তিনি। প্রসঙ্গত এই গাড়ির আনুমানিক বাজারমূল্য ৬থেকে ১০ লক্ষ টাকা। গাড়ি কিনেই বাবাকে সঙ্গে করে নিয়েই পুজো দিতে গিয়েছিলেন অভিনেত্রী।

 

View this post on Instagram

 

A post shared by Ananya Guha (Munni) (@reel_ananya)

কিন্তু গাড়ির রং সবুজ হয় তা নিয়ে ট্রোল করতেও ছাড়েননি নেটিজেনদের একাংশ। আসলে কিছুদিন ধরেই সোশ্যাল মিডিয়ায় একটা ট্রেন্ড চলছে। সবুজ রঙের যা কিছু চোখের সামনে আসছে তাকেই মানুষ নাম দিচ্ছেন গন্ধরাজ। আর অনন্যার গাড়ির রংও সবুজ হওয়ায় এদিন অনন্যার গাড়িটিকে দেখেও একজন নেটিজেন কটাক্ষ করে মন্তব্য করে বসেছেন গন্ধরাজ ফোর্ড।

অনন্যা গুহ,Ananaya Guha,মিঠাই,Mithai,পিঙ্কিজি,Pinkiji,নতুন গাড়ি,New Car,ট্রোল,Troll,গন্ধরাজ,Gondhoraj

ওই কমেন্টিকে পিন করে দিয়ে তাকে উত্তরে ‘বাহ্’ লিখে  তার মুখে একেবারে ঝামা ঘষে দিয়েছেন অনন্যা। তবে আরো অল্প বয়সেই অভিনেত্রীর এই সাফল্য দেখে ভীষণ খুশি হয়েছেন তাঁর অনুরাগীরা। তাই কমেন্ট সেকশানে ভালোবাসায় মুড়ে দিয়েছেন তার অসংখ্য অনুরাগী।