• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

‘মা’ মিঠিকে ফেরাতে মনোহরা ছাড়ল শাক্য! বড়সড় চমক নিয়ে হাজির মিঠাইয়ের নতুন প্রোমো

Published on:

Mithai Serial New Promo Shakyo leaves monohora to bring Mithi Back Video

জি বাংলার (Zee Bangla) সেরা সিরিয়ালের মধ্যে অন্যতম মিঠাই (Mithai)। আধুনিক যুগেও একান্নবর্তী পরিবারের কাহিনী যেন মন কেড়েছে সকলের। একসময় টিআরপি তালিকায় (TRP List) দাপিয়ে বেড়াত মিঠাই-সিদ্ধার্থ (Mithai-Sidharth) জুটি। তাছাড়া বাড়ির প্রতিটা চরিত্রই যেন ঘরের মানুষে পরিণত হয়েছে বিগত ডুবোচরে। তাই তো টিআরপি কমুক বা স্লট পাল্টাক দর্শকদের কাছে কিন্তু আজও প্রিয় মিঠাই সিরিয়াল।

সিরিয়ালে মিঠাই আর নেই, বাড়ির সকলের চোখের মণি এখন ছোট্ট শাক্য। কিন্ত পড়াশোনায় মোটা মন বসে না তার, বরং সর্বদাই খালি দুস্টুমি। এদিকে মিঠাইয়ের ছেলেকে সামলাতে গিয়ে হিমশিম খেয়ে শেষমেশ বোর্ডিং স্কুলে পাঠানোর সিদ্ধান্ত নেয় পুলিশ বাবা সিদ্ধার্থ। এমন সময়েই মনোহরায় হাজির হয় মিঠি (Mithi)। মিঠিকে দেখে সিদ্ধার্থ, শাক্য থেকে বাড়ির সকলেই অবাক, একেবারে মিঠাইয়ের মতোই যে দেখতে তাকে।

Shakyo Mithi

মিঠি আসার পর থেকেই দর্শকদের অনেকে ভেবেছিল মিঠাই হয়তো মিঠি সেজে ফিরেছে। তবে তেমনটা হয়তো হবে না, কারণ মিঠির ফ্যামিলি তাকে খুঁজতে খুঁজতে হাজির হয়েছে মনোহরাতে। এদিকে বাবার থেকে পালিয়ে এসে মোটেই বাড়ি ফিরতে চায় না সে। একদিকে যেখানে রহস্য জটিল হচ্ছে সেখানে সিরিয়ালে ইতিমধ্যেই নতুক ট্র্যাক এসেছে।

Mithai Serial New Promo Shakyo leaves monohora

কিছুদিন আগেই প্রোমোতে দেখা গিয়েছিল গুন্ডাদের থেকে বাঁচতে গণবিবাহের মঞ্চে ঢুকেছে সিদ্ধার্থ-মিঠি। সেখানে পরিস্থিতির চাপে পড়ে বিয়েটাও হয়ে গিয়েছে দুজনের। কিন্তু এতে শাক্য খুশি হলেও মোটেই এই বিয়ে মেনে নিতে পারছে না সিদ্ধার্থ। তাই মিঠির বাবা তাকে বাড়ি থেকে বের করে নিয়ে গেলে সিদ্ধার্থ বাধা দেয়নি।

এদিকে অল্পদিনেই মিঠির সাথে বন্ধুত্ব অনেকটাই গাঢ় হয়ে গিয়েছিল শাক্যর। মিঠিই তাকে সবথেকে বেশি বুঝত তাই মিঠির চলে যাওয়া মেনে নিতে পারেনি শাক্য। বাবা কিছু না করলেও সে নিজেই এবার মিঠিকে খোঁজার সিদ্ধান্ত নিয়েছে। এরপর রাতের অন্ধকারে মনোহরা থেকে বেরোতে দেখা যাচ্ছে ছোট্ট শাক্যকে। স্বাভাবিকভাবেই এই প্রোমো শেয়ার হওয়া মাত্রই হু হু করে ভাইরাল হয়ে পড়েছে। এখন অপেক্ষা আগামী দিনে কি হয় সেটাই দেখার।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥