• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

অন্যের ফেলা প্রস্তাব লুটেই আজ সফল! সৌমিতৃষা নয় ‘মিঠাই’ এই হতে পারতেন অভিনেত্রী

বাংলা সিরিয়ালপ্রেমী (Bengali Serial) দর্শকদের কাছে জি বাংলার (Zee Bangla) এক কালের ফার্স্ট গার্ল  ‘মিঠাই’ (Mithai) রানীর জনপ্রিতার কথা আলাদা করে বলার প্রয়োজন পড়ে না। ধারাবাহিকের প্রধান নায়িকা  মিঠাই চরিত্রে অভিনয় করেই আজ সাফল্যের শিখরে বিরাজ করছেন অভিনেত্রী সৌমিতৃষা কুন্ডু (Soumitrisha Kundu)।

বয়স ২ বছর পেরিয়ে গেলেই দর্শকদের কাছে কিন্তু এখনও নতুনের মতো এই সিরিয়াল। যা প্রতিদিন না দেখলে মিঠাই ভক্তদের গোটা দিনটাই থেকে যায় অসম্পূর্ণ। তাই আজও ধারাবাহিকের নায়ক-নায়িকা সিদ্ধার্থ-মিঠাইকে (Sidhartha-Mithai) একেবারে চোখে হারায় দর্শক।

   

বাংলা সিরিয়াল,Bengali Serial,জি বাংলা,Zee Bangla,মিঠাই,Mithai,সৌমিতৃষা কুন্ডু,Soumitrisha Kundu,ঐশ্বর্য সেন,Aishwarya Sen

সোশ্যাল মিডিয়া জুড়ে ছড়িয়ে ছিটিয়ে থাকা সিরিয়ালের ফ্যানপেজ গুলিতে অহরহ তাদের নিয়ে চলতে থাকে নানান পাগলামি। গোপালের আশীর্বাদ আর দর্শকদের ভালোবাসায় এই দীর্ঘ দু’বছরের বেশী সময়ে অনেক সাফল্য, অনেক পুরস্কার এসেছে মোদক পরিবারের সদস্যদের ঝুলিতে।

বাংলা সিরিয়াল,Bengali Serial,জি বাংলা,Zee Bangla,মিঠাই,Mithai,সৌমিতৃষা কুন্ডু,Soumitrisha Kundu,ঐশ্বর্য সেন,Aishwarya Sen

বিশেষ করে নায়িকা মিঠাইয়ের চরিত্রে সৌমিতৃষা এই ২ বছরে নিজেকে যেভাবে ভেঙেছেন তা সত্যিই প্রশংসনীয়। তাই দু’হাত ভর্তি ভালোবাসা দিয়েছেন দর্শকরাও। সিধাসাধা জনাইয়ের মেয়ে থেকে মোদক বাড়ির যোগ্য বৌমা হওয়া কিংবা বর্তমানে মিঠাই শাক্য দুই সন্তানের মা সব চরিত্রেই এককথায় অনবদ্য মিঠাই অভিনেত্রী সৌমিতৃষা।
বাংলা সিরিয়াল,Bengali Serial,জি বাংলা,Zee Bangla,মিঠাই,Mithai,সৌমিতৃষা কুন্ডু,Soumitrisha Kundu,ঐশ্বর্য সেন,Aishwarya Sen

এছাড়া একই সিরিয়ালে মিঠির মতো একটা চুলবুলি চরিত্রে সৌমিতৃষার অভিনয় দারুন প্রশংসা পেয়েছে দর্শকমহলে। কিন্তু দর্শকরা হয়তো এই মিঠাই চরিত্রে সৌমিতৃষাকে দেখতেই পেতেন না।কারণ হিসাবে জানা জানা এই মিঠাই চরিত্রে অভিনয়ের প্রস্তাব প্রথমে গিয়েছিল টলিউড ইন্ডাস্ট্রির প্রথম সারির একজন অভিনেত্রীর কাছে।

Mithai Soumitrisha Kundu Air off Reaction

আর সেই অভিনেত্রী আর কেউ নন। তিনি হলেন বিখ্যাত অভিনেত্রী ঐশ্বর্য সেন (Aishwarya Sen)। জানা যায় এই সিরিয়ালের  নির্মাতারা এই চরিত্রের জন্য প্রথমে তাঁর কথাই ভেবেছিলেন।  কিন্তু কোনো এক অজানা কারণবশত তাঁকে বাদ দিয়ে দেওয়া হয়। আর পরে সেই প্রস্তাব যায় দর্শকদের সকলের প্রিয় মিঠাই রানীর কাছে। তবে এতদিন পর দর্শকদের নিশ্চই বলতে কোনো বাধা নেই যে এই চরিত্রটিকে যথাযথভাবেই ফুটিয়ে তুলেছেন সৌমিতৃষা।