‘মিঠাই’ (Mithai) নামটাই যথেষ্ট। বয়স ২ বছর পেরিয়ে গেলেও জি বাংলার (Zee Bangla) জনপ্রিয় এই সিরিয়াল নিয়ে অনুরাগীদের পাগলামীর অন্ত নেই। এখন তো দর্শকদের আবেগের সাথে ওতোপ্রতো ভাবে জড়িয়ে রয়েছে এই সিরিয়াল। প্রসঙ্গত এখন মিঠাই (Mithai) এবং মিঠি (Mithi) দুই চরিত্রেই অভিনয় করতে দেখা যাচ্ছে অভিনেত্রী সৌমিতৃষা কুন্ডুকে (Soumitrisha Kundu)।
আজকের পর্বেই সিরিয়ালে দেখা গিয়েছে মিঠাইকে খুঁজতে এবার নতুন মিশনে নেমেছে সিদ্ধার্থ এবং মিঠি। তাই মিঠাইকে যারা কিডন্যাপ করেছেন তাদের হাতেনাতে ধরার জন্য একেবারে মিঠাইয়ের মত করে শাড়ি পরে এক হাত ঘোমটা দিয়ে এসেছে মিঠি। মিষ্টিও তাকে দেখে নিজের মিষ্টি মা ভেবে কাছে টেনে নিয়েছে। অন্যদিকে আড়াল থেকে সবটা নজরে রেখেছে সিদ্ধার্থ।
সে দেখতে চায় মিঠাইয়ের সাজে থাকা এই মিঠিকে দেখে আসলে কি প্রতিক্রিয়া হয় অপহরণকারীদের। অন্যদিকে তার আগেভাগেই সোশ্যাল মিডিয়ায় ফাঁস হলো সিরিয়ালের আসন্ন একটি ট্র্যাক। সোশ্যাল মিডিয়া ভাইরাল হওয়া সিরিয়ালের আসন্ন প্রমো তে দেখা যাচ্ছে সিদ্ধার্থ অনেক কষ্টে মিঠাইকে খুঁজে বার করেছে ঠিকই কিন্তু মিঠাইয়ের কিছুই মনে নেই।
সে তার স্মৃতিশক্তি হারিয়েছে। আর সিদ্ধার্থ প্রাণপণে চেষ্টা করে যাচ্ছে মিঠাইকে সবকিছু মনে করানোর। এসবের মাঝেই দেখা যাচ্ছে সিরিয়ালে ভিলেন হয়ে গিয়েছে মিঠি। এবার তার লক্ষ্য মোদক পরিবারের সম্পত্তি হাতানো। কিন্তু ঘাবড়াবেন না। এমনটা আদৌ সত্যি নয়। আসলে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ওই ভিডিওটির আদতে কোনো সত্যতা নেই।
আসলে একজন ইউটিউবার এডিট করে ওই ভিডিওটি নিজের কল্পনা শক্তির উপর নির্ভর করে বানিয়েছেন। ছবিতে একটি মডার্ন লুক এ দেখা যাচ্ছে মিঠিকে। তবে দর্শকদের দাবি এই লুক আসলে সৌমিতৃষার আগের সিরিয়াল ‘কনেবউ’-এর লুক।
তবে প্রিয় মিঠি চরিত্রের এমন অবস্থা দেখে দর্শকরা খুবই রেগে গিয়েছেন। কারণ এই কদিনে মিঠাইয়ের মতোই মিঠিকেও ভীষণ ভালোবেসে ফেলেছেন সকলে। তাই এই ফেক ভিডিওটির কমেন্ট সেকশনে নিজেদের ক্ষোভ উগরে দিয়েছেন দর্শকদের একটা বড় অংশ।