• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

কে কার বয়ফ্রেন্ড কেড়েছে? আদৃতের সাথে সম্পর্কের জেরে ব্যাপক ট্রোল, জবাবে বিস্ফোরক কৌশাম্বি

Published on:

Mithai actress Kaushambi Chakraborty Reaction against continuous trolling on social media

জি বাংলার (Zee Bangla) ‘মিঠাই’ (Mithai) সিরিয়ালের হাত ধরেই এখন বাংলা জুড়ে তুমুল জনপ্রিয়তা এই সিরিয়ালের সমস্ত কলাকুশলীদের। সিরিয়ালে ভাই বোন অর্থাৎ সিদ্ধার্থ অভিনেতা আদৃত রায়ের (Adrit Roy) সাথে নন্দা অর্থাৎ দিদিয়া অভিনেত্রী কৌশাম্বী চক্রবর্তীর (Kaushambi Chakraborty) প্রেমের সম্পর্ক এখন ইন্ডাস্ট্রিতে ওপেন সিক্রেট। কিছুদিন আগেই আদৃত  নিজের মুখে জানিয়েছেন তিনি সম্পর্কে রয়েছেন। তবে প্রেমিকার নামপ্রকাশ্যে আনেননি নায়ক।

দিদিয়া আর পর্দার উচ্ছেবাবুর প্রেমের সম্পর্ক নিয়ে কার্যত দু’ভাগে বিভক্ত মিঠাই ফ্যানরা।  একদিকে যেমন খুশি মিঠাই ভক্তদের একাংশ। তেমনি আবার অনেকেই এই সম্পর্ককে একেবারেই ভালো চোখে দেখেন না। যার জন্য সোশ্যাল মিডিয়ায় হামেশাই মিঠাই অনুরাগীরে তুমুল কটাক্ষের মুখে পড়তে হয় কৌশাম্বীকে।

Bengali Serial,বাংলা সিরিয়াল,Zee Bangla,জী বাংলা,Mithai,মিঠাই,Adrit Roy,আদৃত রায়,Kaushambi Chakraborty,কৌশাম্বি চক্রবর্তী,Troll,ট্রোল,Social Media,সোশ্যাল মিডিয়া,Reaction,প্রতিক্রিয়া

কেউ কেউ তাঁকে প্রকাশ্যে ‘বুড়ি’ বলে কটাক্ষ করে আবার কেউ ‘ঘর ভাঙানি’বলতেও পিছপা হন না।  খোলাখুলি তো অনেকে তো এও বলতে ছাড়েন না ‘ভাইকে বয়ফ্রেন্ড বানিয়েছেন’, আবার কেউ কেউ অভিযোগ ‘অন্যের বয়ফ্রেন্ড’ কেড়ে নিয়েছেন অভিনেত্রী।

Adrit Roy Mithai Kaushambi Chakraborty Shirt

যা নিয়ে এতদিন অব্দি একটা শব্দও খরচ করেননি পর্দার নন্দা। এই ধরনের নেগেটিভ মন্তব্য দেখলে তিনি  নিজে থেকেই তা ডিলিট করে দিতেন। কিন্তু সহ্যেরও একটা সীমা থাকে। এবার সেই সহ্যের বাঁধ ভাঙতেই ক্ষোভে  ফেটে পড়লেন পর্দার নন্দা অভিনেত্রী কৌশাম্বি।

এবার এমনই এক নেটিজেনের  মন্তব্যে কৌশাম্বীর সপাট জবাব ‘আমি আপনার প্রশ্নের জবাব দিতে বাধ্য নই। কিন্তু প্রশ্নগুলো শুনে ভাবলাম রিপ্লাই করি! কে কার বয়ফ্রেন্ডকে কেড়ে নিয়েছে একটু বলুন তো? কিসের ভিত্তিতে এই ধরণের কথা বলেন আপনারা? হ্যাঁ, আমি কিছু মানুষের ভিত্তিহীন, অসুস্থ মন্তব্য ডিলিট করে দিই কারণ নেগেটিভিটি আমি আমার আশেপাশে রাখতে চাই না!’

Bengali Serial,বাংলা সিরিয়াল,Zee Bangla,জী বাংলা,Mithai,মিঠাই,Adrit Roy,আদৃত রায়,Kaushambi Chakraborty,কৌশাম্বি চক্রবর্তী,Troll,ট্রোল,Social Media,সোশ্যাল মিডিয়া,Reaction,প্রতিক্রিয়া

এখানেই শেষ নয় যেহেতু নেটিজেনদের একাংশ মনে করেন এক সময় মিঠাই অভিনেত্রী সৌমিতৃষা আদৃত কে  পছন্দ করতেন। কিন্তু আদৃত যেহেতু কৌশাম্বীর সাথে সম্পর্কে জড়ায় তাতেই নাকি তাঁদের  বন্ধুত্বের ফাটল ধরেছে। আর তাই  মিঠাই অভিনেত্রী সৌমিতৃষা অনুরাগীদেরকৌশাম্বীর  ওপর ক্ষোভের শেষ নেই।

এমনকি অভিনেত্রীকে এও শুনতে হয়েছে তাঁর  নাকি কোন মুরোদ নেই। অন্যের সাফল্যে ভর করে জনপ্রিয়তা অর্জন করেছেন। এবার এই অভিযোগের জবাবে অভিনেত্রীর জবাব ‘আপনাকে আমার মুরোদ দেখানোর ইচ্ছা বা সময় কোনওটাই নেই। সুবুদ্ধি হোক, জীবনে ফাসট্রেশনটা কমুক এই কামনা করি! ভালো থাকুন, আর দ্রুত সুস্থ হয়ে উঠুন’।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥