জি বাংলার জনপ্রিয় সিরিয়াল ‘মিঠাই’ (Mithai)। সাংসারিক কূটকচালি কিংবা পরকীয়ার বাইরে এই পারিবারিক সিরিয়াল দেখে বাঙালির একান্নবর্তী পরিবারের হারিয়ে যাওয়া ঐতিহ্য খুঁজে পেয়েছেন দর্শকদের একাংশ। তাই দর্শকদের ভালোবাসায় নতুন বছরেই দু বছরে পা দেবে এই সিরিয়াল। কিছুদিন আগেই হইহই করে সিরিয়ালের ৭০০ পর্ব উদযাপন করেছেন গোটা মিঠাই পরিবার।
মিঠাইয়ের মৃত্যুর পর মিঠি মনোহরায় আসা থেকেই দর্শকদের মনে একটাই প্রশ্ন। এই মিঠিই কি আসল মিঠাই? এ কথা জানতেই চাতক পাখির মতো অপেক্ষা করছেন দর্শকদের একাংশ। এরই মধ্যে বেশ কিছুদিন ধরেই টেলিপাড়ার গুঞ্জন মিঠাইয়ের মতো পারিবারিক সিরিয়ালেও খুব তাড়াতাড়ি আসতে চলেছে পরকীয়ার ট্রাক। আর সেই জল্পনায় শিলমোহর দিল মিঠাইয়ের আজকের পর্ব।
যারা এই সিরিয়ালের নিয়মিত দর্শক তারা নিশ্চই মিঠাইয়ের আজকের পর্ব দেখে বুঝতে পেরেছেন শাক্যর সিরিয়ালের নতুন শিক্ষিকা সংগীতার সাথেই সম্পর্কে রয়েছে সোম। এদিন দেখা যায় প্রথম আলাপেই মিঠির সাথে ভাব জমিয়ে নিয়েছেন সংগীতা। কথায় কথায় সেই মিঠিকে বলেছে তার যার সাথে সম্পর্ক সে আসলে বিবাহিত। কিন্তু নিজের স্ত্রীর সাথে বনিবনা হয় না তার।
কিন্তু যৌথ পরিবারে দাদু ঠাম্মাদের উপস্থিতিতে এমন একটা কথা চাইলেও কারো সামনে আনতে পারছে না সে। তাই সব মিলিয়ে তারা দুজনেই এখন এক জটিল পরিস্থিতির মধ্যে রয়েছে। সিরিয়ালের আগামী পর্বের প্রিক্যাপ ভিডিওতে দেখা গিয়েছে সোম সংগীতার সাথে দেখা করতে এলে তাকে দেখে ফেলে মিঠি। তবে মিঠাইয়ের মতো সিরিয়ালে পরকীয়া ট্রাক ঢোকানো লেখিকার ওপর চটে গিয়েছেন দর্শকদের একাংশ।
আসলে মিঠাই এর মৃত্যুর পর সকলেই দেখেছেন আগের থেকে অনেকটাই বদল হয়েছে তোর্সার। সে এখন সিড-মিঠাইয়ের ছেলে শাক্যকে সারাক্ষণ আগলে রাখে। সেই সাথে তোর্সার ব্যবহারেও এসেছে বিরাট পরিবর্তন। অন্যদিকে ভালো করে লক্ষ্য করলে দেখা যাবে দীর্ঘদিন পর সোম মনোহরায় ফেরার পর থেকেই তোর্সাকে খানিকটা এড়িয়েই চলছে সে।
তাই তোর্সার সাথে সোমের মিল দেখার জন্য যারা এতদিন অপেক্ষায় ছিলেন তারা সোমের পরকীয়ার ট্রাক দেখে বেশ দুঃখ পেয়েছেন। আবার অনেকের মতে সোমের সিদ্ধান্তে কোন ভুল নেই। কারণ প্রথমদিকে তোর্সা কথায় কথায় সোমকে ছোট করতো। এমনকি নিজের বন্ধু মহলেও সোমকে নিজের স্বামীর পরিচয় দেয়নি সে। তাই দর্শকদের একাংশের দাবি সোম ঠিক কাজই করেছে।