• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

 মনোহরায় প্রথম পা রাখল এঞ্জেল! বাবা মেয়ের মিষ্টি মুহূর্ত দেখে চোখ জুড়ল দর্শকদের 

Published on:

Mithai Mishti sidhartha sweet momment, Mithai

বাংলা সিরিয়ালপ্রেমী (Benmgali Serial) দর্শকদের বহুদিনের অপেক্ষার অবসান ঘটিয়া অবশেষে জি বাংলার (Zee Bangla) মিঠাই সিরিয়ালে ফিরে এসেছে মিঠাই (Mithai)। তার সাথেই সিরিয়ালে  এন্ট্রি হয়েছে, মিঠাইয়ের পুচকি মেয়ে মিষ্টির (Mishti)। সিরিয়ালে এন্ট্রির সাথে সাথে এই খুদে সদস্য মন জয় করে নিয়েছে দর্শকদের। ধারাবাহিকে এই মিষ্টি চরিত্র দেখা যাচ্ছে শিশুশিল্পী অনুমেঘা কাহালিকে (Anumegha Kahali)। তাঁর বয়স সম্ভবত ৬ বছর। ইতিপূর্বে তাকে দেখা গিয়েছে জি বাংলার ‘বোধিসত্ত্বের বোধবুদ্ধি’ ধারাবাহিকে।

এই সিরিয়ালের নিয়মিত দর্শকরা জানেন মিষ্টির সাথে তার পায়ের দেখা হলেও এখনও তারা কেউ তাদের আসল পরিচয় জানে না। তাই মিষ্টি যেমন সিদ্ধার্থকে বন্ধু বলে ডাকে সিদ্ধার্থও তেমনি মিষ্টিকে এঞ্জেল বলে ডাকে। আর দেখা হওয়ার পর থেকেই এই ছোট্ট পরিটার প্রতি অদ্ভুত একটা টান অনুভব করছে সিদ্ধার্থ। বিশেষ করে সেদিনের অ্যাক্সিডেন্টে মিষ্টি যেভাবে তাঁকে বাঁচিয়েছিল তারপর থেকে নিজের অজান্তেই সারাক্ষণ শুধু ছোট্ট মেয়েটার কথাই ভেবে যাচ্ছে সিদ্ধার্থ।

বাংলা সিরিয়াল,Benmgali Serial,জি বাংলা,Zee Bangla,মিঠাই (Mithai,মিষ্টি,Mishti,অনুমেঘা কাহালি,Anumegha Kahali,সিদ্ধার্থ,Sidhartha,মিষ্টি মুহূর্ত,Sweet Moment

এরই মধ্যে দেখা যাচ্ছে সিদ্ধার্থ সবেমাত্র বাড়ি থেকে বের হচ্ছিল এঞ্জেলের খবর নেওয়ার জন্য আর সে কেমন আছে তা জানার জন্য। কিন্তু সে যাওয়ার আগেই বাইরে বেরিয়েই দেখে কীর্তনীয়াদের সাথে পথে নাচ গান করতে করতে কাঁধে ঝোলা ঝুলিয়ে নিয়ে মনোহরের দিকেই এগিয়ে আসছে ছোট্ট মিষ্টি। আর তাকে দেখেই বাড়ির সবাইকে ডেকে নেয় সিদ্ধার্থ।

বাংলা সিরিয়াল,Benmgali Serial,জি বাংলা,Zee Bangla,মিঠাই (Mithai,মিষ্টি,Mishti,অনুমেঘা কাহালি,Anumegha Kahali,সিদ্ধার্থ,Sidhartha,মিষ্টি মুহূর্ত,Sweet Moment

এরপরেই কীর্তনীয়দের বলে কিছুক্ষণের জন্য মিষ্টিকে বাড়িতে নিয়ে যায় সিদ্ধার্থ। এরপর দেখা যায় এঞ্জেলকে বাড়ি নিয়ে এসে স্নান করিয়ে তার জন্য দোকান থেকে নতুন একটা লাল জামা কিনে এনে পরিয়ে দিয়েছে সিদ্ধার্থ। শুধু তাই নয় তাকে নিজের হাতে লুচিও খাইয়ে দিয়েছে সিদ্ধার্থ। এছাড়া এঞ্জেলের কথায় এদিন সিদ্ধার্থ গান গেয়ে শুনিয়েছে তাকে।

বাংলা সিরিয়াল,Benmgali Serial,জি বাংলা,Zee Bangla,মিঠাই (Mithai,মিষ্টি,Mishti,অনুমেঘা কাহালি,Anumegha Kahali,সিদ্ধার্থ,Sidhartha,মিষ্টি মুহূর্ত,Sweet Moment

তাছাড়া সিদ্ধার্থর ঘরে গিয়ে বিছানায় উঠে লাফালাফি থেকে শুরু করে ব্যাপক হুটোপুটি করেছে মিষ্টি। কিন্তু সে তাকে বকা দেওয়া তো দূর দু চোখ ভোরে পুঁচকি মিষ্টির দুষ্টুমি দেখতে থাকে সে। এমনকি মিঠাইয়ের যে পুরনো শাড়ি সিদ্ধার্থ কাওকে হাত দিতে দিত না সেই শাড়িই সে মিষ্টি কে দেয় তার মায়ের জন্য। তবে সিদ্ধার্থ আর মিষ্টির একসাথে কাটানো মুহূর্তগুলো দেখে দারুন মুগ্ধ হয়েছেন দর্শক। এমনই একজন নেটিজেন লিখেছেন “মিষ্টি আর পা”,এপিসোড যে কি লেভেলের স্নিগ্ধতায় ভরপুর তা যারা এপি দেখে তারাই বলতে পারবে’।

বাংলা সিরিয়াল,Benmgali Serial,জি বাংলা,Zee Bangla,মিঠাই (Mithai,মিষ্টি,Mishti,অনুমেঘা কাহালি,Anumegha Kahali,সিদ্ধার্থ,Sidhartha,মিষ্টি মুহূর্ত,Sweet Moment

তবে সিদ্ধার্থের ঘরে গিয়েও মিঠাইয়ের ছবি খেয়াল না করার বিষয়টি চোখ এড়ায়নি দর্শকদের। যা নিয়ে শুরু হয়েছে ব্যাপক চর্চা। তাই দর্শকদের একাংশের দাবি ‘সিধাইয়ের রুমে অনেক সিধাই পিক কোলেজ করা আছে।  মিষ্টি কি সেগুলো খেয়াল করে দেখেনি নাকি মিষ্টি কে তারা  সেগুলো খেয়াল করাতে চায়নি।  রাখি মাসি,
বিষয়টা চোখে লাগার মতো। যদি সিধাইয়ের রুমে পিক থেকে থাকে তাহলে তো মিষ্টির চোখে তা দেখার ছিলো’। যদিও অনেকে আবার বলেছেন এখনই সব খেয়াল করে ফেললে গল্প এগোবে কি করে?
design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥