• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

আর নয় ‘গোপাল হেলেপ’! সরস্বতী পুজোতেই বউ মিঠাইকে ইংরেজি শেখানোর দায়িত্ব নিল উচ্ছেবাবু

Published on:

মিঠাই,Mithai,সরস্বতীপুজো,Swarasati Pujo,Sidharta,সিদ্ধার্থ,Hatekhori,হাতেখড়ি,New Promo,নতুন প্রোমো

ঘড়ির কাঁটায় রাত আটটা বাজতেই জি বাংলার পর্দায় ‘মিঠাই’ (Mithai) দেখতে বসে যাওয়া এখন সিরিয়াল প্রেমীদের কাছে একপ্রকার অভ্যাসে পরিণত হয়েছে। আর এই কারণেই দর্শকদের ভালোবাসায় একটানা ৪৩ সপ্তাহ ধরে বেঙ্গল টপারের মুকুট নিজেদের দখলে রেখেছে মিঠাইয়ের মোদক পরিবার। যা নিঃসন্দেহে প্রশংসনীয়।

তাই মিঠাইকে টিআরপি তালিকা থেকে সরায় কার সাধ্যি! তবে বেশ কিছুদিন ধরেই সিরিয়ালের কোনো নতুন প্রোমো না আসায় দর্শকদের মধ্যে তৈরি হতে শুরু করেছিল চাপা। তবে আর মাত্র হাতে গোনা কয়েকদিন, একেবারে দোরগোড়ায় এসে পড়েছে বাঙালির ভ্যালেন্টাইনস ডে,অর্থাৎ সরস্বতীপুজো (Swarasati Pujo)। আর এই বিশেষ দিনেই মিঠাই ভক্তদের জন্য অপেক্ষা করছে নতুন চমক।

মিঠাই,Mithai,সরস্বতীপুজো,Swarasati Pujo,Sidharta,সিদ্ধার্থ,Hatekhori,হাতেখড়ি,New Promo,নতুন প্রোমো

এবার আর একধাপ এগিয়ে যেতে চলেছে মিঠাইরানি আর উচ্ছেবাবুর মিষ্টি প্রেমের গল্প। ‘হেলেপ’,’পিলিজ’, ‘ওলেকাম’, ‘থাঙ্কু’ ইত্যাদি, যারা মিঠাই সিরিয়ালের নিয়মিত দর্শক তারা সকলেই কমবেশি তুফানমেল অর্থাৎ মিঠাইয়ের মুখে এসব ভুলভাল ইংরাজি উচ্চারণ শুনে অভ্যস্ত। তাই এবারের সরস্বতী পুজোয় বৌকে ইংরাজি শেখানোর দায়িত্ব নিয়েছে স্বয়ং সিদ্ধার্থ।

মিঠাই,Mithai,সরস্বতীপুজো,Swarasati Pujo,Sidharta,সিদ্ধার্থ,Hatekhori,হাতেখড়ি,New Promo,নতুন প্রোমো

 

বরের কথা ফেলতে পারেনি মিঠাইরানিও। তাই ইংরাজি শিখতে কোমর বেঁধে নেমে পড়েছে সেও। সরস্বতী পুজো উপলক্ষে ইতিমধ্যেই চ্যানেল কর্তৃপক্ষের তরফে প্রকাশ্যে আনা হয়েছে মিঠাইয়ের হাতেখড়ির (Hatekhori) নতুন প্রোমো (New Promo) । সেই প্রোমো ভিডিওতে দেখার পর থেকে আর তর সইছে না মিঠাই ভক্তদের।

মিঠাই,Mithai,সরস্বতীপুজো,Swarasati Pujo,Sidharta,সিদ্ধার্থ,Hatekhori,হাতেখড়ি,New Promo,নতুন প্রোমো

মিঠাইয়ের নতুন প্রোমোতে দেখা যাচ্ছে সরস্বতী পুজোর সকালে মনোহরার সবাই মিলে মা সরস্বতীর আরাধনায় একসাথে জড়ো হয়েছেন। বসন্ত পঞ্চমীতে সকলেই সেজেছেন হলুদ পোশাকে। আর এরপরই মিঠাইয়ের ইংরাজি শিক্ষার হাতেখড়ি হবে বলে জানায় সিড। এরপরেই দেখা যায় হাতে ধরে ইংরাজি শেখাচ্ছে সিদ্ধার্থ। ভিডিওতে দেখা যায় স্লেট-পেনসিল হাতে নিয়ে মিঠাই প্রথমবার ইংরাজিতে ‘I Love My Family’ লেখে।

https://youtu.be/_wCDNjAJibk

 

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥