বাংলার সেরা সিরিয়ালের মধ্যে অন্যতম মিঠাই সিরিয়াল (Mithai Serial)। মিষ্টির মত সুন্দর একটা কাহিনী নিয়েই তৈরী মিঠাই সিরিয়াল। সেই শুরু থেকেই মোদক পরিবারের কাহিনী মন জিতেছে দর্শকদের। একসময় যে মিঠাইকে সহ্যই করতে পারত না উচ্ছে বাবু সেই আজ তাকে চোখে হারায়। অপ্রিয় থেকে প্রিয় ও ভালোবাসার মানুষ হয়ে ওঠার এই যাত্রাপথ মন ভড়িয়েছে দর্শকদের। কিন্তু এবার খারাপ খবর শোনা গেল মিঠাই সিরিয়াল নিয়ে!
একসময় টিআরপি তালিকায় প্রথমস্থানেই থাকত মিঠাই সিরিয়াল। কিন্তু বিগত কিছু মাস যাবৎ সেটা কেমন যেন ওলট পালট হয়ে গিয়েছে। প্রথম স্থানে থাকা মিঠাই কখনো তৃতীয় তো কখনও পঞ্চম স্থানে নেমে এসেছে। তবে তাতে অবশ্য মিঠাইপ্রেমীদের বয়েই গেছে, কারণ তাঁরা মিঠাই ঠিকই দেখবেন।
কিন্তু এসবের মাঝে খবর ছড়িয়েছে শীঘ্রই শেষ হতে চলেছে মিঠাই সিরিয়াল! হ্যাঁ ঠিকই দেখছেন, আগামী মাসেই নাকি শেষ হতে চলেছে সিরিয়াল। এমনি খবর ছড়িয়ে পড়েছে নেটপাড়ায়। যার জেরে রীতিমত চিন্তায় পরে গিয়েছেন দর্শকেরা। কিন্তু কেন শেষ হবে সিরিয়াল? দর্শকদের একাংশের মতে, কিছুটা একঘেয়ে হয়ে গেছে মিঠাই। তাই হয়তো এমন সিদ্ধান্ত নেওয়া হচ্ছে!
শুধু শেষ হওয়ার খবর না সাথে প্রকাশ্যে এসেছে সিরিয়াল শেষ হওয়ার সম্ভাব্য তারিখও। কবে? আগামী ২৮শে অগাস্টই নাকি শেষ হচ্ছে মিঠাই ধারাবাহিক। এমন একটা খবর হুট করে প্রকাশ্যে আসায় রীতিমত চিন্তায় পড়ে গিয়েছেন ভক্তরা। কিছুদিন আগেই তো একবছর হল। কিন্তু টিআরপি পাচ্ছে না বলে সত্যিই কি এতো তাড়াতাড়ি বন্ধ করে দেওয়া হবে সিরিয়াল?
যদিও বিনোদনের জগতে একাধিক গুজব হামেশাই শুনতে পাওয়া যায়। তবে মিঠাইয়ের খবর গুজব না সত্যি তা নিয়ে বেশ চিন্তায় রয়েছে সবাই। তাঁর ওপর কিছুদিন আগেই সিরিয়ালের নতুন প্রোমো প্রকাশ্যে এসেছে। যেখানে দেখা যাচ্ছে সিদ্ধার্থকে বাঁচাতে নিজে গুলি খেয়েছে মিঠাই। এরপর গুলিবিদ্ধ মিঠাইকে কোলে নিয়ে হাসপাতালে দৌড়াচ্ছে সিদ্ধার্থ। এই প্রমো আর তার পরেই এমন খবর সব মিলিয়ে আকাশ ভেঙে পড়েছে মিঠাইপ্রেমীদের মাথায়।
এই বিষয়ে কি বলছেন সিরিয়ালের পরিচালক? তাঁর মতে মিঠাই শেষ হওয়ার খবর গুজব। তবে একেবারে শেষ হওয়ার কথাটা এড়িয়েও যাননি তিনি। তাঁর মতে এক দিন না একদিন তো শেষ হতেই হবে। মিঠাইকেও বিদায় জানাতেই হবে। কিন্তু সেটা এতো তাড়াতাড়ি অর্থাৎ ২৮শে অগাস্ট নয়।