বাংলা সিরিয়ালের মধ্যে সবচেয়ে জনপ্রিয় সিরিয়াল বলতে গেলে সবার আগে যে নামটি আসে সেটা হল মিঠাই(Mithai)। সিরিয়ালের মিঠাই আর সিদ্ধার্থের জুটি মন কেরে নিয়েছে। প্রথমে একে অপরকে সখ্য না করলেও ধীরে ধীরে বাড়ির সকলের মত সিদ্ধার্থও মিঠাইকে ভালোবেসে ফেলেছে। সেই জন্যই তো ডিভোর্স দিতে গিয়েও হয়নি বরং দ্বিতীয় বড় ফুলশয্যা হয়ে গেছে। যেটা নিয়ে মোদক পরিবারের সদস্য থেকে শুরু করে দর্শকেরা সমান পরিমাণ উত্তেজিত।
এদিকে শ্রীতমা ও রাতুলের সম্পর্কও ধীরে ধীরে মধুর হচ্ছে। যদিও প্রথমে নীপার সাথে বিয়ে হবার কথা ছিলো রাতুলের । কিন্তু বিয়ের আগে নীপা পালিয়ে যায়, তখনই বাড়ির সন্মান বাঁচাতে সৃতামা রাতুলকে বিয়ে করতে রাজি হয়। সিরিয়ালে এই নিপার চরিত্রে অভিনয় করছে অভিনেত্রী ঐন্দ্রিলা সাহা (Oindrila Saha)। খুব ছোট বয়স থেকেই অভিনয় এর সাথে যুক্ত ঐন্দ্রিলা। ডান্স বাংলা ড্যান্স রিয়্যালিটি শোতে দেখা গিয়েছিল তাকে এর আগে।
মিঠাই সিরিয়ালে নিপা চরিত্রের জেরে ইতিমধ্যেই দর্শকদের কাছে বেশ জনপ্রিয় হয়ে উঠেছে ঐন্দ্রিলা। সেই জনপ্রিয়তা সমানভাবে রয়েছে সোশ্যাল মিডিয়াতেও। ইনস্টাগ্রামে ইতিমধ্যেই আড়াই লক্ষেরও বেশি অনুগামী হয়ে গিয়েছে ঐন্দ্রিলার। সেখানে মাঝেমধ্যেই নানা ছবি ও ভিডিও শেয়ার করে সে। সম্প্রতি ঐন্দ্রিলা ইনস্টাগ্রামে একটি ছবি শেয়ার করেছে যেটা ব্যাপক পরিমাণে ভাইরাল হয়ে পড়েছে।
অবশ্য ভাইরাল হওয়ার কারণও রয়েছে যথেষ্ট। ছবিতে বিয়ের সাজে দেখতে পাওয়া যাচ্ছে নিপা অভিনেত্রী ঐন্দ্রিলাকে। এর আগে সিরিয়ালে বিয়ের জন্য প্রস্তুতি নেওয়া হয়েছিল নিপার কিন্তু সেই বিয়ে হয়নি। তারপর নতুন করে এই বিয়ের সাজে ছবি দেখে অনেকেই ভাবছেন তাহলে কি সিরিয়াল এবার নিপার বিয়ের পর্ব আসতে চলেছে? না ব্যাপারটা আসলে ঠিক তেমন নয়। অনেকেই ব্রাইডাল ফটোশুট করিয়ে থাকেন, ঐন্দ্রিলা ও তাই করিয়েছে।
ব্রাইডাল ফটোশুটে অঞ্জলি ছবি নেটিজেনরা দেখে দারুণ পছন্দ করেছেন। এক নেটিজেন এর মতে, ‘কি সুন্দর লাগছে! চোখ ফেরানো যাচ্ছে না।’এমনই একাধিক কমেন্টে ভরে গিয়েছে ছবির কমেন্ট বক্স। প্রসঙ্গত, মিঠাই সিরিয়ালে বর্তমানে ফুলশয্যার পর মিঠাই আর সিদ্ধার্থের স্বামী-স্ত্রী হিসাবে একমাস টাকার চ্যালেঞ্জ চলছে। আরি চ্যালেঞ্জের মধ্যে দিয়ে এক মাসে ধীরে ধীরে মিঠাইকে আরও বেশি করে ভালোবেসে ফেলবে সিদ্ধার্থ। এখন কিভাবে সেটা হবে সেটাই হলেও দেখার বিষয়।