এই মুহূর্তে বাংলা বিনোদন জগতের অন্যতম হ্যান্ডসাম ভিলেন হলেন ও মিঠাই (Mithai) সিরিয়ালের ওমি আগারওয়াল(Omi Agarwal) অভিনেতা জন ভট্টাচার্য (John Bhattacharya)। কিছুদিন আগেই জেল থেকে পালিয়ে সিদ্ধার্থকে মারার প্ল্যান করেছিল সে, মিঠাই থাকতে তার সেই চেষ্টা ব্যর্থ হয়ে যায়। তারপর অনেক ঝাড় ঝাপটা পেরিয়ে মিঠাই সুস্থ হয়ে ফিরে এসেছে মনোহরায়।
এই অবস্থায় প্রতিশোধের আগুনে জ্বলতে থাকা ওমি আগারওয়াল নতুন রূপে ফিরে এসেছে আরও বড় ষড়যন্ত্রের ছক কোষে। ইতিমধ্যেই সিরিয়ালে দেখা গিয়েছে পুলিশের চোখে ধুলো দিয়ে ছদ্মবেশে মনোহরার বাড়ির অন্দরমহলে এসে ঢুকে বসেছে ওমি। এবার শুধু সিদ্ধার্থ নয় তার প্ল্যান গোটা মোদক পরিবারকেই বোমা মেরে উড়িয়ে দেওয়ার।

এতো গেল মিঠাই সিরিয়ালের গল্প কিন্তু এরই মধ্যে একটা বড়সড়ো খবর এসেছে সকলের সামনে। টেলিপাড়ায় যে গুঞ্জন আইপিএস অফিসার ধারার পর এবার মিঠাই সিরিয়াল থেকে বিদায় নিতে চলেছে সিদ্ধার্থ মোদকের চিরশত্রু ওমি আগারওয়াল। এমনিতে বেশ কিছুদিন ধরেই শোনা যাচ্ছে সান বাংলায় আসতে চলেছে টেলি অভিনেত্রী দেবাদৃতা বসুর (Debadrita Basu) নতুন সিরিয়াল।

এই সিরিয়ালেই দেবাদৃতার বিপরীতে নায়কের চরিত্রে অভিনয় করতে চলেছেন জন ভট্টাচার্য। জানা যাচ্ছে সুরিন্দার ফিল্মস প্রযোজিত নতুন সিরিয়ালের নাম হতে চলেছে ‘আলোর ঠিকানা’ (Alor Thikana)। ইতিমধ্যেই সিরিয়ালের লুক সেটও হয়ে গিয়েছে বলে খবর। মহিলাকেন্দ্রিক এই ধারাবাহিকের জন্য এবার সম্ভবত মিঠাইতে শেষ হতে চলেছে ওমি আগারওয়ালের চরিত্র। আর তাতেই মন খারাপ অভিনেতার অসংখ্য মহিলা ভক্তদের।

এপ্রসঙ্গে সম্প্রতি সংবাদ মাধ্যমে মুখ খুলেছিলেন অভিনেতা জন ভট্টাচার্য নিজেই।নতুন সিরিয়ালের জল্পনায় সিলমোহর দিয়ে অভিনেতা জানিয়েছেন সান বাংলার নতুন শো’তে তিনি প্রধান চরিত্রে থাকছেন।সেই সাথে অভিনেতার সংযোজন আপতত মিঠাই থেকে তিনি বিরতি নিচ্ছেন ঠিকই কিন্তু এটাই যে ওমির শেষ ট্র্যাক এমনটা নাও হতে পারে। আসন্ন সিরিয়াল নিয়ে দারুন উত্তেজিত অভিনেতা। তিনি বলেছেন ‘এই চ্যানেলের সঙ্গে আমার প্রথম কাজ, বিপরীতে দেবাদৃতা রয়েছে, খুব এক্সাইটেড’। সেইসাথে ভক্তদের উদ্যেশ্যে তিনি বলেছেন ‘এইবার নিজের ১০০ শতাংশ নয়, ২০০ শতাংশ উজার করে দেব। ফ্যানেদের বলব, তোমরা এইভাবেই পাশে থেকো’।

প্রসঙ্গত মিঠাইয়ের আগে একধিক সিরিয়ালে দেখা গিয়েছিল জন ভট্টাচার্য কে। কিন্তু এই সিরিয়ালই তাকে পৌঁছে দিয়েছে বাংলার দর্শকদের ঘরে ঘরে. প্রসঙ্গত স্টার জলসার ‘বোঝে না সে বোঝে না’ সিরিয়ালের হাত ধরেই অভিনয়ে প্রথম হাতেখড়ি হয়েছিল জনের। পরবর্তীতে ‘নজর’, ‘নাগলীলা’র মতো শো-তেও লিড রোলের পাশাপাশি জি বাংলার রিমলিতেও নায়ক হয়েছিলেন তিনি।এছাড়া দেবের সাথে ‘গোলন্দাজ’ সিনেমার পাশাপাশি এখন কাজ করছেন একটি ওটিটি প্রজেক্টেও।














