• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

মিষ্টির পাকামিতেই কাছাকাছি আদৃত-সৌমিতৃষা! ছবি দেখেই প্রাণ জুড়োলো মিঠাই ভক্তদের

Published on:

Mithai Serial Misti actress Anumegha Kahali Shares photo with Soumitrisha Kundu Adrit Roy

বিগত ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা সিরিয়ালপ্রেমী দর্শকদের মনের সিংহাসনে রাজ করছে জি বাংলার (Zee Bnagla) একটাই সিরিয়াল। তা হল সুখে, দুঃখে মিষ্টি মুখে ‘মিঠাই’ (Mithai)। শুরু থেকেই মিঠাই চরিত্রে সৌমিতৃষা কুন্ডু (Soumitrisha Kundu) এবং সিদ্ধার্থ চরিত্রে আদৃত রায়ের (Adrit Roy) অভিনয় পাকাপাকি ভাবেই জায়গা করে নিয়েছে দর্শকমহলে।

এই সিরিয়ালের প্রত্যেক সদস্যদের সাথে ওতোপ্রতোভাবে জড়িয়ে রয়েছে দর্শকদের আবেগ। সময়ের সাথে হয়তো সিরিয়ালের টি আর পি কমেছে ঠিকই, কিন্তু আজ অবধি এই সিরিয়ালের জনপ্রিয়তার ধরে কাছে ঘেঁষতে পারেনি কেউ। বিশেষ করে এই মুহূর্তে বাংলা টেলিভিশনের সবচেয়ে পুরনো সিরিয়াল হয়েও যেভাবে নতুন সিরিয়ালের ভীড়ে নিজেদের জনপ্রিয়তা ধরে রেখেছে মিঠাই তা নিঃসন্দেহে প্রশংসনীয়।

Sidhartha copy Mithai viral video

নানান চড়াই উৎরাই পেরিয়ে সময়ের সাথে এখন বেশ অনেকটাই এগিয়ে গিয়েছে এই সিরিয়ালের গল্প। সিড মিঠাইয়ের জীবনে এখন যোগ হয়েছে দুই খুদে সদস্য। মিঠাইরানির ছেলে শাক্য তো আগেই ছিল মনোহরায়। আর কিছুদিন এসেছে শাক্যর বোন মিষ্টি। ধারাবাহিকে এই শাক্য চরিত্রে অভিনয় করছেন শিশু শিল্পী ধৃতিষ্মান চক্রবর্তী। আর এঞ্জেল মিষ্টির চরিত্রে দেখা যাচ্ছে শিশু শিল্পী অনুমেঘা কাহালিকে (Anumegha Kahali)।

ইতিপূর্বে দর্শক তাঁকে দেখেছেন জি বাংলার অপর এক জনপ্রিয় ধারাবাহিক ‘বোধিসত্ত্বের বোধবুদ্ধি’তে। বাচাদের নিয়ে তৈরী ভিন্ন স্বাদের এই সিরিয়ালে বোধির বোন মুন্নির চরিত্রে অভিনয় করেছিলেন মোদক পরিবারের এখনকার মিষ্টি এঞ্জেল।

বাংলা সিরিয়াল,Bengali Serial,জি বাংলা,Zee Bnagla,মিঠাই,Mithai,সৌমিতৃষা কুন্ডু,Soumitrisha Kundu,সিদ্ধার্থ,Sidhartha,আদৃত রায়,Adrit Roy,মিষ্টি,Mishti,অনুমেঘা কাহালি,Anumegha Kahali,ভাইরাল ছবি,Viral Photo

অভিনয়ের পাশাপাশি নাচেও কিন্তু দারুন পারদর্শী এই খুদে শিল্পী।মাঝেমধ্যেই সোশ্যাল মিডিয়য়ায় ভাইরাল হয় তাঁর নাচের সেই সব ভিডিও। এছাড়াও জনপ্রিয় অভিনেত্রী অপরাজিতা আঢ্য থেকে সোনালী চোধুরী অনেকের সাথেই ইতিপূর্বে ছবি শেয়ার করতে দেখা গিয়েছে অনুমেঘাকে।
বাংলা সিরিয়াল,Bengali Serial,জি বাংলা,Zee Bnagla,মিঠাই,Mithai,সৌমিতৃষা কুন্ডু,Soumitrisha Kundu,সিদ্ধার্থ,Sidhartha,আদৃত রায়,Adrit Roy,মিষ্টি,Mishti,অনুমেঘা কাহালি,Anumegha Kahali,ভাইরাল ছবি,Viral Photo
সম্প্রতি তেমনি নিজের অনস্ক্রিন বাবা মা অর্থাৎ মিঠাই সিদ্ধার্থ অভিনেতা আদৃত সৌমিতৃষার সাথে ছবি শেয়ার করতে দেখা গিয়েছে অভিনেত্রীকে। যা দেখে ভালোবাসায় ভরিয়ে দিয়েছেন দর্শক। মিঠাই সিদ্ধার্থের সাথে মিষ্টির এমন সুন্দর একটা ছবি দেখে চোখ জুড়িয়েছে সকলেরই। প্রসঙ্গত সিরিয়ালে মিষ্টি মিঠাইকে মিষ্টি মা আর সিদ্ধার্থকে বন্ধু বলে ডাকে। তাই এদিনের ছবির ক্যাপশনেও অভিনেত্রী লিখেছিলেন ‘আমার মিষ্টি মা আর বন্ধুর সাথে বাকেরহাটের পথে’।
design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥