• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

উচ্চ মাধ্যমিকে কত পেল মিঠাই সিরিয়ালের পিঙ্কিজি? ফাঁস হল রেজাল্ট

বাংলা টেলিভিশন (Television) দুনিয়ার অত্যন্ত পরিচিত মুখ হলেন অভিনেত্রী অনন্যা গুহ (Ananya Guha)। ‘কৃষ্ণকলি’, ‘মিঠাই’ (Mithai), ‘কমলা ও শ্রীমান পৃথ্বীরাজ’ সহ একাধিক জনপ্রিয় ধারাবাহিকে অভিনয় করেছেন তিনি। কখনও দর্শকমহলে জনপ্রিয়তা পেয়েছেন ‘মুন্নি’ নামে, কখনও আবার ‘পিঙ্কিজি’ (Pinkiji) নামে। পর্দায় বয়স অনেক বড় হলেও, বাস্তব জীবনে সবে স্কুলের গণ্ডি পেরোলেন অনন্যা। চলতি বছর উচ্চমাধ্যমিক (Higher Secondary Result 2023) পরীক্ষা দিয়েছিলেন তিনি।

মঙ্গলবার প্রকাশ্যে এসেছে চলতি বছরের উচ্চমাধ্যমিকের ফলাফল। বাকি সকল পরীক্ষার্থীর মতো ‘মিঠাই’য়ের পিঙ্কিজির রেজাল্টও সামনে এসেছে। দর্শকমহলেও অনন্যার রেজাল্ট জানার আগ্রহ ছিল দেখার মতো। রেজাল্ট বেরনোর পর একটি নামী সংবাদমাধ্যমের তরফ থেকে অনন্যার সঙ্গে যোগাযোগ করা হয়। সেখানে নিজের ফলাফল নিয়ে কথা বলেন তিনি।

   

Mithai serial Pinkiji, Ananya Guha, Ananya Guha Higher Secondary Result

অনন্যা এই মুহূর্তে স্টার জলসার ‘কমলা ও শ্রীমান পৃথ্বীরাজ’ ধারাবাহিকে ছোট পিসির চরিত্রে অভিনয় করছেন। পর্দায় বড় বড় চরিত্রে অভিনয় করা এই অভিনেত্রী শিয়ালদহের লরেটো স্কুলের ছারী ছিলেন। একাদশ এবং দ্বাদশ শ্রেণীতে তাঁর বিষয় ছিল, বাংলা, ইংরেজি, কম্পিউটার, সমাজবিদ্যা এবং ভূগোল। শ্যুটিংয়ের ফাঁকে সময় বের করে পড়াশোনা করতেন অনন্যা। কেমন হল তাঁর উচ্চমাধ্যমিকের ফলাফল।

এক নামী সংবাদমাধ্যমের কাছে ‘মিঠাই’ অভিনেত্রী বলেন, ‘আমি খুব একটা খারাপ রেজাল্ট করিনি। উচ্চমাধ্যমিকে ৭৫ শতাংশ পেয়ে পাশ করেছি’। অভিনেত্রী জানান, শ্যুটিংয়ের ফাঁকে একটু ফাঁকা সময় পেলেই তিনি বই নিয়ে বসে যেতেন। এভাবে পড়াশোনা করেই তিনি উচ্চমাধ্যমিক পাশ করলেন।

Mithai serial Pinkiji, Ananya Guha, Ananya Guha Higher Secondary Result

তবে অনন্যা এও জানিয়েছেন, শ্যুটিংয়ের ফাঁকে পড়াশোনা করলেও তাঁর পরীক্ষার দেওয়ার সময় কোনও চাপ ছিল না। বরং তিনি ভালো রেজাল্টের আশাই করেছিলেন। অভিনেত্রী জানিয়েছেন, আগামী দিনে মিডিয়া সায়েন্স নিয়ে পড়াশোনা করতে চান তিনি। আজকের দিনটা কাটলেই আগামীকাল থেকে ফের নতুনভাবে পড়াশোনা শুরুর প্রক্রিয়া শুরু হয়ে যাবে।

অনন্যার উচ্চমাধ্যমিক রেজাল্ট জানার পর তাঁর চর্চিত প্রেমিক সুশান্ত কুণ্ডু তাঁকে সোশ্যাল মিডিয়ায় শুভেচ্ছা জানিয়েছেন। অভিনেত্রীর রেজাল্ট সামনে আসার পর তিনি লেখেন, ‘সৌন্দর্যের পাশাপাশি অনন্যার তীক্ষ্ণ বুদ্ধিও রয়েছে’।

site