• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

অপেক্ষার অবসান, দর্শকদের উত্তেজনা বাড়িয়ে মিঠিকেই সিঁদুর পরিয়ে বিয়ে করল উচ্ছেবাবু

Published on:

Mithai Serial New Promo SIdharth Marries Mithi at Gana Bibaho video

দেখতে দেখতে দুবছর পেরিয়েছে মিঠাই সিরিয়াল। তবে একাধিক সিরিয়ালের আয়ু যেখানে কয়েক মাসেই শেষ সেখানে আজও দর্শকদের কাছে জনপ্রিয় মিঠাই। টিআরপি তালিকায় একসময় দাপিয়ে বেড়ালেও মাঝে পয়েন্ট একেবারে তলানিতে চলে গিয়েছিল। কিন্তু ফিনিক্স পাখির মত আবারও উঠে এসেছে মিঠাই। স্লট বদলাতেই আবারও বাড়ছে টিআরপি পয়েন্ট। এর জন্য দায়ী সম্প্রতিকালে টান টান উত্তেজনার বেশ কয়েকটি পর্ব।

মিঠাইয়ের মৃত্যু দিয়েই স্লট বদল হয়েছিল মিঠাই সিরিয়ালের। তবে খুব বেশিদিন লাগেনি মিঠাইয়ের বদলে মিঠির মনোহরায় প্রবেশ করতে। মা হারা শাক্য আর মিস্টার উচ্ছেবাবুর জীবনে আবারও দমকা হওয়ার মত এসে বাড়ির সকলের তো বটেই দর্শকদের মন জিতে নিয়েছে মিঠি। কিন্তু একটা প্রশ্ন শুরু থেকেই ছিল, মিঠিকে কি বিয়ে করবে সিদ্ধার্থ? এবার সেই প্রশ্নের উত্তর মিলল।

Mithai Serial Ucchabebu Mithi

বাড়ি থেকে পালিয়ে আসা মিঠির আসল কাহিনী ইতিমধ্যেই সবাই জেনে গিয়েছে। ছেলে শাক্যর মুখ চেয়ে মিঠিকে হেলেপ করছে উচ্ছেবাবুও। বর্তমানে গুন্ডাদের হাত থেকে পালিয়ে বেড়াচ্ছে মিঠি-সিদ্ধার্থ। আর তারই মাঝে সোজা গণবিবাহের মঞ্চে বিয়ের পিঁড়িতে মিঠি আর উচ্ছেবাবু।

Mithai Serial New Promo

কিছুদিন আগেই বিয়ের পিঁড়িতে মিঠি-সিদ্ধার্থ এর প্রোমো প্রকাশ্যে এসেছিল। যেটা হইচই ফেলে দিয়েছিল নেটপাড়ায়। অনেকেই মনে করেন মিঠিই আসল মিঠাই। সিডি বয়ের মত মিঠাইও হয়তো স্মৃতি হারিয়েছে। কিন্তু আদতে যে কি হবে সেটা আগামী দিনেই জানা যাবে।

লেটেস্ট পর্বে দেখা যাচ্ছে গুন্ডাদের থেকে বাঁচতে গণবিবাহের মঞ্চে অন্য কাপলের নাম বর কনে সেজে ফেলেছে দুজনেই। কিন্তু মুশকিল হল গুন্ডারা সেখানেও হাজির হয়। যার ফলে একেবারে বিয়ের পিঁড়িতে বসতে বাধ্য হয় দুজনে। মাঝে অবশ্য সিদ্ধার্থ আপ্রাণ চেষ্টা করেছে বিয়ে ভেঙে উঠে যাওয়ার কিন্তু সেটা আর হয়নি। বরং পরিস্থিতির চাপে পড়ে মিঠিকেই সিঁদুর পরিয়ে বিয়ে করল সিদ্ধার্থ।


এমন একটা পর্ব দেখে স্বাভাবিকাবেই মিশ্র প্রতিক্রিয়ায় দর্শকদের মাঝে। কারোর মতে এটাই দেখার জন্য অপেক্ষায় ছিলাম। তো কেউ আবার ভাবছেন সিদ্ধার্থ কিছুতেই মিঠাইকে ভুলতে পারে না, তাই এই বিয়ে নিয়ে শুরু হবে ঝামেলা। আবার নেটিজেনদের একাংশের মতে, এটাই হয়তো বিধির বিধান তাই তো হুট করেই বিয়ের মন্ডপে দুজনে। এখন আগামী দিনে কি হয় সেটাই দেখার।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥