বাংলা সিরিয়ালের (Bengali Serial) দর্শকদের কাছে আবেগের আরেক নাম জি বাংলার (Zee Bangla) ‘মিঠাই’ (Mithai)। বিগত ২ বছরের বেশি সময়ের পথ চলায় এই সিরিয়ালটি মনোরঞ্জন করে চলেছে আপামর বাংলার অগণিত সিরিয়ালপ্রেমী দর্শকদের। এই ভাবেই একের পর এক রেকর্ড সৃষ্টি করে অবশেষে সিরিয়ালটি এসে পৌঁছেছে একেবারে অন্তিম লগ্নে।
টিভির পর্দার মিঠাইয়ের সম্প্রচার শেষ হওয়া এখন একপ্রকার সময়ের অপেক্ষা। কষ্ট হলেও মায়া কাটিয়ে দর্শকদের বিদায় জানাতে একপ্রকার প্রস্তুত মনোহরার সদস্যরাও। তাই মাঝেমধ্যেই সোশ্যাল মিডিয়ায় আবেগপ্রবণ হয়ে পুরনো স্মৃতি তুলে ধরেছেন এই ধারাবাহিকের কলাকুশলীরা।
মনোহারা ছাড়ার খবর দিয়ে সিরিয়াল শেষের জল্পনায় প্রথম সিলমোহর দিয়েছিলেন খোদ এই ধারাবাহিকের নায়ক সিদ্ধার্থ অভিনেতা আদৃত রায় (Adrit Roy)। মনোহরা ভেঙে নতুন সিরিয়াল ‘ফুলকি’র (Phulki) সেট তৈরির খবরে আগেই মন খারাপ হয়ে গিয়েছিল মিঠাই ভক্তদের।
পরবর্তীতে এই ধারাবাহিকের ক্যাপ্টেন অর্থাৎ পরিচালক রাজেন্দ্র প্রসাদ দাসও মিঠাই ছেড়ে ফুলকির শুটিংয়ে যোগ দেওয়ায় মন খারাপ দ্বিগুণ বেড়ে গিয়েছিল অনুরাগীদের। সোশ্যাল মিডিয়ায় মিঠাইয়ের সেট ভাঙার ছবি দিয়ে আবেগপ্রবণ হয়ে তিনি লিখেছিলেন ‘ভাঙা গড়ার খেলা! এই সেদিন তৈরি হচ্ছিল মনোহরা, আর আজ ভাঙা হচ্ছে।’
সেই পোস্টের কমেন্ট সেকশনে সকলের নজর কাড়ে মিঠাই অভিনেত্রী সৌমিতৃষা কুন্ডুর মন্তব্য। সত্যি টাকে মেনে নিয়েই পর্দার মিঠাই লিখেছিলেন ‘নতুনকে জায়গা দিতে হয় হয়ত এভাবেই রাজেন দা!’ তবে এবার শোনা যাচ্ছে, বরাবরের মতো মিঠাইয়ের অন্তিম পর্বেও দর্শকদের মনোরঞ্জনে কোনরকম খামতি রাখবেন না মনোহরার সদস্যরা।
এই কারণেই ধারাবাহিকের ফিরিয়ে আনা হবে এই সিরিয়ালের আগের চরিত্র গুলিদেরও। অর্থাৎ শেষের দিকে শুরুর ছোঁয়া দিয়ে সিরিয়ালে ধীরে ধীরে আগমন ঘটবে দাদু,ঠাম্মি, উচ্ছে বাবুর বাবা সমরেশ, পিসি, স্যান্ডি কিংবা পিঙ্কিজির মত চরিত্রদের। যার ফলে আরও একবার আবেগপ্রবণ হওয়ার পালা এই সিরিয়ালের দর্শকদের।