• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

চাকরি ছেড়ে মোদক পরিবারের ব্যাবসায় যোগ দিচ্ছে উচ্ছেবাবু! রইল মিঠাইয়ের হোলি স্পেশাল প্রোমো  

Published on:

Mithai,মিঠাই,Sidhartha,সিদ্ধার্থ,Modak Family,মোদক পরিবার,Holi Special,হোলি স্পেশাল,New Promo,নতুন প্রোমো

বাংলার সিরিয়াল প্রেমীদের কাছে এখন সুখে দুঃখে মিষ্টি মুখে মিঠাই (Mithai)। তাই সিরিয়ালের পোকা দর্শকদের কাছে মিঠাই সিরিয়ালের জনপ্রিয়তা নিয়ে নতুন করে কিছুই বলার নেই। তাই সবাই সারাদিনে যতই ব্যস্ত থাকুক না কেন, দিনের শেষে মিঠাই না দেখা পর্যন্ত কিন্তু গোটা দিনটাই অসম্পূর্ণ থেকে যায় দর্শকদের। তাই এই সিরিয়ালের একটাও এপিসোড মিস করতে চান না দর্শকরা।

প্রসঙ্গত দীর্ঘদিন ধরে টিআরপি (TRP) লিস্টে শীর্ষস্থান ধরে রেখে রীতিমতো তাক লাগিয়ে দিয়েছিল মিঠাইয়ের মোদক পরিবারের গোটা টীম। কিন্তু TRP তে পিছিয়ে গেলে কি হবে দর্শকমহলে কিন্তু আজ পর্যন্ত কমেনি এই ‘মিঠাই’ সিরিয়ালেল জনপ্রিয়তা। আর এখন তো প্রায় প্রতিদিনই চুটিয়ে প্রেম করতে দেখা যাচ্ছে মিঠাই আর সিদ্ধার্থকে। আর বর্তমানে টিভির পর্দায় দর্শকরাও চুটিয়ে উপভোগ করছেন সিড মিঠাইয়ের এই মিষ্টি রোম্যান্স।

Mithai,মিঠাই,Sidhartha,সিদ্ধার্থ,Modak Family,মোদক পরিবার,Holi Special,হোলি স্পেশাল,New Promo,নতুন প্রোমো

পাহাড়ে ছুটি কাটাতে যাওয়ার পর থেকেই একেবারে পাল্টে গিয়েছে সিড আর মিঠাইয়ের সম্পর্কের রসায়ন। এখন মিঠাইরানিকে রীতিমতো চোখে হারাচ্ছে তার উচ্ছেবাবু। প্রসঙ্গত এই সিরিয়ালের যারা নিয়মিত দর্শক তারা সকলেই জানেন বর্তমানে মিঠাই অর্থনৈতিকভাবে অনেকটাই স্বাবলম্বী হয়ে গিয়েছে। সংসারের পাশাপাশি মিষ্টির ব্যাবসা সামলে একাই একশো হয়ে উঠেছে মোদক বাড়ির অলরাউন্ডার বৌমা।

Mithai,মিঠাই,Sidhartha,সিদ্ধার্থ,Modak Family,মোদক পরিবার,Holi Special,হোলি স্পেশাল,New Promo,নতুন প্রোমো

অন্যদিকে মিঠাইয়ের বড়জা তোর্সার সঙ্গে অফিসে ঝগড়া করে ইতিমধ্যেই চাকরি ছেড়ে দিয়েছে সিদ্ধার্থ। তারপর থেকেই বাড়িতেই বেকার হয়েই বাড়ি বসে রয়েছে দাদুর নাতি। আর বাড়িতে একা একা বসে থাকায় কিছুতেই সময় কাটছে না তার। আর তার সমস্ত রাগ গিয়ে পড়ছে মিঠাইয়ের ওপরেই। এরইমধ্যে দেরি করে বাড়ি ফেরার জন্য সিডের কাছে বকা খেয়েছে মিঠাই। তবে এরমধ্যে তাদের ভাবও হয়ে গিয়েছে।

Mithai,মিঠাই,Sidhartha,সিদ্ধার্থ,Modak Family,মোদক পরিবার,Holi Special,হোলি স্পেশাল,New Promo,নতুন প্রোমো

প্রসঙ্গত সামনেই রঙের উৎসব। আর এবারের দোল মিঠাই আর তার উচ্ছে বাবুর কাছে একটু বেশীই স্পেশাল। এরই মধ্যে প্রকাশ্যে এসেছে মিঠাইয়ের হোলি স্পেশাল নতুন প্রোমো। ভিডিওতে দেখা যাচ্ছে দোলের দিন মোদক পরিবারের সকলেই মেতে উঠেছেন রঙের খেলায়। মিঠাইকে একাহাতে জিলিপি তৈরি করতে দেখে উচ্ছে বাবু সেখানে আসে। এরপরই দেখা যায় মিঠাই সিদ্ধার্থের হাত ধরে তাকে জিলিপি বানানো শেখাচ্ছে, আর বলছে তুমি আর চাকরীর চেষ্টা না করে বাড়ির ব্যবসাতে যোগ দাও না গো। তবে সিদ্ধার্থ সত্যিই বাড়ির মিষ্টির ব্যবসায় যোগ দেয় কিনা এখন সেটাই দেখার।

https://youtu.be/OQg8nHayFEA

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥