মিঠাই (Mithai) মানেই একের পর এক চমক। একথা একবাক্যে স্বীকার করে নেবেন মিঠাইভক্ত যে কেউ। সপ্তাহ জুড়েই দর্শকদের জন্য টানটান পর্ব নিয়ে হাজির হয় এই সিরিয়াল। কিছুদিন আগেই সিরিয়ালে দেখা গিয়েছে ভয়ঙ্কর গাড়ি দুর্ঘটনার মুখে পড়েছে সিদ্ধার্থ। এই ঘটনার পর থেকেই দর্শকদের মধ্যে এক আলাদাই তৈরি হয়েছিল। প্রিয় সিডিবয়কে এমন দুর্ঘটনার মুখে পড়তে দেখে রাগে, দুঃখে ভক্তদের অনেকেই ক্ষোভ উগড়ে দিয়েছিলেন নির্মাতা।
ভয়াবহ দুর্ঘটনার সেই প্রোমো দেখার পর থেকেই সবাই একপ্রকার ধরেই নিয়েছিলেন গতে বাঁধা আর পাঁচটা সিরিয়ালের মতোই এবার একই ঘটনা দেখানো হবে মিঠাই সিরিয়ালে। হয় মেরে দিয়ে আবার বাঁচিয়ে তোলার হবে নায়ক সিদ্ধার্থকে (Sidhartha) নয়তো অ্যাক্সিডেন্টের পর স্মৃতি হারিয়ে ফেলবে সে। কিন্তু না, তেমন কিছুই হয়নি বরং সিরিয়ালে এসেছে নতুন টুইস্ট।
অন্যদিকে দুর্ঘটনার পর থেকে সিডের খোঁজ না মেলায় মোদক বাড়ির সবাই একপ্রকার ধরেই নিয়েছেন তাদের বাড়ির ছেলে আর বেঁচে নেই। তার ফিরে আসা একপ্রকার অসম্ভব। তবে এতকিছুর পরেও কিন্তু মিঠাই রানির কানে বাজছে উচ্ছেবাবুর শেষ ফোন কলে বলা কথাগুলো। আর তাই এতবড় দুর্ঘটনাও ঘটে যাওয়ার পরেও উচ্ছেবাবুর কথামতো মিঠাই তার উচ্ছে বাবুর ফিরে আসার অপেক্ষায় রয়েছে।
সিরিয়ালের প্লট অনুযায়ী এই ঘটনার তিন মাস পরেই সিরিয়ালে এন্ট্রি হয়েছে রিকি দ্য রকস্টারের (Ricky The Rockstar)। তার হাবভাব,চলন-বলন সবকিছু আলাদা হলেও মিঠাইয়ের বিশ্বাস এই রিকিই হল তার উচ্ছে বাবু। এখন সে শত্রুদের চোখে ধূলো দিতে ছদ্মবেশ নিয়েছে শুধুমাত্র। তবে নতুন রূপে সিডিবয়কে দেখে প্রথমে ভক্তদের মতোই সন্দেহ জেগেছিল মনোহরার বাকি সদস্যদের মনে।
এরইমধ্যে গতকালের পর্বে দর্শকদের সামনে এসেছে এক বড় সত্যি। ওমি আগরওয়ালের পার্টি চলাকালীন আচমকা এসে হাজির হয় প্রিয়াঞ্জলি নামের একটি মেয়ে। সে নিজেকে রিকির গার্লফ্রেন্ড বলে পরিচয় দেয়। এই ঘটনায় সবার সামনে খানিকটা অস্বস্তিতে পড়ে যায় রিকি। এরপরই পার্টি থেকে বেরিয়ে যাওয়ার সময় মিঠাই রানির চোখে জল দেখে মনে মনে রিকি বলতে থাকে সেই অসল সিড। শত্রুদের ধরার জন্য এখন সে চেয়েও নিজের পরিচয় দিতে পারছে না। অন্যদিকে মিঠাইয়ের প্রতি সিডের দুর্বলতা দেখে অ্যঞ্জি মনে মনে ছক কষছে সিড কে পুরোপুরি মিঠাইয়ের থেকে দূরে সরিয়ে নিয়ে আসার।