• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

জয় গোপাল! অন্তিম লগ্নে পুরো পরিবার নিয়ে পুরনো ছন্দে ফিরছে ‘মিঠাই’

বাংলা সিরিয়ালের (Bengali Serial) দর্শকদের কাছে আবেগের আরেক নাম জি বাংলার (Zee Bangla) ‘মিঠাই’ (Mithai)। বিগত ২ বছরের বেশি সময়ের পথ চলায় এই সিরিয়ালটি মনোরঞ্জন করে চলেছে আপামর বাংলার অগণিত সিরিয়ালপ্রেমী দর্শকদের। এই ভাবেই একের পর এক রেকর্ড সৃষ্টি করে অবশেষে সিরিয়ালটি এসে পৌঁছেছে একেবারে অন্তিম লগ্নে।

টিভির পর্দার মিঠাইয়ের সম্প্রচার শেষ হওয়া এখন একপ্রকার সময়ের অপেক্ষা। কষ্ট হলেও মায়া কাটিয়ে  দর্শকদের বিদায় জানাতে একপ্রকার প্রস্তুত মনোহরার সদস্যরাও। তাই মাঝেমধ্যেই সোশ্যাল মিডিয়ায় আবেগপ্রবণ হয়ে পুরনো স্মৃতি তুলে ধরেছেন এই ধারাবাহিকের কলাকুশলীরা।

   

বাংলা সিরিয়াল,Bengali Serial,জি বাংলা,Zee Bangla,মিঠাই,Mithai,মনোহরা,Monohora,পুরোনো চরিত্র,Old Charectors,কামব্যাক,Comeback,নতুন চমক,New Twist

মনোহারা ছাড়ার খবর দিয়ে সিরিয়াল শেষের জল্পনায় প্রথম সিলমোহর দিয়েছিলেন খোদ এই ধারাবাহিকের নায়ক সিদ্ধার্থ অভিনেতা আদৃত রায় (Adrit Roy)। মনোহরা ভেঙে নতুন সিরিয়াল ‘ফুলকি’র (Phulki) সেট তৈরির খবরে আগেই মন খারাপ হয়ে গিয়েছিল মিঠাই ভক্তদের।

বাংলা সিরিয়াল,Bengali Serial,জি বাংলা,Zee Bangla,মিঠাই,Mithai,মনোহরা,Monohora,পুরোনো চরিত্র,Old Charectors,কামব্যাক,Comeback,নতুন চমক,New Twist

পরবর্তীতে এই ধারাবাহিকের ক্যাপ্টেন অর্থাৎ পরিচালক রাজেন্দ্র প্রসাদ দাসও মিঠাই ছেড়ে ফুলকির শুটিংয়ে যোগ দেওয়ায় মন খারাপ দ্বিগুণ বেড়ে গিয়েছিল অনুরাগীদের। সোশ্যাল মিডিয়ায় মিঠাইয়ের সেট ভাঙার ছবি দিয়ে আবেগপ্রবণ হয়ে তিনি লিখেছিলেন ‘ভাঙা গড়ার খেলা! এই সেদিন তৈরি হচ্ছিল মনোহরা, আর আজ ভাঙা হচ্ছে।’

Mithai Family,Durga Puja

সেই পোস্টের কমেন্ট সেকশনে সকলের নজর কাড়ে মিঠাই অভিনেত্রী সৌমিতৃষা কুন্ডুর  মন্তব্য। সত্যি টাকে মেনে নিয়েই পর্দার মিঠাই লিখেছিলেন ‘নতুনকে জায়গা দিতে হয় হয়ত এভাবেই রাজেন দা!’ তবে এবার শোনা যাচ্ছে, বরাবরের মতো মিঠাইয়ের অন্তিম পর্বেও দর্শকদের মনোরঞ্জনে কোনরকম খামতি রাখবেন না মনোহরার সদস্যরা।

Mithai actress Soumitrisha Kundu is unwell, actress is suffering from back pain

এই কারণেই ধারাবাহিকের ফিরিয়ে আনা হবে এই সিরিয়ালের আগের চরিত্র গুলিদেরও। অর্থাৎ শেষের দিকে শুরুর ছোঁয়া দিয়ে সিরিয়ালে ধীরে ধীরে আগমন ঘটবে দাদু,ঠাম্মি, উচ্ছে বাবুর বাবা সমরেশ, পিসি, স্যান্ডি কিংবা পিঙ্কিজির মত চরিত্রদের। যার ফলে আরও  একবার আবেগপ্রবণ হওয়ার পালা এই সিরিয়ালের দর্শকদের।

site