• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

৩ মাসের মধ্যেই মিঠাই সিডের মাঝে অন্য কেউ! নতুন মোড় নিয়ে আসছে রিকি দ্য রকস্টারের প্রেমিকা

Published on:

Mithai,মিঠাই,Sidtharth,সিদ্ধার্থ,Ricky The Rockstar,রীকি দ্য রকস্টার,New Entry,নতুন এন্ট্রি,New Twist,নতুন টুইস্ট

প্রায় ৩ মাস হয়ে গেল মিঠাইরানির (Mithai) জীবনে তার উচ্ছেবাবু নেই। প্রিয় সিডিবয়কে দেখতে না পেয়ে নাকের জলে, চোখের জলে অবস্থা আদৃত (Adrit Roy) ভক্তদের। তবে সম্প্রতি সিরিয়ালের মোড় ঘোরানো এক পর্বে ধামাকাদাড় এন্ট্রি নিয়েছে রিকি দ্য রকস্টার (Ricky The Rockstar)। যাকে দেখতে হুবহু মিঠাইয়ের উচ্ছে বাবুর মতো। মিঠাইয়ের বিশ্বাস হাবভাব,চলন-বলন সবকিছু আলাদা হলেও এই রিকিই আসলে তার উচ্ছে বাবু।

এখন সে শত্রুদের চোখে ধূলো দিতে ছদ্মবেশ নিয়েছে শুধুমাত্র। নতুন রূপে হলেও সিডিবয়কে দেখে কিন্তু বেজায় খুশি ভক্তদের একটি বড় অংশ। সিরিয়ালের প্লট অনুযায়ী দেখা যাচ্ছে ওমি আগারওয়াল এবং ঘর শত্রু বিভীষণ পিসিমশাইয়ের আসল রূপ সামনে আনতে গাড়ি দুর্ঘটনার পর থেকেই নিখোঁজ সবাই যখন ধরেই নিয়েছে ভয়ঙ্কর দুর্ঘটনার পর সিডের বেঁচে থাকা অসম্ভব তখনই নতুন করে পথ দেখাল গোপাল।

Mithai,মিঠাই,Sidtharth,সিদ্ধার্থ,Ricky The Rockstar,রীকি দ্য রকস্টার,New Entry,নতুন এন্ট্রি,New Twist,নতুন টুইস্ট

গাড়ি দুর্ঘটনার আগে সিদ্ধার্থ মিঠাইকে ফোন করে বলেছিল যাই হয়ে যাক সে যেন তার জন্য অপেক্ষা করে। তাই রাস্তায় রিকি দ্য রকস্টারের গানের কনসার্টের পোস্টার দেখে মিঠাই তখনই ঠিক করে ওই গানের কনসার্টে যাবে সে। এরপর হুবহু উচ্ছে বাবুর মতো দেখতে রিকির কনসার্টে হল্লাপার্টি নিয়ে পৌঁছে যায় মিঠাই।

কিন্তু তার হাব ভাব গান গাওয়ার ধরন, ক্লিন শেভ মুখ কথাবার্তা শুনে সবাই ভেবেই নেয় এ তাদের সিড হতেই পারে না। কিন্তু মিঠাই তাকে দেখে আর সামলাতে না পেরে স্টেজে উঠে জড়িয়ে ধরে তাকে। কিন্তু সকলের সামনে তাকে চিনতে অস্বীকার করে রিকি। যদিও মিঠাইকে নিজের বিগ বলার ছুতোয় তার হাতে আংটি দিয়ে কৌশলে ভালোবাসা জাহির করে যায় সে।

Mithai,মিঠাই,Sidtharth,সিদ্ধার্থ,Ricky The Rockstar,রীকি দ্য রকস্টার,New Entry,নতুন এন্ট্রি,New Twist,নতুন টুইস্ট

কিন্তু এরই মধ্যে কানে আসছে নতুন খবর। জানা যাচ্ছে খুব শিগগিরই রিকি দ্য রকস্টারের প্রেমিকার চরিত্রে সিরিয়ালে এন্ট্রি নেবেন আরও এক নতুন চরিত্র (New Entry)। কিন্তু কে হতে চলেছেন সিডি বয়ের সেই নতুন প্রেমিকা তা এখনও পর্যন্ত জানা যায়নি। তবে সূত্রের খবর নায়িকা বাছাইয়ের জন্য অডিশন চলছে। তবে সিজার ভক্তরা কিন্তু সিড মিঠাইয়ের মাঝে তৃতীয় কোনো ব্যক্তি নয় বরং বরাবরই তাদেরকেই একসাথে দেখতে চান।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥