বাংলা সিরিয়ালের (Bengali Serial) জগতে জি বাংলার (Zee Bangla) ‘মিঠাই’ (Mithai) সিরিয়ালের জনপ্রিয়তার কথা নতুন করে আর নাই বা বললাম! টেলিভিশনের পর্দায় এক ঝাঁক নতুন সিরিয়ালের ভীড়েও কিন্তু সগৌরবে চলছে মিঠাইরানি আর তার উচ্ছেবাবুর মিষ্টি প্রেমের গল্প।
আসলে মিঠাই সিরিয়ালের প্রতি দর্শকদের ভালোবাসা সাপ্তাহিক টি আর পি দিয়ে মাপা যায় না। তাই বাংলা সিরিয়ালের ইতিহাসে ৫৪ বার বেঙ্গল টপার হওয়ার রেকর্ড সৃষ্টিকারী এই সিরিয়ালটি এই মুহূর্তে সবচেয়ে পুরনো বাংলা মেগা সিরিয়াল। দেখতে দেখতে টিভির পর্দায় এই সিরিয়ালের বয়স পেরিয়ে গিয়েছে ২ বছর।

কাজেই ইতিপূর্বে একাধিকবার এই সিরিয়াল শেষের জল্পনা মাথাচাড়া দিয়ে উঠেছে টেলি পাড়ায়। আসলে জি বাংলার পর্দায়নতুন সিরিয়ালের আগমন ঘটলেই এমন জল্পনা টোরি হয়. কিছুদিন আগেই এমনই এক গুজব রটেছিল। এমনকি প্রকাশ্যে আসে মিঠাইয়ের অন্তিম পর্ব সম্প্রচারের দিনক্ষণ। যদিও সেসময় সিরিয়ালের শেষের জল্পনা উড়িয়ে দিয়ে পরিচালক রাজেন্দ্র প্রসাদ দাস জানিয়েছিলেন নতুন প্রোমো শুটের খবর।

শুরু থেকেই এই সিরিয়ালের নায়ক-নায়িকাআদৃত রায় এবং সৌমিতৃষা কুন্ডুর ‘সিধাই’ জুটিটাকে দু’হাত ভরে ভালোবাসা দিয়েছেন দর্শক। সিধাসাধা জনাইয়ের মেয়ে থেকে মোদক বাড়ির যোগ্য বৌমা হওয়া কিংবা বর্তমানে মিঠাই শাক্য দুই সন্তানের মা সব চরিত্রেই এককথায় অনবদ্য মিঠাই অভিনেত্রী সৌমিতৃষা।

প্রসঙ্গত এই লম্বা সফরে মোদক বাড়িতে এসেছে অনেক নতুন সদস্য। যাদের ছাড়া এখন এককথায় অসম্পূর্ণ এই ধারাবাহিক। বিশেষ করে মাত্র কয়েক দিনেই দর্শকদের অত্যন্ত প্রিয় একটি চরিত্র হয়ে উঠেছে হুবহু মিঠাইরানির মতো দেখতে শাক্যর টিউটর মিঠি (Mithi)।

নিয়মিত দর্শকরা জানেন এখন ধারাবাহিকে সংগীতার চক্রান্ত থেকে সোম কে মুক্ত করিয়ে সোম তোর্ষাকে এক করার মরিয়া চেষ্টা চালাচ্ছে গোটা হল্লাপার্টি। এরইমধ্যে পরিচালকের কথা সত্যি করেই এবার এসে গেল এই মিঠির মহাবিবাহের নতুন প্রোমো (New Promo)। এই প্রোমোতে দেখা যাচ্ছে মিথির বাবা তাকে জোর করে বিয়ে দিয়ে দিচ্ছে। বিয়ের মণ্ডপে মিঠির সাতপাক ঘোরার সময়েই সেখানে ছদ্মবেশে হাজির মিঠাই, সিদ্ধার্থ আর বড় জামাইবাবু রাজীব।
প্রোমোতে দেখা যাচ্ছে মিঠাই সেজেছে নকল পুরোহিত, সিদ্ধার্থ সেজেছে বন্দুকধারী গুন্ডা। মিঠাই নকল পুরোহিত সেজেই মিঠিকে বলছে ‘মিঠি পালিয়ে আয় তোর জন্য অন্য পাত্র অপেক্ষা করছে’। মিঠাইয়ের কথা শুনেই মাঝপথে বিয়ে থামিয়ে মিঠি গিয়ে বসে অটোতে। তখন মিঠির বাবা আটকাতে এলে তাকে থামিয়ে দেয় সিদ্ধার্থ।পাশ থেকে মিঠাই আর রাজীব বলছে ‘আপনাদের সকলকে স্বাগত জানাই এক মহা বিবাহে। এই বিয়েতে ঘটতে চলেছে এক অভূতপূর্ব ঘটনা।’














