বাংলা টেলিভিশনের জনপ্রিয় সিরিয়ালের মধ্যে অন্যতম মিঠাই (Mithai) সিরিয়াল। সিরিয়ালে মিঠাইয়ের চরিত্রে অভিনয় করছেন অভিনেত্রী সৌমিতৃষা কুন্ডু (Soumitrisha Kundu)। তবে সম্প্রতি নতুন এক প্রোমো ভিডিও সামনে এসেছে যেখানে মিঠাই চরিত্রে দেখা মিলেছে অন্য এক অভিনেত্রীর। তাহলে কি পাল্টে যাচ্ছে মিঠাই সিরিয়ালের অভিনেত্রী? এমন প্রশ্ন জগতে শুরু করেছেন দর্শকদের মনে।
তবে দর্শকদের চিন্তার কিছু নেই। কারণ মিঠাই অভিনেত্রী সৌমিতৃষা কিন্তু মোটেই কোথাও যাচ্ছে না। সকলের প্রিয় মিঠাই ঠিকই থাকছে। তবে বাংলায় ব্যাপক সাফল্য পেয়ে এবার মিঠাইয়ের হিন্দি ভার্শন তৈরী হতে চলেছে। হ্যাঁ ঠিকই ধরেছেন হিন্দিতে রিমেক হবে মিঠাই সিরিয়াল। আর নতুন এই হিন্দি রিমেক মিঠাইয়ের ফার্স্ট লুক প্রকাশ্যে এসেছে। যেটা ব্যাপক ভাইরাল হয়ে পড়েছে।
জি টিভির অফিসিয়াল ইনস্টাগ্রামের তরফ থেকে শেয়ার করা হয়েছে নতুন এই প্রোমো। যেখানে অভিনেত্রী দেবত্তমা সাহাকে দেখা যাচ্ছে মিঠাইয়ের চরিত্রে। আর মিঠাইয়ের বিপরীতে উচ্ছেবাবু বা সিদ্ধার্থের চরিত্রে দেখা যাবে অভিনেতা আশীষ ভরদ্বাজকে। আশা করা হচ্ছে নতুন এই ধারাবাহিক হিন্দি দর্শকদেরও মন জয় করতে সফল হবে। কারণ বাংলায় ব্যাপক জনপ্রিয়তা পেয়ে ইতিমধ্যেই একবার রিমেক হয়েছে সিরিয়ালের এই নিয়ে দ্বিতীয়বার রিমেক হতে চলেছে সিরিয়ালটি।
এর আগে তামিল টেলিভিশনের জন্য মিঠাইয়ের রিমেক চালু হয়েছে। সেখানে সিরিয়ালের নাম রাখা হয়েছে ‘নিনাইথালে ইলিক্কুম’। আর মিঠাই চরিত্রে অভিনয় করছেন কন্নড় অভিনেত্রী সাথী শর্মা ও সিদ্ধার্থের চরিত্রে আছেন আনন্দ সেলভম। সেখানে মিঠাইয়ের নাম হয়েছে ‘বোম্মি’। তবে নতুন হিন্দি ধারাবাহিকে কিন্তু মিঠাই নামটাই রয়েছে। এখন অপেক্ষা কেমন জনপ্রিয়তা আদায় করে হিন্দি মিঠাই।
View this post on Instagram
প্রসঙ্গত, সম্প্রতি মিঠাই-সিদ্ধার্থের একটি ছবি প্রকাশ্যে এসেছে যেখানে দেখা যাচ্ছে একেবারে বৃদ্ধ হয়ে গিয়েছে উচ্ছেবাবু আর মিঠাই। সিডের চুল দাড়িতে ধরেছে পাক, মিঠাইয়েরও লম্বা বিনুনির বদলে দেখা যাচ্ছে ছোট ছোট পাকা চুল। সিডের চোখে মোটা ফ্রেমের চশমা। শাড়ি ছেড়ে মিঠাইয়ের পরনে চুরিদার, আর চোখে রিমলেস চশমা। আর এই ছবি শেয়ার করে ক্যাপশনে লেখা হয়েছে, ‘মিঠাই – সিদ্ধার্থের বয়স ৪০ বছর পেরিয়ে গেলো নাকি?’
তাহলে কি হুট করেই ৪০ বছর এগিয়ে গেল সিরিয়ালের কাহিনী? শেষ হয়ে যাবে মিঠাই? এমন হাজারো প্রশ্ন ঘুরতে শুরু করেছেন এই ছবি প্রকাশ্যে আসার পর থেকেই। তবে অনেকের মতে রুদ্র দা ও নিপার মিলনের জন্য হয়তো সেজেছে তাঁরা। তবে আসল ব্যাপারটা কি সেটা জানার জন্য চোখ রাখতে হবে টিভির পর্দাতেই।