• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

মিঠাইয়ের থেকেও এককাঠি ওপরে! টিভির আগে ফাঁস মিঠি-মিঠাই স্পেশাল ‘দিদি নং ১’র পর্বের ভিডিও

সুখে, দুঃখে মিষ্টি মুখে বিগত ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা সিরিয়ালপ্রেমী (Bengali Serial) দর্শকদের ঘরে ঘরে বিনোদনের রসদ জুগিয়ে চলেছে জি বাংলার (Zee Bnagla) ‘মিঠাই’ (Mithai)। সময়ের সাথে সাথে হয়তো বেঙ্গল টপারের মুকুট হাতছাড়া হওয়ার পাশাপাশি কমেছে সিরিয়ালের সাপ্তাহিক টি আর পি।

কিন্তু আজ অবধি ৫৪ বারের বেঙ্গল টপার এই সিরিয়ালের জনপ্রিয়তায় আঁচ পড়েনি এক ফোঁটাও। শুরু থেকেই মিঠাই চরিত্রে সৌমিতৃষা কুন্ডু (Soumitrisha Kundu) এবং সিদ্ধার্থ (Sidhartha) চরিত্রে আদৃত রায়ের (Adrit Roy) অভিনয় পাকাপাকি ভাবেই জায়গা করে নিয়েছে দর্শকমহলে।

   
বাংলা সিরিয়াল,Bengali Serial,জি বাংলা,Zee Bangla,মিঠাই,Mithai,মিষ্টি,Mishti,অনুমেঘা কাহালি,Anumegha Kahali,দিদি নম্বর ১,Didi No 1,রচনা ব্যানার্জী,Rachna Banerjee,মজার ভিডিও,Funny Video

সময়ের সাথে এখন বেশ এগিয়ে গিয়েছে এই সিরিয়ালের গল্প। সিড মিঠাইয়ের জীবনে এখন যোগ হয়েছে দুই খুদে সদস্য শাক্য আর মিষ্টি। ধারাবাহিকে এই উচ্ছেবাবুর এঞ্জেল অর্থাৎ মিষ্টির চরিত্রে দেখা যাচ্ছে শিশু শিল্পী অনুমেঘা কাহালিকে (Anumegha Kahali)।

বাংলা সিরিয়াল,Bengali Serial,জি বাংলা,Zee Bangla,মিঠাই,Mithai,মিষ্টি,Mishti,অনুমেঘা কাহালি,Anumegha Kahali,দিদি নম্বর ১,Didi No 1,রচনা ব্যানার্জী,Rachna Banerjee,মজার ভিডিও,Funny Video

শুক্রবার এই জুনিয়র মিঠাই আসতে চলেছেন জি বাংলার জনপ্রিয় গেম শো দিদি নাম্বার ওয়ানের মঞ্চে। ইতিমধ্যেই সেই পর্বের আগাম ঝলক প্রকাশ্যে আনা হয়েছে চ্যানেল কর্তৃপক্ষের তরফে। প্রকাশ্যে আসা এই ভিডিওতে দেখা যাচ্ছে সঞ্চালিকা রচনা বন্দোপাধ্যায় স্বাগত জানাচ্ছেন মিঠাই-এর মিষ্টিকে।

বাংলা সিরিয়াল,Bengali Serial,জি বাংলা,Zee Bangla,মিঠাই,Mithai,মিষ্টি,Mishti,অনুমেঘা কাহালি,Anumegha Kahali,দিদি নম্বর ১,Didi No 1,রচনা ব্যানার্জী,Rachna Banerjee,মজার ভিডিও,Funny Video

এদিন মজার এই গেম শোতে পর্দার মিষ্টি হাজির হতে চলেছে পর্দার নয় বরং নিজের মা ঋতুপর্ণা কাহলির সাথে। মঞ্চে হাজির হয়েই সে একেবারে মিঠাই ‘ইস্টাইলে’ কোমরে হাত দিয়ে তুফান মেলের মতো বলতে শুরু করে ‘ননসেন্স,ইস্টুপিড,রিডিকিউলাস,ডিসগাস্টিং’।
এতটুকু বাচ্ছাকে এমন গড়গড়িয়ে ডায়লগ মুখস্থ বলতে শুনে সঞ্চালিকা তথা অভিনেত্রী রচনার প্রশ্ন ‘ডায়লগ মুখস্থ কর কি করে?’ ততক্ষণে উত্তর রেডি অনুমেঘার ঠেঁটের গোড়াতেই। সপাট জবাবে সেও জানায় ‘যদি একটা মানুষ এভাবে কথা বলতে পারে, তাহলে ডায়লগও মুখস্থ হয়ে যাবে’।

খুদে মিষ্টির কাছে এমন উত্তর পাবেন এমনটা বোধ হয় আঁচ করতে পারেননি রচনা। তাই অনুমেঘার পাকা পাকা কথা শুনে রচনাও বলেই ফেলেন ‘এ কি জিনিস’? এরপর খুদের কাছে রচনার প্রশ্ন  ‘পড়াশোনাটা কি হচ্ছে আগে বলো’?  এরও জবাবে দ্বিগুন চমক দিয়ে কায়দা করে হাতের ওপর হাত ঠুকে অনুমেঘা বলে ওঠে ‘গল্প শেষ’। যা শুনেই হাসিতে ফেটে পড়েন রচনা।

site