• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

মিঠাইতে বড়সড় চমক, স্মৃতি ফেরাতে দারুণ বুদ্ধি বের করল সিদ্ধার্থ, খুশি দর্শকেরা

Published on:

Mithai serial new promo, Siddharth tries to bring back Mithai’s memory with Gopal’s help

জি বাংলায় (Zee Bangla) সম্প্রচারিত ‘মিঠাই’ (Mithai) ধারাবাহিকটির প্রত্যেকটি পর্ব এখন দারুণ জমজমাট হচ্ছে। সিরিয়ালের নায়িকা মিঠাই নিজের স্মৃতি হারিয়ে ফেলেছে। অতীতের কোনও ঘটনা তাঁর মনে নেই। নিজের নাম, পরিচয় থেকে শুরু করে মনোহরার সকলকে ভুলে গিয়েছে সে। এমনকি প্রিয় উচ্ছেবাবুও (Siddhartha) মুছে গিয়েছে তাঁর স্মৃতি থেকে। মিঠাইয়ের এখন একটাই পরিচয়, সে হল ‘মিষ্টির মা’।

মিঠাইয়ের স্মৃতিভ্রংশ হলে সিদ্ধার্থ তাঁকে বাড়িতে নিয়ে এসেছে। কিন্তু মনোহরায় আসার পর থেকে অস্বাভাবিক আচরণ করছে সে। এত বছর পর মিঠাইকে এই অবস্থায় দেখে মনোহরার প্রত্যেক সদস্য বেশ চিন্তায় পড়েছে। হাসিখুশি মিঠাইরানীর এমন অবস্থা কেউই মেনে নিতে পারছে না। সবসময় মিঠাইকে একটা ভয় তাড়া করে বেড়াচ্ছে। আর তা দেখে কষ্ট পাচ্ছে সিদ্ধার্থ সহ বাড়ির প্রত্যেকে।

Mithai, Mithai serial new promo, Mithai new promo

মিঠাইকে সুস্থ করে তুলতে শ্রী আবার একজন বিশেষজ্ঞ মনোবিদের শরণাপন্ন হয়েছে। তিনি মনোহরায় এসে কথা বলেছে সিদ্ধার্থের সঙ্গে। কিন্তু কিছুতেই কিছু হচ্ছে না দেখে ধৈর্য হারিয়ে ফেলে সিড। এসবের মাঝেই জি বাংলার তরফ থেকে ধারাবাহিকের একটি নতুন প্রোমো প্রকাশ করা হয়েছে। যেখানে দেখা যাচ্ছে, স্ত্রীয়ের স্মৃতি ফেরাতে একটি দুর্দান্ত পদক্ষেপ গ্রহণ করেছে সিদ্ধার্থ।

নতুন প্রোমোয় দেখা যাচ্ছে, কিছু মনে না করতে পেরে মিঠাই সিদ্ধার্থকে বলে, ‘আমায় দয়া করে আপনারা বাড়ি যেতে দিন’। একথা শুনে সিদ্ধার্থ বলে, ‘মিঠাই এটাই তো তোমার নিজের বাড়ি’। কিন্তু সিডের সেই কথা না শুনে মিঠাই মনোহরা থেকে ছুটে বেরিয়ে যেতে চায়।

Mithai, Mithai serial new promo, Mithai new promo

সেই সময় শ্রীয়ের আনা মনোরোগ বিশেষজ্ঞ সিদ্ধার্থকে বলে ওঠেন, আস্তে আস্তে মিঠাইয়ের স্মৃতি ফেরাতে হবে। একথা শোনার পর গোপালকে হাতে নিয়ে মিঠাইয়ের গোপালের গান গাইতে গাইতে সিদ্ধার্থ নীচে নেমে আসে। সিডের মুখে ‘নয়নে নয়নে রাখি তোমারে’ শুনে থমকে দাঁড়ায় মিঠাই। অবাক হয়ে পিছন ফিরে দেখার পর মাথায় হাত দিয়ে দাঁড়িয়ে পড়ে।

‘মিঠাই’য়ের এই নতুন প্রোমো দেখার পর দর্শকদের অনুমান, এবার হয়তো আস্তে আস্তে স্মৃতি ফিরবে মিঠাইরানীর। পাশাপাশি সিদ্ধার্থেরও ভূয়সী প্রশংসা করছেন তাঁরা। দর্শকদের কথায়, মিঠাইয়ের স্মৃতি ফেরানোই শুধু নয়, মিষ্টির আসল পরিচয় না জেনেও শুধুমাত্র মিঠাইয়ের মেয়ে বলে সিদ্ধার্থ যেভাবে তাঁকে নিজের মেয়ের মতো আপন করে নিতে চাইছে তা সত্যিই মুগ্ধ করে দেওয়ার মতো।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥