• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

মিঠাইতে আইপিএস অফিসার থেকে দেবদাস ‘রুডিবয়’! চিন্তায় রয়েছে নিপা, দেখুন ভিডিও

সিরিয়াল মানেই সকলের অত্যন্ত পছন্দের একটি বিষয়। তাই কর্মব্যস্ত জীবন থেকে অবসর মিলতেই পছন্দের সিরিয়াল দেখতে বসে যান সকলে। আজকালকার ইঁদুর দৌড়ের ব্যস্ত জীবনে একমুঠো অক্সিজেনের মতো কাজ করে এই সিরিয়াল গুলি। তাই টিভির পর্দায় প্রিয় এই চরিত্রদের না দেখা পর্যন্ত গোটা দিনটাই যেন অসম্পূর্ণ থেকে যায় দর্শকদের।

সিরিয়াল প্রেমীদের কাছে বিপুল জনপ্রিয় এমনই একটি সিরিয়াল হল জি বাংলার ‘মিঠাই’। দর্শকমহলে মিঠাই সিরিয়ালের জনপ্রিয়তা নিয়ে নতুন করে কিছু বলার নেই। শুরু থেকেই মিঠাই ম্যাজিকে মুগ্ধ গোটা বাংলা। সিরিয়ালের মিষ্টি নায়িকা মিঠাই রানির চরিত্রে অভিনয় করছেন অভিনেত্রী সৌমিতৃষা কুণ্ডু, আর তার বীপরীতে দাদুর রাগী নাতি সিদ্ধার্থের চরিত্রে রয়েছেন অভিনেতা আদৃত রায়।

   

Mithai,মিঠাই,Sidhartha,সিদ্ধার্থ,Nipa,নিপা,Rudra,রুদ্র,Dhara,ধারা

টিভির পর্দায় এই জুটির রোম্যান্স দেখতে বসলে চোখের পলক পড়ে না দর্শকদের। কিছুদিন আগেই ভালোবাসার মর্ম বুঝেছে ‘সিডিবয়’। পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে মিঠাই রানিকে ‘আই লাভ ইউ’ বলেছে সিড। সেই পর্বের রেশ কাটেনি এখনও। এরইমধ্যে সিরিয়ালে এসেছে নতুন মোড়। ভ্যালেন্টাইন্সডে তেই ধারা কে প্রোপোজ করে মন ভেঙেছে মিঠাইয়ের পুলিশ দাদার।

Mithai,মিঠাই,Sidhartha,সিদ্ধার্থ,Nipa,নিপা,Rudra,রুদ্র,Dhara,ধারা
জীবনে প্রথমবার নিজের কলীগ বসুন্ধরা কে আংটি দিয়ে প্রেমের প্রস্তাব দিয়েছিল আইপিএস অফিসার রুদ্র। কিন্তু ততদিনে অনেক দেরি হয়ে যায়। কারণ ধারা ভালোবাসে প্রতীক নামের অপর একজনকে। তাই একপ্রকার মুখের ওপরেই ‘রুদ্রদা’কে রিজেক্ট করে পালিয়ে যায় ধারা। তাতেই আইপিএস অফিসার থেকে একেবারে দেবদাস হয়ে গিয়েছে রুডিবয়।

Mithai,মিঠাই,Sidhartha,সিদ্ধার্থ,Nipa,নিপা,Rudra,রুদ্র,Dhara,ধারা


ধারার প্রেম প্রস্তাব ফিরিয়ে দেওয়ার কথা কানে যেতেই পুলিশ দাদার মনের অবস্থা আন্দাজ করতে পারে মিঠাই রানি। তাই দাদুর নাতিকে সঙ্গে নিয়ে নিজে গিয়ে পুলিশ দাদাকে মনোহরায় নিয়ে আসে মিঠাই। অন্যদিকে হল্লাপার্টির দল মিলে প্লান করতে থাকে কীভাবে রুদ্রর মন ভালো করা যায়। তখনই সবাই মিলে ঠিক করে মিঠাই আর সিড মনের ডাক্তার সেজে এবার রুদ্রর সাথে মিল করাবে নিপার।