• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

গুলি লেগে মৃত্যুর কোলে মিঠি, ‘তুই কোথায় মিঠি’? মা ফিরলেও এবার নিজের প্রিয় বন্ধুকে হারাবে শাক্য!

Updated on:

Mithai serial Mithi gets shot, Shakya actor Dhritishman Chakraborty dedicates a song to her

এই মুহূর্তে বাংলা টেলিভিশনে (Television) সম্প্রচারিত অত্যন্ত জনপ্রিয় একটি ধারাবাহিক (Serial) হল ‘মিঠাই’ (Mithai)। গত দু’বছর ধরে দর্শকদের বিনোদনের রসদ জুগিয়ে আসছে এই সিরিয়াল। যত সময় এগিয়েছে ততই বেড়েছে ধারাবাহিকের জনপ্রিয়তা। যদিও এখন শোনা যাচ্ছে, শীঘ্রই শেষ হতে চলেছে ‘মিঠাই’। তবে শেষের আগে ধারাবাহিকে চরম উত্তেজনার ট্র্যাক চলছে।

‘মিঠাই’য়ের নিয়মিত দর্শকরা জানেন, সিরিয়ালে এখন দ্বৈত চরিত্রে দেখা যাচ্ছে নায়িকা সৌমিতৃষা কুণ্ডুকে। একইসঙ্গে মিঠাই এবং মিঠি (Mithi) এই দুই চরিত্রে অভিনয় করছে সে। এই মিঠি চরিত্রটিকে নিয়েই ধারাবাহিকের কাহিনীতে একটি দারুণ মোড় আসতে চলেছে। সিরিয়ালের আসন্ন পর্বে দেখানো হবে, গুলি (Shot) লেগেছে মিঠির।

Mithai, Mithai serial Mithi, Mithi gets shot

মিঠাইয়ের অবর্তমানে ধারাবাহিকে এন্ট্রি নিয়েছিল মিঠি চরিত্রটি। শাক্যর (Shakya) শিক্ষিকা অল্প সময়ের মধ্যেই হয়ে উঠেছিল মনোহরার একজন সদস্য। পাশাপাশি সিদ্ধার্থের সঙ্গে বিয়েও হয়ে গিয়েছিল তাঁর। মা মরা ছেলে শাক্যর সঙ্গে বন্ধুর মতো সম্পর্ক গড়ে উঠেছিল মিঠির। কিন্তু মিঠাই ফিরে আসতেই সিদ্ধার্থ-শাক্যর  থেকে দূরে সরে যেতে হয় মিঠিকে।

মনে মনে সিদ্ধার্থকে কিছুটা ভালোবেসে ফেললেও ‘সিধাই’য়ের খুশির দিকে তাকিয়ে হাসিমুখে তাঁকে ডিভোর্স দিয়ে দেয় মিঠি। নিজের কষ্ট বুকে চেপে রেখে মিঠি যে আত্মত্যাগ করেছে তা দেখে স্বাভাবিকভাবেই মন গলে যায় দর্শকদের। অনেকে এও দাবি করেছিলেন, মিঠিকেই উচ্ছেবাবুর নায়িকা করে দেওয়া হোক।

Mithai Shakyo Dhritishman Chakraborty birthday, Mithai, Soumitrisha Kundu and Dhritishman Chakraborty

ওদিকে আবার আস্তে আস্তে মিঠাইয়ের স্মৃতি ফিরছে। দীর্ঘদিন পর সিদ্ধার্থকে ‘উচ্ছেবাবু’ বলে ডেকেছে সে। কিন্তু সিরিয়ালের সাম্প্রতিক পর্বে দেখানো হয়েছে, সিদ্ধার্থ এবং মিঠিকে খুঁজে পাওয়া যাচ্ছে না এবং তাঁদের খোঁজ চালাচ্ছে মিঠাই সহ সম্পূর্ণ হল্লা পার্টি। তবে সিরিয়ালের আসন্ন পর্বে দেখানো হবে, গুলি লাগবে মিঠির।

একদিকে যখন সিরিয়ালে মিঠিকে নিয়ে এই ট্র্যাক দেখানো হবে, তখন শাক্যও নিজের বন্ধুকে খুঁজতে মরিয়া। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় শাক্য অভিনেতা ধৃতিষ্মান চক্রবর্তী মিঠিকে ডেডিকেট করে একটি পোস্ট করেছে। সেখানে মিঠির সঙ্গে তাঁর নানান মুহূর্তের ছবি দেখা যাচ্ছে। পাশাপাশি ধৃতিষ্মানকে নিজের গলায় ‘৩ ইডিয়টস’ ছবির ‘বেহতি হাওয়া সা থা বো’ গানটি গাইতেও শোনা যায়। মিঠি শাক্যর মিষ্টি সম্পর্কের সাক্ষী এই ভিডিও দেখে মন ভরে গিয়েছে নেটিজেনদের। মিঠাইয়ের ছেলে হলেও মিঠির প্রতি শাক্যর এত টান দেখে মুগ্ধ হয়ে গিয়েছেন প্রত্যেকে।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥