• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

মনোহরায় ফিরছে মিঠাই মাজিক! মিঠিকে বিয়ে করল সিদ্ধার্থ, নতুন প্রোমো দেখে উচ্ছসিত দর্শকেরা

বাঙালি দর্শকদের প্রিয় সিরিয়ালের মধ্যে অন্যতম একটি হল জি বাংলার (Zee Bangla) মিঠাই (Mithai)। সেই শুরুর দিন থেকেই মিঠাই আর সিদ্ধার্থের কাহিনী মনে ধরেছে সকলের। এমনকি দু বছর পেরিয়েও জনপ্রিয়তা কিন্তু ঠিকই বজায় রয়েছে। তবে দর্শকদের বহুদিনের আক্ষেপ ছিল যে বাকি সিরিয়ালের প্রোমো (Mithai New Promo) রিলিজ হলেও মিঠাই এর প্রোমো আসে না। এবার দর্শকদের সেই বাসনা পূর্ণ করে চমকে দিল চ্যানেল কর্তৃপক্ষ।

সম্প্রতি চ্যানেলের পক্ষ থেকে মিঠাইয়ের একটি প্রোমো রিলিজ করা হয়েছে। যেটা নিমেষের মধ্যেই ভাইরাল হয়ে পড়েছে। ভাইরাল এই প্রোমোতে দেখা যাচ্ছে, মিঠিকে তাড়া করেছে বেশ কিছু গুন্ডা। এমন সময়েই বাঁচাতে হাজির হয়েছে সিডি বয়। কিন্তু মুশকিল হল গুন্ডারা গুলি করতে শুরু করে। সেই সময় গুন্ডাদের থেকে বাঁচতে কাছাকাছি এক গণ বিবাহের মণ্ডপে ঢুকে পড়েছে সিডি-মিঠি।

   

Mithai Serial Ucchabebu Mithi

কিন্তু মুশকিল হল গুন্ডারাও সেখানে পিছু নিয়ে হাজির হয়ে গিয়েছে। এই সময় মিঠিকে বাঁচাতে সোজা গণ বিবাহের মণ্ডপে হাজির হয়েছে সিদ্ধার্থ। দুজনকে দেখে সেই গণ বিবাহের আয়োজকরা বিয়ের জন্য এসেছে বলেই মনে করে। আর তাদেরকেই বিয়ের মণ্ডপে বসিয়ে দিয়েছে। এমনই একটা দুর্দান্ত প্রোমো প্রকাশ্যে এসেছে (Sidharth Mithi Wedding Promo)।

Mithai Serial New Promo

স্বাভাবিকভাবেই এই প্রোমো দেখে রীতিমত উচ্ছসিত দর্শকদের একাংশ। কিন্তু বিয়ের মন্ডপে বসাতেই শেষ হয়ে গিয়েছে প্রোমো। যেটা দর্শকদের মনের চিন্তা আরও বাড়িয়ে দিয়েছে। অবশ্য এর কারণ রয়েছে, মিঠি মনোহরাতে আসার পার বাড়ির অনেকেই ভেবেছিল মিঠি ও সিদ্ধার্থের বিয়ের কথা কিন্তু তাতে মোটেই রাজি নয় সিদ্ধার্থ। মিঠাই ছাড়া অন্য কাউকে যে মন দেবে সিদ্ধার্থ সেটাই ভেবে উঠতে পারছে না অনেকেই।

প্রসঙ্গত, অল্প কদিনের মধ্যেই বাড়ির সকলের সাথে বেশ মিশে গিয়েছে সে। সবচাইতে বেশি মিশেছে শাক্যর সাথে। তাই শাক্য নিজেই বলেছে মা হয়ে যাওয়ার জন্য। কিন্তু মুশকিল হল মিঠির মনোহরায় থাকার কথা প্রেমিক প্রান্তিক জানিয়েছে বাবাকে। আর বাবাও হাজির হয়েছে মেয়েকে নিয়ে যেতে। যদিও শেষ মুহূর্তে মিঠি নয় মিঠাই সেজেই হাজির হয়েছে সে। এখন অপেক্ষা মিঠি-সিদ্ধার্থের আগামীদিনের ট্র্যাকের।