মিঠাই (Mithai) সিরিয়াল কমবেশি সকলেই দেখেন। দুবছর পেরিয়েও প্রায় সমানভাবে নিজের জনপ্রিয়তা ধরে রেখেছে ধারাবাহিকটি। মিঠাইতে নিপা চরিত্রে অভিনয় করছেন অভিনেত্রী ঐন্দ্রিলা সাহা (Oindirla Saha)। শুরু থেকেই তাঁর অভিনয় মন কেড়েছিল সকলের। তবে এটাই কিন্তু ঐন্দ্রিলার প্রথম কাজ নয়, এর আগেও বড়সড় দায়িত্ব পালন করেছিলেন তিনি।
ছোটবেলায় ডান্স বাংলা ডান্স এ অংশগ্রহন করার জন্য অডিশন দিয়েছিলেন। সুযোগও পেয়েছিলেন তবে নাচের প্রতিযোগী হিসাবে নয় বরং রিয়েলিটি শোয়ের সঞ্চালিকা হিসাবে বেছে নেওয়া হয় তাকে। ছোট্ট বয়সেই সঞ্চালনায় স্টেজ মাতিয়েছিলেন ঐন্দ্রিলা।
তবে আজ মিঠাইয়ের নিপা হিসাবেই তাকে চেনেন অনেকে। এই মুহূর্তে সম্ভবত কলেজের পড়াশোনা চালিয়ে যাচ্ছেন অভিনেত্রী। তবে পড়াশোনার পাশাপাশি কেরিয়ারটাও বেশ ভালোই তৈরী করে ফেলেছেন বলাই যায়। ঐন্দ্রিলার মতে, মায়ের ইচ্ছাতেই প্রথমদিকে বিনোদন জগতে আসা। তবে এখন কাজকে বেশ উপভোগ করেন তিনি।
সোশ্যাল মিডিয়াতে বেশ সক্রিয় ঐন্দ্রিলা। ইনস্টাগ্রামে মাঝে মধ্যেই নিজের নানা ছবি থেকে ভিডিও শেয়ার করেন। এছাড়াও একটি নিজস্ব ইউটিউব চ্যানেল রয়েছে তার। যেখানে মিঠাইয়ের সেটের টুকিটাকি বিভিন্ন মুহূর্ত তুলে ধরেন। তবে সম্প্রতি নেটপাড়ায় ঐন্দ্রিলার শেয়ার করা একটি ছবি ব্যাপাওক ভাইরাল হয়ে পড়েছে।
View this post on Instagram
ছবিতে দেখা যাচ্ছে দুধ সাদা রঙের পোশাকে সেজেছেন তিনি। মাঠের চুল সুন্দর করে বেঁধে চূড়ার মত করে ফুল দিয়ে সাজিয়েছেন। সাথে রয়েছে গলা ভরাট করা গয়না। এছাড়াও স্মোকি আইশ্যাডো থেকে লিপস্টিক রাঙা ঠোঁট তো আছেই। সব মিলিয়ে একেবারে মোহময়ী লুকে ধরা দিয়েছেন ঐন্দ্রিলা।
ঐন্দ্রিলার এই ছবি ইতিমধ্যেই ব্যাপক ভাইরাল হয়ে পড়েছে। যেখানে সকলেই তার সৌন্দর্যের প্রশংসায় পঞ্চমুখ হয়েছেন। এমনকি অনেকেই বলেছেনবাংলা নতুন ক্রাশ ঐন্দ্রিলা। ছবিতে প্রায় ৪০ হাজারের কাছাকাছি লাইকও পরে গিয়েছে।